অনলাইন ডেস্ক
বহুল প্রতীক্ষিত ওয়ানইউআই ৭ আপডেট রোলআউট করা শুরু করেছে স্যামসাং। গত ৭ এপ্রিল প্রথমে দক্ষিণ কোরিয়ায় চালু হয়েছিল আপডেটটি এবং এখন এটি ইউরোপ, উত্তর আমেরিকা হয়ে ধীরে ধীরে বাংলাদেশি ব্যবহারকারীদের কাছেও পৌঁছাবে। এআই-ভিত্তিক আধুনিক ফিচার, নতুনভাবে ডিজাইন করা ইন্টারফেস এবং উন্নত প্যারফরম্যান্স এই আপডেট নিয়ে আসবে।
এই রোলআউট স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ইকোসিস্টেমের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
দক্ষিণ কোরিয়ায় গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি জেড ফোল্ড ৬, জেড ফ্লিপ ৬ মডেলগুলোর জন্য ওয়ান ইউআই ৭ আপডেট রোলআউট করা শুরু করেছে স্যামসাং। ধাপে ধাপে এই আপডেট দ্রুতই জার্মানি, পোল্যান্ড ও যুক্তরাজ্যে সম্প্রসারিত হয়। এরপর ১০ এপ্রিলে উত্তর আমেরিকার বাজার যেমন—যুক্তরাষ্ট্র, কানাডায়ও পৌঁছে গেছে। তাই দ্রুতই ভারত ও বাংলাদেশে আপডেটটি চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।
স্যামসাংয়ের যেসব ফোন ওয়ান ইউআই ৭ আপডেট পাবে
এপ্রিল: গ্যালাক্সি এস২৪, এস ২৪ প্লাস, এস ২৪ আল্ট্রা, জেড ফোল্ড ৬, জেড ফ্লিপ ৬, জেড ফোল্ড স্পেশাল এডিশন, গ্যালাক্সি জেড ফোল্ড ৫, জেড ফ্লিপ ৫, গ্যালাক্সি ট্যাব এস ১০ প্লাস, এস ১০ আল্ট্রা, এস ২৩, এস ২৩ প্লাস, এস ২৩ আল্ট্রা, গ্যালাক্সি এস ২৪ এফই।
মে: গ্যালাক্সি জেড ফোল্ড ৪, জেড ফ্লিপ ৪, গ্যালাক্সি ট্যাব এস ৯, এস ৯ প্লাস, এস ৯ আল্ট্রা, এস ২৩ এফই, জেড ফোল্ড ৩, জেড ফ্লিপ ৩, গ্যালাক্সি এ৩৪, এ৩৫, এস ২২, এস ২২ প্লাস, এস ২২ আল্ট্রা, ট্যাব এস ৮, এস ৮ প্লাস, এস ৮ আল্ট্রা, এস ২১, এস ২১ প্লাস, এস ২১ আল্ট্রা, গ্যালাক্সি এ১৬, গ্যালাক্সি কোয়ান্টাম ৫, কোয়ান্টাম ৪।
জুন: গ্যালাক্সি ট্যাব এস ৯ এফই, এস ৯ এফইপ্লাস, এ৫৩, এ৩৩, এ২৫, এ২৪, এ১৫, কোয়ান্টাম ৩, জাম্প ৩, জাম্প ২, বাডি ৩, গ্যালাক্সি ট্যাব এ৯, এ৯ প্লাস, ট্যাব অ্যাক্টিভ ৫, ট্যাব অ্যাক্টিভ ৪ প্রো, ওয়াইড ৭।
এই তালিকায় যেসব স্মার্টফোন রয়েছে, সেগুলো ওয়ানইউআর ৭ আপডেট পাবে। তবে যদি আপনার ডিভাইস তালিকায় না থাকে, তাহলে অফিশিয়াল রোডম্যাপ প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
ওয়ান ইউআই ৭-এর যেসব পরিবর্তন দেখা যাবে
১. নতুন ইন্টারফেস: এই আপডেটে আরও মসৃণ অ্যানিমেশন, গোলাকার আইকোন, নোটিফিকশন কার্ড দেখা যাবে। সেই সঙ্গে কুয়িক প্যানেল, ভলিউম কন্ট্রোল, নোটিফিকেশন ও অ্যাপ আইকনের মধ্যে পরিশীলিত লেআউট থাকবে।
২. এআই-ভিত্তিক টুল: নতুনভাবে উন্নত এআই-ভিত্তিক নোট অ্যাসিস্ট, ড্রয়িং অ্যাস্টিট পাওয়া যাবে। এ ছাড়া অডিও ইরেজার নামে নতুন ফিচার দেখা যাবে, যা এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ দূর করতে সাহায্য করবে।
৩. নাও বার: আগে শুধু গ্যালাক্সি এস ১৫ সিরিজে নাও বার থাকলেও এখন এটি পুরোনো মডেলগুলোতেও এসেছে। এটি লক স্ক্রিন ও স্ট্যাটাস বারের মধ্যে একটি গতিশীল ইন্টিগ্রেশন তৈরি করে। নাও বারে মিউজিক প্লেয়ার, এআই-ভিত্তিক স্মার্ট সাজেশন, ওয়েদার অ্যালার্ট ও ইভেন্টের মতো বিষয় সম্পর্কে নোটিফিকেশন দেখাবে।
৪. উন্নত পারফরম্যান্স: ব্যাটারির কার্যক্ষমতা ও অ্যাপ চালু হওয়ার গতি বৃদ্ধি। আরও কার্যকরভাবে মাল্টিটাস্কিং পরিচালনার ব্যবস্থা এই আপডেটের মাধ্যমে পাওয়া যাবে।
৫. নাও ব্রিফ: ইন্টারনেট থেকে নির্বাচিত এবং মানসম্পন্ন কনটেন্ট সংগ্রহ করে এই ফিচারে দেখানো হয়। এই আপডেটে ফিচারটি আরও উন্নত হবে। তবে এটি কেবল আসন্ন গ্যালাক্সি এস ২৫ লাইনআপের জন্যই এক্সক্লুসিভ থাকবে।
এছাড়া স্যামসাং অভ্যন্তরীণভাবে রিসোর্স ম্যানেজমেন্টে পরিবর্তন এনেছে, যা গেমার ও হেভি মাল্টিটাস্কারদের জন্য আরও ভালো স্ট্যাবিলিটি এবং থার্মাল পারফরম্যান্স নিশ্চিত করে। এসব সূক্ষ্ম পরিবর্তন ইউজার অভিজ্ঞতা আরও সাবলীল ও ব্যাটারি লাইফ দীর্ঘস্থায়ী করতে সহায়তা করে।
তথ্যসূত্র: স্যাম মোবাইল
আরও খবর পড়ুন:
বহুল প্রতীক্ষিত ওয়ানইউআই ৭ আপডেট রোলআউট করা শুরু করেছে স্যামসাং। গত ৭ এপ্রিল প্রথমে দক্ষিণ কোরিয়ায় চালু হয়েছিল আপডেটটি এবং এখন এটি ইউরোপ, উত্তর আমেরিকা হয়ে ধীরে ধীরে বাংলাদেশি ব্যবহারকারীদের কাছেও পৌঁছাবে। এআই-ভিত্তিক আধুনিক ফিচার, নতুনভাবে ডিজাইন করা ইন্টারফেস এবং উন্নত প্যারফরম্যান্স এই আপডেট নিয়ে আসবে।
এই রোলআউট স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ইকোসিস্টেমের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
দক্ষিণ কোরিয়ায় গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি জেড ফোল্ড ৬, জেড ফ্লিপ ৬ মডেলগুলোর জন্য ওয়ান ইউআই ৭ আপডেট রোলআউট করা শুরু করেছে স্যামসাং। ধাপে ধাপে এই আপডেট দ্রুতই জার্মানি, পোল্যান্ড ও যুক্তরাজ্যে সম্প্রসারিত হয়। এরপর ১০ এপ্রিলে উত্তর আমেরিকার বাজার যেমন—যুক্তরাষ্ট্র, কানাডায়ও পৌঁছে গেছে। তাই দ্রুতই ভারত ও বাংলাদেশে আপডেটটি চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।
স্যামসাংয়ের যেসব ফোন ওয়ান ইউআই ৭ আপডেট পাবে
এপ্রিল: গ্যালাক্সি এস২৪, এস ২৪ প্লাস, এস ২৪ আল্ট্রা, জেড ফোল্ড ৬, জেড ফ্লিপ ৬, জেড ফোল্ড স্পেশাল এডিশন, গ্যালাক্সি জেড ফোল্ড ৫, জেড ফ্লিপ ৫, গ্যালাক্সি ট্যাব এস ১০ প্লাস, এস ১০ আল্ট্রা, এস ২৩, এস ২৩ প্লাস, এস ২৩ আল্ট্রা, গ্যালাক্সি এস ২৪ এফই।
মে: গ্যালাক্সি জেড ফোল্ড ৪, জেড ফ্লিপ ৪, গ্যালাক্সি ট্যাব এস ৯, এস ৯ প্লাস, এস ৯ আল্ট্রা, এস ২৩ এফই, জেড ফোল্ড ৩, জেড ফ্লিপ ৩, গ্যালাক্সি এ৩৪, এ৩৫, এস ২২, এস ২২ প্লাস, এস ২২ আল্ট্রা, ট্যাব এস ৮, এস ৮ প্লাস, এস ৮ আল্ট্রা, এস ২১, এস ২১ প্লাস, এস ২১ আল্ট্রা, গ্যালাক্সি এ১৬, গ্যালাক্সি কোয়ান্টাম ৫, কোয়ান্টাম ৪।
জুন: গ্যালাক্সি ট্যাব এস ৯ এফই, এস ৯ এফইপ্লাস, এ৫৩, এ৩৩, এ২৫, এ২৪, এ১৫, কোয়ান্টাম ৩, জাম্প ৩, জাম্প ২, বাডি ৩, গ্যালাক্সি ট্যাব এ৯, এ৯ প্লাস, ট্যাব অ্যাক্টিভ ৫, ট্যাব অ্যাক্টিভ ৪ প্রো, ওয়াইড ৭।
এই তালিকায় যেসব স্মার্টফোন রয়েছে, সেগুলো ওয়ানইউআর ৭ আপডেট পাবে। তবে যদি আপনার ডিভাইস তালিকায় না থাকে, তাহলে অফিশিয়াল রোডম্যাপ প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
ওয়ান ইউআই ৭-এর যেসব পরিবর্তন দেখা যাবে
১. নতুন ইন্টারফেস: এই আপডেটে আরও মসৃণ অ্যানিমেশন, গোলাকার আইকোন, নোটিফিকশন কার্ড দেখা যাবে। সেই সঙ্গে কুয়িক প্যানেল, ভলিউম কন্ট্রোল, নোটিফিকেশন ও অ্যাপ আইকনের মধ্যে পরিশীলিত লেআউট থাকবে।
২. এআই-ভিত্তিক টুল: নতুনভাবে উন্নত এআই-ভিত্তিক নোট অ্যাসিস্ট, ড্রয়িং অ্যাস্টিট পাওয়া যাবে। এ ছাড়া অডিও ইরেজার নামে নতুন ফিচার দেখা যাবে, যা এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ দূর করতে সাহায্য করবে।
৩. নাও বার: আগে শুধু গ্যালাক্সি এস ১৫ সিরিজে নাও বার থাকলেও এখন এটি পুরোনো মডেলগুলোতেও এসেছে। এটি লক স্ক্রিন ও স্ট্যাটাস বারের মধ্যে একটি গতিশীল ইন্টিগ্রেশন তৈরি করে। নাও বারে মিউজিক প্লেয়ার, এআই-ভিত্তিক স্মার্ট সাজেশন, ওয়েদার অ্যালার্ট ও ইভেন্টের মতো বিষয় সম্পর্কে নোটিফিকেশন দেখাবে।
৪. উন্নত পারফরম্যান্স: ব্যাটারির কার্যক্ষমতা ও অ্যাপ চালু হওয়ার গতি বৃদ্ধি। আরও কার্যকরভাবে মাল্টিটাস্কিং পরিচালনার ব্যবস্থা এই আপডেটের মাধ্যমে পাওয়া যাবে।
৫. নাও ব্রিফ: ইন্টারনেট থেকে নির্বাচিত এবং মানসম্পন্ন কনটেন্ট সংগ্রহ করে এই ফিচারে দেখানো হয়। এই আপডেটে ফিচারটি আরও উন্নত হবে। তবে এটি কেবল আসন্ন গ্যালাক্সি এস ২৫ লাইনআপের জন্যই এক্সক্লুসিভ থাকবে।
এছাড়া স্যামসাং অভ্যন্তরীণভাবে রিসোর্স ম্যানেজমেন্টে পরিবর্তন এনেছে, যা গেমার ও হেভি মাল্টিটাস্কারদের জন্য আরও ভালো স্ট্যাবিলিটি এবং থার্মাল পারফরম্যান্স নিশ্চিত করে। এসব সূক্ষ্ম পরিবর্তন ইউজার অভিজ্ঞতা আরও সাবলীল ও ব্যাটারি লাইফ দীর্ঘস্থায়ী করতে সহায়তা করে।
তথ্যসূত্র: স্যাম মোবাইল
আরও খবর পড়ুন:
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে বিতর্কের ঝড় ওঠার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ভারতীয় অর্থনীতি।
১০ ঘণ্টা আগেচীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এক হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়েছে। ‘শুয়েবা ০১’ নামের এই রোবট সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো সাড়া ফেলেছে।
১১ ঘণ্টা আগেজেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা মেটাতে বিশাল অবকাঠামো নির্মাণে ব্যয় সামলাতে এবার বাইরের বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে চাচ্ছে মেটা। এই পরিকল্পনার অংশ হিসেবে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারের ডেটা সেন্টারের সম্পদ বিক্রির পরিকল্পনা করেছে কোম্পানি। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) মেটার এক...
১৭ ঘণ্টা আগেইউটিউব মনিটাইজেশন চালু করে ভিডিও থেকে অর্থ উপার্জনের সুযোগ পান কনটেন্ট নির্মাতারা। তবে এই সুযোগ নিতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করতে হয়।
২ দিন আগে