প্রযুক্তি ডেস্ক
প্রযুক্তির উৎকর্ষের এই যুগে একটি কম্পিউটার অফিস আদালতের কাজের বাইরে শিক্ষার্থীদের জন্যও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হোম ওয়ার্ক, পড়াশোনা, অ্যাসাইনমেন্ট ইত্যাদির জন্য কম্পিউটার একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের জন্য কম্পিউটার এবং কাজের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে অল্প দামে ডেস্কটপ পাওয়া যাবে দারাজ, বিডি স্টল, স্টারটেক লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে। ডেস্কটপ কেনার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে বিশেষ অফার। তেমনই একটি অফারের ঘোষণা দিয়েছে স্টারটেক।
শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে স্টারটেক লিমিটেড তাদের সম্ভারে রেখেছে এমন কিছু ডেস্কটপ কম্পিউটার যেগুলোর দাম শিক্ষার্থীবান্ধব। এ ডেস্কটপগুলো শিক্ষার্থীদের সব ধরনের কাজের প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ঢুকে দেখে নেওয়া যাবে ডেস্কটপগুলো এবং কেনাও যাবে। এই ডেস্কটপগুলো কাস্টম প্রি-বিল্ট ডেস্কটপ, যাতে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন ৫-৫৬০০জি প্রসেসর। প্রসেসরে পাওয়া যাবে ৩ বছরের ওয়ারেন্টি। তবে ফ্যান বা কুলারের কোনো ওয়ারেন্টি পাওয়া যাবে না।
যা আছে এই ডেস্কটপে
এমএসআই এ-৩২০এম সিরিজের মাদারবোর্ড, ৩২০০ মেগাহার্টজের ৮ জিবি র্যাম, এইচপি এক্স ৯০০ এসএসডির কম্বো এবং বাজেটের কথা বিবেচনায় রেখে আছে ভ্যালুটপের ভিটি-২০০এম কেসিং। এই কম্বো প্রতিদিনের কাজের সব ধরনের চাহিদা মেটাতে সক্ষম। কনটেন্ট বা অ্যাসাইনমেন্টের কাজ, মাইক্রোসফট অফিস, গুগল স্যুট এমনকি হালকা ধরনের ছবি ও ভিডিও সম্পাদনার কাজও এই কম্পিউটারে করে নেওয়া যাবে। এই কম্পিউটারের মাদারবোর্ডটি ডিডিআর৪ র্যাম সাপোর্ট করে। প্রয়োজন হলে যেন আরও র্যাম লাগিয়ে নেওয়া যায়, সে জন্য এতে স্লট ফাঁকা রাখা আছে। ২৬ হাজার থেকে ৩০ হাজার টাকায় পাওয়া যাবে এসব ডেস্কটপ।
স্টারটেকের অফার
আগামী ২৭ জুলাই থেকে স্টারটেকে শুরু হচ্ছে ‘ডেস্কটপ ডিল’ নামের অফার। এই অফারে স্টারটেক অনলাইন শপ থেকে আকর্ষণীয় ডিসকাউন্টে কেনা যাবে দারুণ সব ডেস্কটপ।
প্রযুক্তির উৎকর্ষের এই যুগে একটি কম্পিউটার অফিস আদালতের কাজের বাইরে শিক্ষার্থীদের জন্যও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হোম ওয়ার্ক, পড়াশোনা, অ্যাসাইনমেন্ট ইত্যাদির জন্য কম্পিউটার একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের জন্য কম্পিউটার এবং কাজের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে অল্প দামে ডেস্কটপ পাওয়া যাবে দারাজ, বিডি স্টল, স্টারটেক লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে। ডেস্কটপ কেনার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে বিশেষ অফার। তেমনই একটি অফারের ঘোষণা দিয়েছে স্টারটেক।
শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে স্টারটেক লিমিটেড তাদের সম্ভারে রেখেছে এমন কিছু ডেস্কটপ কম্পিউটার যেগুলোর দাম শিক্ষার্থীবান্ধব। এ ডেস্কটপগুলো শিক্ষার্থীদের সব ধরনের কাজের প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ঢুকে দেখে নেওয়া যাবে ডেস্কটপগুলো এবং কেনাও যাবে। এই ডেস্কটপগুলো কাস্টম প্রি-বিল্ট ডেস্কটপ, যাতে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন ৫-৫৬০০জি প্রসেসর। প্রসেসরে পাওয়া যাবে ৩ বছরের ওয়ারেন্টি। তবে ফ্যান বা কুলারের কোনো ওয়ারেন্টি পাওয়া যাবে না।
যা আছে এই ডেস্কটপে
এমএসআই এ-৩২০এম সিরিজের মাদারবোর্ড, ৩২০০ মেগাহার্টজের ৮ জিবি র্যাম, এইচপি এক্স ৯০০ এসএসডির কম্বো এবং বাজেটের কথা বিবেচনায় রেখে আছে ভ্যালুটপের ভিটি-২০০এম কেসিং। এই কম্বো প্রতিদিনের কাজের সব ধরনের চাহিদা মেটাতে সক্ষম। কনটেন্ট বা অ্যাসাইনমেন্টের কাজ, মাইক্রোসফট অফিস, গুগল স্যুট এমনকি হালকা ধরনের ছবি ও ভিডিও সম্পাদনার কাজও এই কম্পিউটারে করে নেওয়া যাবে। এই কম্পিউটারের মাদারবোর্ডটি ডিডিআর৪ র্যাম সাপোর্ট করে। প্রয়োজন হলে যেন আরও র্যাম লাগিয়ে নেওয়া যায়, সে জন্য এতে স্লট ফাঁকা রাখা আছে। ২৬ হাজার থেকে ৩০ হাজার টাকায় পাওয়া যাবে এসব ডেস্কটপ।
স্টারটেকের অফার
আগামী ২৭ জুলাই থেকে স্টারটেকে শুরু হচ্ছে ‘ডেস্কটপ ডিল’ নামের অফার। এই অফারে স্টারটেক অনলাইন শপ থেকে আকর্ষণীয় ডিসকাউন্টে কেনা যাবে দারুণ সব ডেস্কটপ।
বিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন অপো ‘এ৫ এক্স’ উন্মোচন করেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের স্মার্ট ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা। তবে দামে সাশ্রয়ী হলেও স্মার্টফোনটি বেশ টেকসই।
৬ ঘণ্টা আগেটিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
৭ ঘণ্টা আগেভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
৮ ঘণ্টা আগেচুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষা ব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম
৯ ঘণ্টা আগে