Ajker Patrika

মাইক্রোসফটে আবারও কর্মী ছাঁটাই

প্রযুক্তি ডেস্ক
মাইক্রোসফটে আবারও কর্মী ছাঁটাই

প্রযুক্তি জায়ান্টগুলোতে কর্মী ছাঁটাই যেন থামছেই না। শুধু মার্চ মাসেই ৩৮ হাজার কর্মী ছাঁটাই করেছে টেক জায়ান্ট মেটা, আমাজন ও অ্যাকসেঞ্চার। এদিকে ই-কমার্স জায়ান্ট আমাজনে চাকরি হারিয়েছেন প্রায় ৯০০০ কর্মী। গত মাসে শোনা গিয়েছিল, কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি কর্মীদের বেতনও কমাবে আমাজন। গত জানুয়ারিতে প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছিল সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এরই ধারাবাহিকতায় ২৭০০ কর্মী ছাঁটাই করা হলো প্রতিষ্ঠানটিতে। 

সিয়াটল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের বেলভিউ ও রেডমন্ডের অফিস থেকে ৫৫৯ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। ফলে মাইক্রোসফটে ছাঁটাই হওয়া মোট কর্মীর সংখ্যা এখন ২৭০০। কোম্পানির তথ্যানুসারে, গত জুন পর্যন্ত মাইক্রোসফটে মোট কর্মী ছিল ২ লাখ ২১ হাজার জন। এদের মধ্যে ১ লাখ ২২ হাজার জন যুক্তরাষ্ট্রে ও বাকি ৯৯ হাজার জন বিশ্বজুড়ে কাজ করছে। মোট কর্মীর প্রায় ৫ শতাংশ বা প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করে মাইক্রোসফট। 

সিয়াটল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, নিজেদের বেলভিউ শহরের সিটি সেন্টার প্লাজা ভাড়ায় দিচ্ছে মাইক্রোসফট। ধারণা করা হচ্ছে, ‘হোম অফিস’ এবং ব্যাপক ছাঁটাইসহ মন্দার কারণে প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

গত বছর ৭০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি জায়ান্টগুলো। মহামারির সময় বিপুলসংখ্যক কর্মী নিয়োগ করলেও সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১২ হাজার, আমাজন ১৮ হাজার, টুইটার ৪ হাজার ও মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। এরই ধারাবাহিকতায় গত বছরের শেষ দিকে প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করে মেটা। এদিকে কয়েক মাস না পেরোতেই আবারও ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় মেটা। মোট ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ছাঁটাই ছাড়াও নতুন করে নিয়োগও কমানোর সিদ্ধান্ত নেয় মেটা। ছাঁটাইয়ের ঘোষণার পরপরই বাড়ে মেটার স্টকের দাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত