অনলাইন ডেস্ক
বর্তমান ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে হোয়াটসঅ্যাপ। তবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে ব্যবহারের প্রয়োজন অনুভব করেন অনেকেই। অফিসের কাজে, ব্যক্তিগত জীবনে কিংবা সামাজিক যোগাযোগের প্রয়োজনে একাধিক ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা বেশ গুরুত্বপূর্ণ। প্ল্যাটফর্মটির লিংক ডিভাইস ফিচারের মাধ্যমে এই কাজ সহজেই করা যায়।
হোয়াটসঅ্যাপের লিংক ডিভাইস ফিচার
একাধিক ডিভাইসে মূল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর ব্যবহার করার সুবিধা দেয় হোয়াটসঅ্যাপের লিংক ডিভাইস ফিচার। এর মাধ্যমে প্রধান ডিভাইসের সঙ্গে অন্যান্য সহযোগী ডিভাইস যুক্ত করা যায়। মূলত, যখন প্রধান স্মার্টফোনের চার্জ ফুরিয়ে যায় বা অনিচ্ছাকৃতভাবে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায়, তখন এই ফিচার খুবই কাজে আসে। এটি ‘মাল্টিপল অ্যাকাউন্ট’ ফিচার থেকে আলাদা, যেখানে একই ডিভাইসে দুটি আলাদা হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করতে পারেন।
লিংক ডিভাইসের মাধ্যমে একবার ডিভাইসগুলো লিংক হয়ে গেলে প্রাইমারি ফোনের সব চ্যাট, কল এবং অন্যান্য কার্যক্রম সহযোগী ডিভাইসে আপডেট দেখতে পাবেন। তবে প্রাথমিক ডিভাইসের হোয়াটসঅ্যাপে ১৪ দিনের মধ্যে লগ ইন করতে হবে, যাতে সেকেন্ডারি ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যাওয়া যায়। প্রাথমিক ডিভাইস থেকে মোট চারটি ডিভাইসের সঙ্গে হোয়াটসঅ্যাপে লিংক করা যাবে।
একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ডিভাইস লিংক করার উপায়
১. আপনি যে সহযোগী ফোনে লিংক করতে চান, তাতে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করুন।
২. এখন ‘অ্যাগ্রি অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
৩. এখন ওপরের ডান দিকে থাকা তিন ডট মেনুতে ট্যাপ করুন
৪. মেনু থেকে ‘লিংক অ্যাজ এ কম্পিনিয়ন ডিভাইস’-এ ট্যাপ করুন। এখন ফোনে একটি কিউআর কোড স্ক্যানের জন্য ক্যামেরা চালু হবে।
৫. এখন প্রাইমারি ফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
অ্যান্ড্রয়েডে: তিন ডট মেনুতে ট্যাপ করুন। মেনু থেকে লিংকড ডিভাইসেস অপশনে ট্যাপ করুন। এরপর ‘লিংক এ ডিভাইস’ বাটনে ট্যাপ করুন।
আইফোনে: ডান পাশের নিচের দিকে থাকা সেটিংস অপশনে ট্যাপ করুন। এখন ‘লিংকড ডিভাইসেস’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘লিংক ডিভাইস’ নির্বাচন করুন।
৬. প্রাইমারি ফোনে নিজের বায়োমেট্রিক অথেনটিকেশন (ফেস আইডি বা আঙুলের ছাপ) দিতে হবে। যদি বায়োমেট্রিক অথেনটিকেশনের বদলে পিন বা পাসকোড ফোনে দেওয়া থাকে, তাহলে সেটি দিতে হবে।
৭. এখন প্রাইমারি ফোনে একটি কিউআর কোড তৈরি হবে। সহযোগী ফোনটি দিয়ে কিউআর কোডটি স্ক্যান হলেই ডিভাইসটি প্রাইমারি ফোনের সঙ্গে লিংক হয়ে যাবে। সব ডেটা সহযোগী ফোনে লোড হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। লোডিং শেষ হলে সহযোগী ফোনে প্রাইমারি ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ডেটা দেখতে পারবেন।
বর্তমান ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে হোয়াটসঅ্যাপ। তবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে ব্যবহারের প্রয়োজন অনুভব করেন অনেকেই। অফিসের কাজে, ব্যক্তিগত জীবনে কিংবা সামাজিক যোগাযোগের প্রয়োজনে একাধিক ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা বেশ গুরুত্বপূর্ণ। প্ল্যাটফর্মটির লিংক ডিভাইস ফিচারের মাধ্যমে এই কাজ সহজেই করা যায়।
হোয়াটসঅ্যাপের লিংক ডিভাইস ফিচার
