অনলাইন ডেস্ক
চ্যাটজিপিটিতে আর্টিকেল বা প্রবন্ধ শেয়ারের জন্য ওপেনএআইয়ের সঙ্গে চুক্তি করলো বিজনেস ইনসাইডার ও পলিটিকোর মূল কোম্পানি অ্যাক্সেল স্প্রিংগার। গত বুধবার জার্মান মিডিয়া কোম্পানিটি বলেছে, এই চুক্তির মাধ্যমে চ্যাটজিপিটি চ্যাটবটকে সাম্প্রতিক আর্টিকেলগুলোর সারাংশ তৈরি করার অনুমতি দেওয়া হয়েছে।
কোম্পানি দুটির পক্ষ থেকে বলা হয়, বিশ্বব্যাপী চ্যাটজিপিটি ব্যবহারকারীরা অ্যাক্সেল স্প্রিংগারের মিডিয়া ব্র্যান্ডগুলো থেকে নির্বাচিত সংবাদ কনটেন্টের সারসংক্ষেপ দেখতে পারবেন। বিজনেস ইনসাইডার, পলিটিকো ছাড়াও অ্যাক্সেল স্প্রিংগার কোম্পানিটি ইউরোপীয় প্রকাশনা বিল্ড ও ওয়েল্টেরও মালিক।
বার্তা সংস্থা এএফপিকে মিডিয়া গ্রুপটির একজন মুখপাত্র বলেন, যেসব আর্টকেলগুলো ফি দিয়ে পড়তে হত চ্যাটবটের উত্তরগুলোতে সেসব আর্টকেলের সারাংশ পাওয়া যাবে। সেইসঙ্গে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং আরও তথ্যের জন্য আর্টকেলগুলোর লিংক দেওয়া থাকবে। এজন্য চ্যাটজিপিটি অ্যাক্সেল স্প্রিংগারকে অর্থ দেবে।
এআইয়ের টেক্সট আত্নসাৎ ও অনুকরণ বন্ধে অন্যান্য মিডিয়া কোম্পানিগুলো বিপরীত পদক্ষেপ নিয়েছে। সিএনএন, দ্য নিউওয়ার্ক টাইমস, ডিজনি (এবিসি মিডিয়া কোম্পানির মালিক), ব্লুমবার্গ ও গার্ডিয়ানের কনটেন্ট ব্যবহার বন্ধ করার জন্য চ্যাটজিপিটিকে তাদের ওয়েবসাইট থেকে ব্লক করেছ। মানুষের মত লেখার সক্ষমতা অর্জনের জন্য চ্যাটজিপিটির প্রশিক্ষণে এসব কনটেন্ট ব্যবহার করা হয়। চ্যাটজিপিটি প্রশিক্ষণে কপিরাইটযুক্ত কনটেন্ট ব্যবহারের জন্য কোম্পানিটির বিরুদ্ধে বেশ কয়েকবার মামলা করা হয়।
চ্যাটজিপিটির আগের সংস্করণগুলো শুধু ২০২১ পর্যন্ত তথ্য দিতে পারত। চ্যাটবটটি যেন আরও সাম্প্রতিক তথ্য দিতে পারে এজন্য কয়েকমাস ধরে কোম্পানিটি নতুন কিছু পদক্ষেপ নিয়েছে।
অ্যাক্সেল স্প্রিংগারের মুখপাত্র বলেন, গুগল ও ফেসবুকের মত প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে মিডিয়া কোম্পানিগুলো নতুন আয়ের সোর্স তৈরি করার সুযোগ হাতছাড়া করেছে। তবে আমাদের কোম্পানি তাও অর্থের পেছনে ছুটছে।
কোম্পানিটির প্রধান নির্বাহী ম্যাথিয়াস ডফনার বলেন, ‘ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারত্ব একটি যুগান্তকারী ঘটনা। আমরা এআইভিত্তিক সাংবাদিকতার সুযোগগুলো অনুসন্ধান করতে চাই। যার মাধ্যমে গুনমান, সামাজিক প্রাসঙ্গিকতা বজায় রেখে সাংবাদিকতার ব্যবসায়িক মডেলকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়া যাবে।
এআই সাংবাদিকতাকে ‘প্রতিস্থাপন’ করবে বলে এর আগে এক সতর্কবার্তা দেন ডফনার। মিডিয়া গ্রুপটি এআইভিত্তিক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
ওপেনএআইয়ের চিফ অপারেটিং অফিসার ব্র্যাড লাইটক্যাপ বলেন, অ্যাক্সেল স্প্রিংগারের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে কোম্পানিটি এআই টুল বিভিন্ন উপায়ে ব্যবহার করে মানুষের কাছে উন্নত মানের ও সাম্প্রতিক খবর প্রচার করতে পারবে।
চ্যাটজিপিটির মতো এআইচ্যাটবটগুলো কিছু সেকেন্ডের মধ্যে বিভিন্ন রচনা, কবিতা ও কনটেন্ট তৈরি করে দিতে পারে। তবে কোনো জিজ্ঞাসার উত্তরে বটগুলো ভুল তথ্য, অযৌক্তিক বা আপত্তিকর কনটেন্ট দিতে পারে।
চ্যাটজিপিটিতে আর্টিকেল বা প্রবন্ধ শেয়ারের জন্য ওপেনএআইয়ের সঙ্গে চুক্তি করলো বিজনেস ইনসাইডার ও পলিটিকোর মূল কোম্পানি অ্যাক্সেল স্প্রিংগার। গত বুধবার জার্মান মিডিয়া কোম্পানিটি বলেছে, এই চুক্তির মাধ্যমে চ্যাটজিপিটি চ্যাটবটকে সাম্প্রতিক আর্টিকেলগুলোর সারাংশ তৈরি করার অনুমতি দেওয়া হয়েছে।
কোম্পানি দুটির পক্ষ থেকে বলা হয়, বিশ্বব্যাপী চ্যাটজিপিটি ব্যবহারকারীরা অ্যাক্সেল স্প্রিংগারের মিডিয়া ব্র্যান্ডগুলো থেকে নির্বাচিত সংবাদ কনটেন্টের সারসংক্ষেপ দেখতে পারবেন। বিজনেস ইনসাইডার, পলিটিকো ছাড়াও অ্যাক্সেল স্প্রিংগার কোম্পানিটি ইউরোপীয় প্রকাশনা বিল্ড ও ওয়েল্টেরও মালিক।
বার্তা সংস্থা এএফপিকে মিডিয়া গ্রুপটির একজন মুখপাত্র বলেন, যেসব আর্টকেলগুলো ফি দিয়ে পড়তে হত চ্যাটবটের উত্তরগুলোতে সেসব আর্টকেলের সারাংশ পাওয়া যাবে। সেইসঙ্গে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং আরও তথ্যের জন্য আর্টকেলগুলোর লিংক দেওয়া থাকবে। এজন্য চ্যাটজিপিটি অ্যাক্সেল স্প্রিংগারকে অর্থ দেবে।
এআইয়ের টেক্সট আত্নসাৎ ও অনুকরণ বন্ধে অন্যান্য মিডিয়া কোম্পানিগুলো বিপরীত পদক্ষেপ নিয়েছে। সিএনএন, দ্য নিউওয়ার্ক টাইমস, ডিজনি (এবিসি মিডিয়া কোম্পানির মালিক), ব্লুমবার্গ ও গার্ডিয়ানের কনটেন্ট ব্যবহার বন্ধ করার জন্য চ্যাটজিপিটিকে তাদের ওয়েবসাইট থেকে ব্লক করেছ। মানুষের মত লেখার সক্ষমতা অর্জনের জন্য চ্যাটজিপিটির প্রশিক্ষণে এসব কনটেন্ট ব্যবহার করা হয়। চ্যাটজিপিটি প্রশিক্ষণে কপিরাইটযুক্ত কনটেন্ট ব্যবহারের জন্য কোম্পানিটির বিরুদ্ধে বেশ কয়েকবার মামলা করা হয়।
চ্যাটজিপিটির আগের সংস্করণগুলো শুধু ২০২১ পর্যন্ত তথ্য দিতে পারত। চ্যাটবটটি যেন আরও সাম্প্রতিক তথ্য দিতে পারে এজন্য কয়েকমাস ধরে কোম্পানিটি নতুন কিছু পদক্ষেপ নিয়েছে।
অ্যাক্সেল স্প্রিংগারের মুখপাত্র বলেন, গুগল ও ফেসবুকের মত প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে মিডিয়া কোম্পানিগুলো নতুন আয়ের সোর্স তৈরি করার সুযোগ হাতছাড়া করেছে। তবে আমাদের কোম্পানি তাও অর্থের পেছনে ছুটছে।
কোম্পানিটির প্রধান নির্বাহী ম্যাথিয়াস ডফনার বলেন, ‘ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারত্ব একটি যুগান্তকারী ঘটনা। আমরা এআইভিত্তিক সাংবাদিকতার সুযোগগুলো অনুসন্ধান করতে চাই। যার মাধ্যমে গুনমান, সামাজিক প্রাসঙ্গিকতা বজায় রেখে সাংবাদিকতার ব্যবসায়িক মডেলকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়া যাবে।
এআই সাংবাদিকতাকে ‘প্রতিস্থাপন’ করবে বলে এর আগে এক সতর্কবার্তা দেন ডফনার। মিডিয়া গ্রুপটি এআইভিত্তিক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
ওপেনএআইয়ের চিফ অপারেটিং অফিসার ব্র্যাড লাইটক্যাপ বলেন, অ্যাক্সেল স্প্রিংগারের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে কোম্পানিটি এআই টুল বিভিন্ন উপায়ে ব্যবহার করে মানুষের কাছে উন্নত মানের ও সাম্প্রতিক খবর প্রচার করতে পারবে।
চ্যাটজিপিটির মতো এআইচ্যাটবটগুলো কিছু সেকেন্ডের মধ্যে বিভিন্ন রচনা, কবিতা ও কনটেন্ট তৈরি করে দিতে পারে। তবে কোনো জিজ্ঞাসার উত্তরে বটগুলো ভুল তথ্য, অযৌক্তিক বা আপত্তিকর কনটেন্ট দিতে পারে।
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার অপরাধীরা বিশ্বাসযোগ্য কলার আইডি ব্যবহার করে নিজেকে গুগল সাপোর্টের সদস্য হিসেবে পরিচয় দিচ্ছে। এ ক্ষেত্রে তারা প্রথমে জিমেইল ব্যবহারকারী জানায় যে, তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং তারা সেটি পুনরুদ্ধার করতে সহায়তা করছে।
১১ ঘণ্টা আগেস্মার্টফোন ব্র্যান্ড অপো এবার বাংলাদেশের বাজারে আনছে রেনো ১৩ সিরিজ। শিগগিরই দেশে উন্মোচন হতে যাচ্ছে এ সিরিজের স্মার্টফোন। প্রকৃতি থেকে অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অনবদ্য ফ্যাশন উপকরণের সমন্বয়ে এই ডিভাইসটি গ্রাহকদের অভিজ্ঞতাই বদলে দিতে পারে! বাটারফ্লাই শ্যাডো এবং লুম
১৬ ঘণ্টা আগেইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
২ দিন আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
২ দিন আগে