Ajker Patrika

ইলন মাস্কের এআইভিত্তিক নতুন স্টার্টআপ এক্সএআই

ইলন মাস্কের এআইভিত্তিক নতুন স্টার্টআপ এক্সএআই

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ও ধনকুবের ইলন মাস্ক। এই নতুন উদ্যোগটির নাম এক্সএআই। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্ট গ্রাহকদের জন্য এক্সএআই-এর প্রথম মডেল আজ পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হবে।

এক সময় কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে সবচেয়ে আলোচিত প্রতিষ্ঠান ওপেনএআই-এর সঙ্গে সম্পর্ক ছিল ইলন মাস্কের। ২০১৫ সালে ওপেনএআই-এর সহপ্রতিষ্ঠাতা ছিলেন মাস্ক। তবে ২০১৮ সালে কোম্পানিটি থেকে তিনি সরে আসেন। চালু করেন নিজের বিভিন্ন উদ্যোগ।

বাজারে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল চালুর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে বিদ্যমান মডেলগুলোর মধ্যে নতুন এক্সএআই সেরা। বেটা ভার্সনের পরীক্ষা শেষ হলেই এটি এক্স প্ল্যাটফর্মের প্রিমিয়াম গ্রাহকদের জন্য ছাড়া হবে।’ উল্লেখ্য, গত সপ্তাহে নতুন দুইটি সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে এসেছে এক্স। বিজ্ঞাপনমুক্ত প্রিমিয়াম প্লাসে সাবস্ক্রিপশন করতে গ্রাহকদের প্রতি মাসে খরচ করতে হবে ১৬ ডলার আর বিজ্ঞাপনযুক্ত সাধারণ প্ল্যানের জন্য মাসে লাগবে ৩ ডলার।

ওপেনএআই চলতি বছরের শুরুর দিকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাট বট বাজারে এনে বেশ সাড়া ফেলে দেয়। তবে চ্যাটজিপিটি মূলত বাজারে আসে আরও অনেক আগেই, অর্থাৎ গত বছর। তার প্রায় এক বছর পর ইলন মাস্ক এই মডেল নিয়ে এলেন। বিশ্বের গ্রাহক ও ব্যবসায়ীদের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান চাহিদা দেখে মাস্ক এই পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। 

এদিকে, গুগলের বার্ড ও মাইক্রোসফটের বিং এআইয়ের সঙ্গে প্রতিযোগিতা করতে এ বছরের শুরুতে মাস্ক নতুন মডেল আনার ঘোষণা দেন। এই মডেল মহাবিশ্বের প্রকৃতি বোঝার চেষ্টা করবে বলেও দাবি করেন মাস্ক। পাশাপাশি তিনি আরও দাবি করেছে, এক্সএআই অন্যান্য এআই চ্যাট বটের মতো কাঠখোট্টা নয় বরং বেশ রসিক। গুগলের ডিপমাইন্ড ও অন্যান্য এআই গবেষণা কোম্পানির সাবেক কর্মীরা এক্সএআই তৈরির প্রকল্পে কাজ করেছেন।

যদিও এক্স ও এক্সএআই দুটি আলাদা কোম্পানি। তবুও কোম্পানি দুটি একযোগে কাজ করবে। এক্সএআই টেসলা ও অন্যান্য কোম্পানির সঙ্গেও সহযোগী হিসেবে কাজ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত