Ajker Patrika

সাবেক প্রেমিক যখন মালিক, সে কারণেই টুইটার ছাড়লেন হার্ড? 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ২২: ৩৫
সাবেক প্রেমিক যখন মালিক, সে কারণেই টুইটার ছাড়লেন হার্ড? 

বছরজুড়ে নানা কারণে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকা অ্যাম্বার হার্ড এবার ডিলিট করলেন তাঁর টুইটার অ্যাকাউন্ট। জনপ্রিয় ইউটিউবার ম্যাথিউ লিউইস সর্বপ্রথম এটি সবার সামনে আনেন। গত ১ নভেম্বর তাঁর টুইটার অ্যাকাউন্ট ‘দ্য আমব্রেলা গাই’ থেকে এ নিয়ে টুইট করেন।

ধারণা করা হচ্ছে, সাবেক প্রেমিক ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের কারণেই নিজের টুইটার অ্যাকাউন্ট ডিলিট করেছেন অ্যাম্বার হার্ড।

ব্লু টিকের জন্য সাবস্ক্রিপশন ফির সিদ্ধান্তের প্রতিবাদে এরই মধ্যে টুইটার ত্যাগ করেছেন কানাডীয় অভিনেতা উইলিয়াম শ্যাটনার, জনপ্রিয় ভৌতিক গল্প লেখক স্টিফেন কিং–এর মতো তারকারা।

তবে অ্যাম্বার হার্ড ঠিক কী কারণে টুইটার থেকে বিদায় নিয়েছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। অ্যাম্বার হার্ডের ব্যবহৃত অন্য কোনো সামাজিক মাধ্যম থেকেও পাওয়া যায়নি কোনো বার্তা।

ইলন মাস্কের সঙ্গে অ্যাম্বার হার্ডকে প্রথম দেখা যায় ২০১৬ সালের মার্চে। বিভিন্ন সূত্র অনুযায়ী, ২০১৮ সালে তাঁরা সম্পর্কের ইতি টানেন।

জনি ডেপের বিরুদ্ধে গৃহনির্যাতন মামলার শুনানির সময় অন্য অনেক তারকার পাশাপাশি ইলন মাস্কও আদালতে জবানবন্দি দিয়েছিলেন।

টুইটার অধিগ্রহণের পর থেকেই একের পর এক বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন ইলন মাস্ক। সম্প্রতি ব্লু টিকের জন্য প্রথমে ২০ ডলার এবং পরে মাসিক ৮ ডলার সাবস্ক্রিপশন ফির সিদ্ধান্ত সমালোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত