চ্যাটজিপিটি আসার পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এই প্রযুক্তির নানা সম্ভাবনার পাশাপাশি আশঙ্কার কথাও বলছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে কিছু এআইয়ের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অপব্যবহারের আশঙ্কায় অনেকে দেশের কিছু প্রতিষ্ঠান চ্যাটজিপিটি ব্যবহার নিষিদ্ধ করেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা এখন গল্প, কবিতা, উপন্যাসও লিখে দিচ্ছে। এমনকি সংবাদপত্রের নিবন্ধও লেখা যাচ্ছে এআই দিয়ে। কিন্তু এটির যে এমন অপব্যবহার হবে সেটি হয়তো কেউ কল্পনাই করেননি। জার্মানির একটি ম্যাগাজিনের একজন সম্পাদক সেই অপরাধটিই করেছেন। ধরা পড়ার পর অবশ্য তাঁর চাকরি গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওই জার্মান ম্যাগাজিনে বিখ্যাত ফরমুলা ওয়ান তারকা মাইকেল শুমাখারের একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। কিন্তু পরে জানা যায়, ম্যাগাজিন কর্তৃপক্ষ মাইকেল শুমাখারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগই করেনি। সাক্ষাৎকারটি তৈরি করা হয়েছিল একটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে। ডাই আকটুয়েল নামের ট্যাবলয়েড পত্রিকার কর্তৃপক্ষ পরে ফর্মুলা ওয়ান কিংবদন্তির পরিবারের কাছে ক্ষমা চেয়েছে। এই পত্রিকারই ম্যাগাজিন ছিল সেটি, নাম ফাঙ্কে।
ম্যাগাজিনের ব্যবস্থাপনা পরিচালক বিয়াঙ্কা পোহলম্যান পরে এক বিবৃতিতে বলেন, ‘এই রুচিহীন এবং বিভ্রান্তিকর নিবন্ধটি কখনই প্রকাশ করা উচিত হয়নি। এটা কোনোভাবেই সাংবাদিকতার মানদণ্ডের সঙ্গে মেলে না যা আমরা এবং আমাদের পাঠকেরা ফাঙ্কের মতো একটি প্রকাশকের কাছ থেকে আশা করেন।’
তিনি আরও বলেন, ‘অবিলম্বে সংশ্লিষ্ট কর্মীদের জবাব চাওয়া হবে। ডাই অ্যাকটুয়েলের এডিটর-ইন-চিফ অ্যান হফম্যান, যিনি ২০০৯ সাল থেকে পত্রিকাটির দায়িত্ব পালন করছেন, তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।’
গত ১৫ এপ্রিল ডাই অ্যাকটুয়েলের প্রচ্ছদে ৫৪ বছর বয়সী শুমাখারের একটি হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করে শিরোনাম দেওয়া হয়: ‘মাইকেল শুমাখার, প্রথম সাক্ষাৎকার।’ শিরোনামের সঙ্গে যুক্ত ছিল একটি উপশিরোনাম। লেখা ছিল: ‘এটি অবিশ্বাস্য মনে হবে।’
জাল সাক্ষাৎকারটি ম্যাগাজিনের আট নম্বর পৃষ্ঠায় শিরোনামসহ প্রকাশিত হয়। শিরোনাম ছিল— ‘আমার জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে’। এতে শুমাখারের মুখে কাল্পনিক উদ্ধৃতি বসিয়ে দেওয়া হয়। দুর্ঘটনার পর থেকে তাঁর পারিবারিক জীবন এবং চিকিৎসার অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। অবশ্য নিবন্ধটি পুরো পড়লে অনুমান করা যায় যে এটি এআই দিয়ে বানানো।
সম্প্রতি মাইকেল শুমাখার পরিবার জানিয়েছে, তাঁরা জার্মান ম্যাগাজিনটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন।
২০১৩ সালের ডিসেম্বরে স্কি করতে গিয়ে দুর্ঘটনায় মাথায় আঘাত পান মাইকেল শুমাখার। সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নকে এরপর আর জনসমক্ষে দেখা যায়নি। শুধু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, শুমাকারের স্মৃতিশক্তি, নড়াচড়া এবং কথা বলার সমস্যা রয়েছে। জেনেভার কাছে একটি বাড়িতে রয়েছেন তিনি। তাঁর চিকিৎসা চলছে।
২০২১ সালে প্রকাশিত একটি নেটফ্লিক্স তথ্যচিত্রে মাইকেল শুমাখারের স্ত্রী করিনা বলেন, ‘আমরা বাড়িতে একসঙ্গে থাকি। থেরাপি নিচ্ছি। আমরা মাইকেলকে আরও ভালো করার জন্য এবং তাঁর স্বস্তি নিশ্চিত করতে যা কিছু সম্ভব সবই করা হচ্ছে। মাইকেল চেয়েছিল সবাইকে নিয়ে থাকতে। আমরা সেটিই চেষ্টা করছি।’
মাইকেল শুমাখার ২০১২ সালে ফরমুলা ওয়ান প্রতিযোগিতা থেকে অবসর নেন। মার্সিডিজের সঙ্গে তিনটি সিজন থেকেছেন তিনি। এখন তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন লুইস হ্যামিলটন।
চ্যাটজিপিটি আসার পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এই প্রযুক্তির নানা সম্ভাবনার পাশাপাশি আশঙ্কার কথাও বলছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে কিছু এআইয়ের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অপব্যবহারের আশঙ্কায় অনেকে দেশের কিছু প্রতিষ্ঠান চ্যাটজিপিটি ব্যবহার নিষিদ্ধ করেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা এখন গল্প, কবিতা, উপন্যাসও লিখে দিচ্ছে। এমনকি সংবাদপত্রের নিবন্ধও লেখা যাচ্ছে এআই দিয়ে। কিন্তু এটির যে এমন অপব্যবহার হবে সেটি হয়তো কেউ কল্পনাই করেননি। জার্মানির একটি ম্যাগাজিনের একজন সম্পাদক সেই অপরাধটিই করেছেন। ধরা পড়ার পর অবশ্য তাঁর চাকরি গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওই জার্মান ম্যাগাজিনে বিখ্যাত ফরমুলা ওয়ান তারকা মাইকেল শুমাখারের একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। কিন্তু পরে জানা যায়, ম্যাগাজিন কর্তৃপক্ষ মাইকেল শুমাখারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগই করেনি। সাক্ষাৎকারটি তৈরি করা হয়েছিল একটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে। ডাই আকটুয়েল নামের ট্যাবলয়েড পত্রিকার কর্তৃপক্ষ পরে ফর্মুলা ওয়ান কিংবদন্তির পরিবারের কাছে ক্ষমা চেয়েছে। এই পত্রিকারই ম্যাগাজিন ছিল সেটি, নাম ফাঙ্কে।
ম্যাগাজিনের ব্যবস্থাপনা পরিচালক বিয়াঙ্কা পোহলম্যান পরে এক বিবৃতিতে বলেন, ‘এই রুচিহীন এবং বিভ্রান্তিকর নিবন্ধটি কখনই প্রকাশ করা উচিত হয়নি। এটা কোনোভাবেই সাংবাদিকতার মানদণ্ডের সঙ্গে মেলে না যা আমরা এবং আমাদের পাঠকেরা ফাঙ্কের মতো একটি প্রকাশকের কাছ থেকে আশা করেন।’
তিনি আরও বলেন, ‘অবিলম্বে সংশ্লিষ্ট কর্মীদের জবাব চাওয়া হবে। ডাই অ্যাকটুয়েলের এডিটর-ইন-চিফ অ্যান হফম্যান, যিনি ২০০৯ সাল থেকে পত্রিকাটির দায়িত্ব পালন করছেন, তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।’
গত ১৫ এপ্রিল ডাই অ্যাকটুয়েলের প্রচ্ছদে ৫৪ বছর বয়সী শুমাখারের একটি হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করে শিরোনাম দেওয়া হয়: ‘মাইকেল শুমাখার, প্রথম সাক্ষাৎকার।’ শিরোনামের সঙ্গে যুক্ত ছিল একটি উপশিরোনাম। লেখা ছিল: ‘এটি অবিশ্বাস্য মনে হবে।’
জাল সাক্ষাৎকারটি ম্যাগাজিনের আট নম্বর পৃষ্ঠায় শিরোনামসহ প্রকাশিত হয়। শিরোনাম ছিল— ‘আমার জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে’। এতে শুমাখারের মুখে কাল্পনিক উদ্ধৃতি বসিয়ে দেওয়া হয়। দুর্ঘটনার পর থেকে তাঁর পারিবারিক জীবন এবং চিকিৎসার অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। অবশ্য নিবন্ধটি পুরো পড়লে অনুমান করা যায় যে এটি এআই দিয়ে বানানো।
সম্প্রতি মাইকেল শুমাখার পরিবার জানিয়েছে, তাঁরা জার্মান ম্যাগাজিনটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন।
২০১৩ সালের ডিসেম্বরে স্কি করতে গিয়ে দুর্ঘটনায় মাথায় আঘাত পান মাইকেল শুমাখার। সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নকে এরপর আর জনসমক্ষে দেখা যায়নি। শুধু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, শুমাকারের স্মৃতিশক্তি, নড়াচড়া এবং কথা বলার সমস্যা রয়েছে। জেনেভার কাছে একটি বাড়িতে রয়েছেন তিনি। তাঁর চিকিৎসা চলছে।
২০২১ সালে প্রকাশিত একটি নেটফ্লিক্স তথ্যচিত্রে মাইকেল শুমাখারের স্ত্রী করিনা বলেন, ‘আমরা বাড়িতে একসঙ্গে থাকি। থেরাপি নিচ্ছি। আমরা মাইকেলকে আরও ভালো করার জন্য এবং তাঁর স্বস্তি নিশ্চিত করতে যা কিছু সম্ভব সবই করা হচ্ছে। মাইকেল চেয়েছিল সবাইকে নিয়ে থাকতে। আমরা সেটিই চেষ্টা করছি।’
মাইকেল শুমাখার ২০১২ সালে ফরমুলা ওয়ান প্রতিযোগিতা থেকে অবসর নেন। মার্সিডিজের সঙ্গে তিনটি সিজন থেকেছেন তিনি। এখন তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন লুইস হ্যামিলটন।
তথ্য চুরির জন্য প্রতিনিয়ত নতুন কৌশল বের করছে সাইবার অপরাধীরা। ইন্টারনেট ব্যবহারকারীরা যখন ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট, প্রতারণামূলক ইমেইল ও ছদ্মবেশী স্ক্যামের ব্যাপারে সচেতন হচ্ছে, তখন হ্যাকাররা তাদের পদ্ধতিতে নতুনত্ব আনছে। সাম্প্রতিক সময়ে হ্যাকাররা যেসব কৌশল ব্যবহার করছে, তার একটি হলো—ইউএসবি ফ্ল্যাশ
১ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসা-বাণিজ্য বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য ফেসবুক পেজ একটি অপরিহার্য মাধ্যম। তবে ফেসবুক পেজ খুললেই শুধু হবে না, দর্শকদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য সেটিকে আরও কার্যকরভাবে গুছিয়ে তুলতে হবে। আর ঠিক এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘অ্যাকশন বাটন’।
৩ ঘণ্টা আগেবন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
২০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
২১ ঘণ্টা আগে