অনলাইন ডেস্ক
বর্তমান ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে হোয়াটসঅ্যাপ। তবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে ব্যবহারের প্রয়োজন অনুভব করেন অনেকেই। অফিসের কাজে, ব্যক্তিগত জীবনে কিংবা সামাজিক যোগাযোগের প্রয়োজনে একাধিক ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা বেশ গুরুত্বপূর্ণ। প্ল্যাটফর্মটির লিংক ডিভাইস ফিচারের মাধ্যমে এই কাজ সহজেই করা যায়।
হোয়াটসঅ্যাপের লিংক ডিভাইস ফিচার
একাধিক ডিভাইসে মূল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর ব্যবহার করার সুবিধা দেয় হোয়াটসঅ্যাপের লিংক ডিভাইস ফিচার। এর মাধ্যমে প্রধান ডিভাইসের সঙ্গে অন্যান্য সহযোগী ডিভাইস যুক্ত করা যায়। মূলত, যখন প্রধান স্মার্টফোনের চার্জ ফুরিয়ে যায় বা অনিচ্ছাকৃতভাবে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায়, তখন এই ফিচার খুবই কাজে আসে। এটি ‘মাল্টিপল অ্যাকাউন্ট’ ফিচার থেকে আলাদা, যেখানে একই ডিভাইসে দুটি আলাদা হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করতে পারেন।
লিংক ডিভাইসের মাধ্যমে একবার ডিভাইসগুলো লিংক হয়ে গেলে প্রাইমারি ফোনের সব চ্যাট, কল এবং অন্যান্য কার্যক্রম সহযোগী ডিভাইসে আপডেট দেখতে পাবেন। তবে প্রাথমিক ডিভাইসের হোয়াটসঅ্যাপে ১৪ দিনের মধ্যে লগ ইন করতে হবে, যাতে সেকেন্ডারি ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যাওয়া যায়। প্রাথমিক ডিভাইস থেকে মোট চারটি ডিভাইসের সঙ্গে হোয়াটসঅ্যাপে লিংক করা যাবে।
একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ডিভাইস লিংক করার উপায়
১. আপনি যে সহযোগী ফোনে লিংক করতে চান, তাতে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করুন।
২. এখন ‘অ্যাগ্রি অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
৩. এখন ওপরের ডান দিকে থাকা তিন ডট মেনুতে ট্যাপ করুন
৪. মেনু থেকে ‘লিংক অ্যাজ এ কম্পিনিয়ন ডিভাইস’-এ ট্যাপ করুন। এখন ফোনে একটি কিউআর কোড স্ক্যানের জন্য ক্যামেরা চালু হবে।
৫. এখন প্রাইমারি ফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
অ্যান্ড্রয়েডে: তিন ডট মেনুতে ট্যাপ করুন। মেনু থেকে লিংকড ডিভাইসেস অপশনে ট্যাপ করুন। এরপর ‘লিংক এ ডিভাইস’ বাটনে ট্যাপ করুন।
আইফোনে: ডান পাশের নিচের দিকে থাকা সেটিংস অপশনে ট্যাপ করুন। এখন ‘লিংকড ডিভাইসেস’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘লিংক ডিভাইস’ নির্বাচন করুন।
৬. প্রাইমারি ফোনে নিজের বায়োমেট্রিক অথেনটিকেশন (ফেস আইডি বা আঙুলের ছাপ) দিতে হবে। যদি বায়োমেট্রিক অথেনটিকেশনের বদলে পিন বা পাসকোড ফোনে দেওয়া থাকে, তাহলে সেটি দিতে হবে।
৭. এখন প্রাইমারি ফোনে একটি কিউআর কোড তৈরি হবে। সহযোগী ফোনটি দিয়ে কিউআর কোডটি স্ক্যান হলেই ডিভাইসটি প্রাইমারি ফোনের সঙ্গে লিংক হয়ে যাবে। সব ডেটা সহযোগী ফোনে লোড হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। লোডিং শেষ হলে সহযোগী ফোনে প্রাইমারি ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ডেটা দেখতে পারবেন।
বর্তমান ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে হোয়াটসঅ্যাপ। তবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে ব্যবহারের প্রয়োজন অনুভব করেন অনেকেই। অফিসের কাজে, ব্যক্তিগত জীবনে কিংবা সামাজিক যোগাযোগের প্রয়োজনে একাধিক ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা বেশ গুরুত্বপূর্ণ। প্ল্যাটফর্মটির লিংক ডিভাইস ফিচারের মাধ্যমে এই কাজ সহজেই করা যায়।
হোয়াটসঅ্যাপের লিংক ডিভাইস ফিচার
একাধিক ডিভাইসে মূল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর ব্যবহার করার সুবিধা দেয় হোয়াটসঅ্যাপের লিংক ডিভাইস ফিচার। এর মাধ্যমে প্রধান ডিভাইসের সঙ্গে অন্যান্য সহযোগী ডিভাইস যুক্ত করা যায়। মূলত, যখন প্রধান স্মার্টফোনের চার্জ ফুরিয়ে যায় বা অনিচ্ছাকৃতভাবে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায়, তখন এই ফিচার খুবই কাজে আসে। এটি ‘মাল্টিপল অ্যাকাউন্ট’ ফিচার থেকে আলাদা, যেখানে একই ডিভাইসে দুটি আলাদা হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করতে পারেন।
লিংক ডিভাইসের মাধ্যমে একবার ডিভাইসগুলো লিংক হয়ে গেলে প্রাইমারি ফোনের সব চ্যাট, কল এবং অন্যান্য কার্যক্রম সহযোগী ডিভাইসে আপডেট দেখতে পাবেন। তবে প্রাথমিক ডিভাইসের হোয়াটসঅ্যাপে ১৪ দিনের মধ্যে লগ ইন করতে হবে, যাতে সেকেন্ডারি ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যাওয়া যায়। প্রাথমিক ডিভাইস থেকে মোট চারটি ডিভাইসের সঙ্গে হোয়াটসঅ্যাপে লিংক করা যাবে।
একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ডিভাইস লিংক করার উপায়
১. আপনি যে সহযোগী ফোনে লিংক করতে চান, তাতে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করুন।
২. এখন ‘অ্যাগ্রি অ্যান্ড কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন।
৩. এখন ওপরের ডান দিকে থাকা তিন ডট মেনুতে ট্যাপ করুন
৪. মেনু থেকে ‘লিংক অ্যাজ এ কম্পিনিয়ন ডিভাইস’-এ ট্যাপ করুন। এখন ফোনে একটি কিউআর কোড স্ক্যানের জন্য ক্যামেরা চালু হবে।
৫. এখন প্রাইমারি ফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।
অ্যান্ড্রয়েডে: তিন ডট মেনুতে ট্যাপ করুন। মেনু থেকে লিংকড ডিভাইসেস অপশনে ট্যাপ করুন। এরপর ‘লিংক এ ডিভাইস’ বাটনে ট্যাপ করুন।
আইফোনে: ডান পাশের নিচের দিকে থাকা সেটিংস অপশনে ট্যাপ করুন। এখন ‘লিংকড ডিভাইসেস’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘লিংক ডিভাইস’ নির্বাচন করুন।
৬. প্রাইমারি ফোনে নিজের বায়োমেট্রিক অথেনটিকেশন (ফেস আইডি বা আঙুলের ছাপ) দিতে হবে। যদি বায়োমেট্রিক অথেনটিকেশনের বদলে পিন বা পাসকোড ফোনে দেওয়া থাকে, তাহলে সেটি দিতে হবে।
৭. এখন প্রাইমারি ফোনে একটি কিউআর কোড তৈরি হবে। সহযোগী ফোনটি দিয়ে কিউআর কোডটি স্ক্যান হলেই ডিভাইসটি প্রাইমারি ফোনের সঙ্গে লিংক হয়ে যাবে। সব ডেটা সহযোগী ফোনে লোড হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। লোডিং শেষ হলে সহযোগী ফোনে প্রাইমারি ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ডেটা দেখতে পারবেন।
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৬ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১ দিন আগেবিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
২ দিন আগে