একাধিক ডিভাইসে মূল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর ব্যবহার করার সুবিধা দেয় হোয়াটসঅ্যাপের লিংক ডিভাইস ফিচার। এর মাধ্যমে প্রধান ডিভাইসের সঙ্গে অন্যান্য সহযোগী ডিভাইস যুক্ত করা যায়। মূলত, যখন প্রধান স্মার্টফোনের চার্জ ফুরিয়ে যায় বা অনিচ্ছাকৃতভাবে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায়, তখন এই ফিচার খুবই কাজে আসে। এটি ‘মাল্টিপল অ্যাকাউন্ট’ ফিচার থেকে আলাদা, যেখানে একই ডিভাইসে দুটি আলাদা হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করতে পারেন।
লিংক ডিভাইসের মাধ্যমে একবার ডিভাইসগুলো লিংক হয়ে গেলে প্রাইমারি ফোনের সব চ্যাট, কল এবং অন্যান্য কার্যক্রম সহযোগী ডিভাইসে আপডেট দেখতে পাবেন। তবে প্রাথমিক ডিভাইসের হোয়াটসঅ্যাপে ১৪ দিনের মধ্যে লগ ইন করতে হবে, যাতে সেকেন্ডারি ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যাওয়া যায়। প্রাথমিক ডিভাইস থেকে মোট চারটি ডিভাইসের সঙ্গে হোয়াটসঅ্যাপে লিংক করা যাবে।
একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ডিভাইস লিংক করার উপায়
১. আপনি যে সহযোগী ফোনে লিংক করতে চান, তাতে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করুন।
২. এখন ‘অ্যাগ্রি অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
৩. এখন ওপরের ডান দিকে থাকা তিন ডট মেনুতে ট্যাপ করুন
৪. মেনু থেকে ‘লিংক অ্যাজ এ কম্পিনিয়ন ডিভাইস’-এ ট্যাপ করুন। এখন ফোনে একটি কিউআর কোড স্ক্যানের জন্য ক্যামেরা চালু হবে।
৫. এখন প্রাইমারি ফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
অ্যান্ড্রয়েডে: তিন ডট মেনুতে ট্যাপ করুন। মেনু থেকে লিংকড ডিভাইসেস অপশনে ট্যাপ করুন। এরপর ‘লিংক এ ডিভাইস’ বাটনে ট্যাপ করুন।
আইফোনে: ডান পাশের নিচের দিকে থাকা সেটিংস অপশনে ট্যাপ করুন। এখন ‘লিংকড ডিভাইসেস’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘লিংক ডিভাইস’ নির্বাচন করুন।
৬. প্রাইমারি ফোনে নিজের বায়োমেট্রিক অথেনটিকেশন (ফেস আইডি বা আঙুলের ছাপ) দিতে হবে। যদি বায়োমেট্রিক অথেনটিকেশনের বদলে পিন বা পাসকোড ফোনে দেওয়া থাকে, তাহলে সেটি দিতে হবে।
৭. এখন প্রাইমারি ফোনে একটি কিউআর কোড তৈরি হবে। সহযোগী ফোনটি দিয়ে কিউআর কোডটি স্ক্যান হলেই ডিভাইসটি প্রাইমারি ফোনের সঙ্গে লিংক হয়ে যাবে। সব ডেটা সহযোগী ফোনে লোড হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। লোডিং শেষ হলে সহযোগী ফোনে প্রাইমারি ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ডেটা দেখতে পারবেন।
চলতি সপ্তাহে নতুন ম্যাকবুক এয়ার উন্মোচন করবে টেক জায়ান্ট অ্যাপল। গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন কোম্পানিটির সিইও টিম কুক। দীর্ঘ প্রতীক্ষার পর ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি সংস্করণে আসতে পারে নতুন...
১ ঘণ্টা আগেইন্টেলের সঙ্গে উৎপাদন পরীক্ষা চালাচ্ছে চিপ ডিজাইনার এনভিডিয়া এবং ব্রডকম। এ পরীক্ষার মাধ্যমে তারা ইন্টেলের উন্নত প্রযুক্তি এবং উৎপাদন সক্ষমতা নিয়ে আস্থা অর্জন করবে। পরীক্ষাগুলো ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই পরীক্ষা কয়েকমাস ধরে চলতে পারে।
২ ঘণ্টা আগেবিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো শিগগিরই বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটির নতুন স্মার্টফোন ‘অপো এ৫ প্রো’ নিয়ে হাজির হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তি ও নান্দনিক ডিজাইনের অনন্য ‘অপো এ৫ প্রো’ ফ্যাশন সচেতন ভোক্তাদের দৃষ্টি কাড়তে সক্ষম হবে। এই ডিভাইসের প্রতিটি ক্ষেত্রেই যত্ন ও আভিজাত্যের ছাপ রয়েছে, যা সর্বাধুন
৩ ঘণ্টা আগেমোবাইল ফোনসেট এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; কোনো কোনো ক্ষেত্রে এটি হয়ে উঠেছে বিলাসিতার প্রতীকও। কিছু কিছু ফোনসেট আধুনিক প্রযুক্তির পাশাপাশি সোনা, হীরা, প্লাটিনাম এবং অন্য দামি ধাতু দিয়ে শৈল্পিকভাবে ডিজাইন করা হয়।
৪ ঘণ্টা আগে