Ajker Patrika

আইফোন মোছার ‘ন্যাকড়া’ বেচছে অ্যাপল, দাম ১৯ ডলার

আইফোন মোছার ‘ন্যাকড়া’ বেচছে অ্যাপল, দাম ১৯ ডলার

কিছু আগেই বাজারে আইফোন ১৩ নিয়ে হাজির হয়েছে অ্যাপল। এ বার ওই মোবাইল পরিষ্কার করার ন্যাকড়া নিয়ে এল আমেরিকার বহুজাতিক টেক-কোম্পানি।

জানা গেছে, অ্যাপলের তৈরি ওই কাপড় আমেরিকার বাজারে বিক্রি হবে ১৯ ডলারে। অন্য কাপড়ের সঙ্গে এই কাপড়ের মৌলিক পার্থক্য কী, সে ব্যাপারে এখনো বিস্তারিত জানানো হয়নি। তবে ওই কাপড়ের কোনো এক কোনায় অ্যাপলের লোগো থাকায় অনেকের কাছে তা আকর্ষণের কারণ হয়ে উঠেছে।

এমনিতে এই ধরনের যে কোনো মাইক্রোফাইবার কাপড়ের দাম বাজারে দেড় ডলারের মতো।

অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আইফোন, আইপ্যাড, ম্যাকবুক—যে কোনো অ্যাপলের ডিভাইস পরিষ্কার করার জন্য ওই কাপড় ব্যবহার করা যেতে পারে।’

অ্যাপলের কাপড় বাজারে আসতেই তা কেনার হিড়িক শুরু হয়ে গিয়েছে। বিগত কয়েক দিনে তা এতই বিক্রি হয়েছে যে জোগানেও ঘাটতি পড়েছে। তাই ডেলিভারি দিতে ৩-৪ সপ্তাহ দেরি হতে পারে বলেও জানিয়েছে বহুজাতিক এই টেক-কোম্পানি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত