Ajker Patrika

এআই দিয়ে বিজ্ঞাপন বানাবে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপনী সংস্থা  

প্রযুক্তি ডেস্ক
এআই দিয়ে বিজ্ঞাপন বানাবে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপনী সংস্থা  

চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সঙ্গে মিলে জেনারেটিভ এআই ব্যবহার করে বিজ্ঞাপন তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিজ্ঞাপন সংস্থা ‘ডব্লিউপিপি’। এআই দিয়ে বিজ্ঞাপন বানানোর ফলে খরচ অনেকখানি কমে আসবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। 

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, আজ সোমবার প্রতিষ্ঠান দুটি একসঙ্গে কাজ করার ঘোষণা দেয়। একই সময়ে এনভিডিয়া’র প্রধান নির্বাহী জেনসেন হুয়াং কম্পিউটেক্স তাইপেইতে ডব্লিউপিপি’র নতুন কনটেন্ট ইঞ্জিন উন্মোচন করেন। মূলত এটির মাধ্যমেই এআইভিত্তিক বিজ্ঞাপন তৈরি করা হবে।  

ডব্লিউপিপি’র প্রধান নির্বাহী মার্ক রিড একটি বিবৃতিতে বলেছেন, ‘জেনারেটিভ এআই অবিশ্বাস্য গতিতে বিপণন বিশ্বকে পরিবর্তন করছে। নতুন এই প্রযুক্তি ব্র্যান্ডগুলোকে বাণিজ্যিক ব্যবহারের জন্য কনটেন্ট তৈরির উপায়কে পরিবর্তন করবে।’

ডব্লিউপিপি’র মতে, নতুন প্ল্যাটফর্মটি এটির সৃজনশীল দলগুলোকে অ্যাডোবি, গেটি ইমেজেস ও জেনারেটিভ এআই-এর কনটেন্টগুলোর মাধ্যমে আরও দক্ষতার সঙ্গে ও আরও বড় পরিসরে বিজ্ঞাপন তৈরির সুযোগ করে দেবে। এ ছাড়া, বিজ্ঞাপণের জন্য উপযোগী ছবি ও ভিডিও আরও বেশি পরিমাণে তৈরি করতে পারবে প্রতিষ্ঠানটি। 

হুয়াংয়ের ডেমোতে একটি মরুভূমির মধ্য দিয়ে চলন্ত একটি গাড়ির ভিডিও প্রদর্শন করা হয়। নতুন এআই-চালিত কনটেন্ট ইঞ্জিন ব্যবহার করে এই একই গাড়িকেই লন্ডন বা ব্রাজিলের বাজারকে লক্ষ্য করে রিও ডি জেনেরিওর রাস্তায় দেখানো যাবে। এতে করে বিভিন্ন জায়গায় আলাদা করে শুটিং এর খরচ কমে আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত