Ajker Patrika

বিতর্কিত সোশ্যাল মিডিয়া ‘পারলার’ কিনেই বন্ধ করলেন নতুন মালিক

বিতর্কিত সোশ্যাল মিডিয়া ‘পারলার’ কিনেই বন্ধ করলেন নতুন মালিক

বিতর্কিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘পারলার’ কেনার পরই বন্ধ করে দিয়েছেন নতুন মালিক। ডিজিটাল মিডিয়া কোম্পানি স্টারবোর্ডের বরাতে প্রযুক্তি ওয়েবসাইট ম্যাশেবল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ম্যাশেবলের প্রতিবেদনে বলা হয়, গত ১৪ এপ্রিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘পারলার’ কেনার চুক্তি সম্পন্ন হয় বলে ঘোষণা দেয় ডিজিটাল মিডিয়া কোম্পানি স্টারবোর্ড। তবে কী পরিমাণ অর্থের বিনিময়ে এটি কেনা হয়েছে এবং চুক্তির শর্তই বা কী সেটি প্রকাশ করা হয়নি। কেনার পরপরই সেটি বন্ধ করে দেওয়া হয়। 

বর্তমানে পারলার ডট কমের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। ওয়েবসাইটে ঢুকতে গেলেই পারলার বন্ধের ঘোষণা সংবলিত বার্তা দেখাচ্ছে। 

 ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে আলোচনায় আসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পারলার। মূলত এই প্ল্যাটফর্মে কোনো সেন্সরশিপ না থাকায় এটির নেতিবাচক ব্যবহার হয়। এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে ষড়যন্ত্র ও নানামুখী গুজব ছড়ানো হয়। এমনকি ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকেরা ক্যাপিটল হিলে যে হামলা চালিয়েছিল সেটির পেছনেও পারলারের পোস্টগুলো নেতিবাচক ভূমিকা রেখেছিল। 

বিতর্কিত ষড়যন্ত্র তাত্ত্বিক অ্যালেক্স জোনসের ‘ইনফো ওয়ারস’ শো’তে এসে র‍্যাপ সং তারকা ক্যানিয়ে ওয়েস্ট ইহুদি বিরোধী কথা বলেন। তিনি হিটলারের প্রশংসা করেন। এরপরই তাঁকে টুইটারে নিষিদ্ধ করা হয়। এ ঘটনার পর ক্যানিয়ে ‘পারলার’ কিনছেন বলে খবর রটে। ২০২২ সালের অক্টোবর একটি প্রাথমিক চুক্তিও হয়। তবে সে বছরেরই ডিসেম্বরে পারলার থেকে জানানো হয়, উভয় পক্ষের সম্মতিতেই ‘পারলার’ বিক্রির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। 

উল্লেখ্য, ২০১৮ সালের আগস্টে জন ম্যাটজে জুনিয়র ও জ্যারেড থমসনের হাত ধরে পারলার আত্মপ্রকাশ করে। রক্ষণশীলদের জন্য টুইটারের হিসেবে বাজারে উপস্থিত থেকে ব্যবসায়িকভাবে সফল হওয়ার সম্ভাবনা দেখছেন না উদ্যোক্তারা। নতুন মালিকও বিষয়টি অনুধাবন করেই প্ল্যাটফর্মটি বন্ধ করে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাতৃত্বকালীন ভাতার তালিকায় অবিবাহিত মেয়ে, টাকা যায় মেম্বারের জামাতার মোবাইলে

পানছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও করলেন ক্ষুব্ধ গ্রাহকেরা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, ব্যাখ্যা দিল হাসপাতাল কর্তৃপক্ষ

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

‘ক্ষমা না চাইলে এনসিপিকে ফেনীতে ঢুকতে দেওয়া হবে না’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত