Ajker Patrika

গুগল ম্যাপসে বাসার ঠিকানা পরিবর্তন করবেন যেভাবে 

আপডেট : ১৮ জুন ২০২৪, ১০: ২৯
গুগল ম্যাপসে বাসার ঠিকানা পরিবর্তন করবেন যেভাবে 

গুগল ম্যাপসে দ্রুত দিকনির্দেশনা পাওয়ার জন্য অনেকেই নিজের বাসার ঠিকানা যুক্ত করেন। এর ফলে বারবার টাইপ করে ঠিকানা খোঁজার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। তবে বাসা পরিবর্তন করা হলে ঠিকানাও পরিবর্তন করতে হয়। আগের ঠিকানা মুছে ফেলে নতুন ঠিকানা যুক্ত করা খুবই সহজ। 

অ্যান্ড্রয়েড স্মার্টফোন, আইফোন ও ডেস্কটপ থেকে গুগল ম্যাপসে বাসার ঠিকানা খুব সহজেই পরিবর্তন করা যায়। 

অ্যান্ড্রয়েড ফোন থেকে 
১. গুগল ম্যাপস অ্যাপ চালু করুন। 
২. ওপরের ডান দিকের প্রোফাইল আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। 
৩. মেনু থেকে সেটিংস অপশনে ট্যাপ করুন। 
৪. এরপর ‘এডিট হোম অর ওয়ার্ক’ অপশন খুঁজে বের করুন। এতে ট্যাপ করুন। 
৫. ‘হোম’ অপশনের পাশে তিন ডট আইকোনে ট্যাপ করুন। ফলে একটি ছোট মেনু চালু হবে। 
৬. মেনু থেকে ‘রিমুভ হোম’ অপশন নির্বাচন করুন। 
৭. আবার ‘হোম’ অপশনে ট্যাপ করুন এবং বাসার নতুন ঠিকানা সার্চ বারে টাইপ করুন। 
৮. ফলাফলগুলো থেকে নিজের ঠিকানা বেছে নিন। এরপর ‘ডান’ অপশনে ট্যাপ করুন। 

আইফোনের মাধ্যমে 
আইফোনে ম্যাপসের ঠিকানা পরিবর্তন করার প্রক্রিয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে ভিন্ন। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই আইফোনের গুগল ম্যাপসের ঠিকানা পরিবর্তন করতে পারবেন। 
১. আইফোন থেকে গুগল ম্যাপস অ্যাপ চালু করুন। 
২. ওপরের ডান দিকের প্রোফাইল আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। 
৩. মেনু থেকে সেটিংস অপশনে ট্যাপ করুন। 
৪. নিচের দিকে স্ক্রল করে এডিট ‘হোম বা ওয়ার্ক’ বাটনে ট্যাপ করুন। এরপর ‘লেবেলড’ ট্যাবে ট্যাপ করুন। 
৫. ‘হোম’ অপশনের পাশে তিন ডট আইকোনে ট্যাপ করুন। 
৬. মেনু থেকে ‘রিমুভ হোম’ অপশন নির্বাচন করুন। 
৭. আবার ‘হোম’ অপশনে ট্যাপ করুন এবং বাসার নতুন ঠিকানা সার্চ বারে টাইপ করুন। 
৮. ফলাফলগুলো থেকে নিজের ঠিকানা বেছে নিন। এরপর ‘ডান’ বা ‘ফিনিশড’ অপশনে ট্যাপ করুন। 

গুগল ম্যাপস ওয়েবসাইটের মাধ্যমে 
১. যেকোনো ব্রাউজার থেকে গুগল ম্যাপস সার্চ করুন ও এর ওয়েবসাইটে প্রবেশ করুন। 
২. বাম পাশের ওপরে হ্যামবার্গার আইকোনে ট্যাপ করুন ও ‘সেভ’ অপশনে ক্লিক করুন। 
৩. এরপর ‘লেবেল’ ট্যাবে ক্লিক করুন। 
৪. হোমের পাশের তিন ডট আইকোনে ক্লিক করুন এবং রিমুভ অপশনে ক্লিক করুন। 
৫. আবার ‘হোম’ অপশনে ক্লিক করুন এবং নতুন ঠিকানা টাইপ করে বের করুন। নতুন ঠিকানায় ট্যাপ করুন। 
৬. ‘সেভ’ অপশনে ট্যাপ করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত