অনিন্দ্য চৌধুরী অর্ণব
স্যামসাং এস ২৩ সিরিজ নিয়ে বাজারে ঝড় তুলেছে স্যামসাং। স্ল্যাব-স্টাইল স্মার্টফোন হিসেবে এ বছর তারা বাজারে এনেছে গ্যালাক্সি সিরিজের মোবাইল ফোন এস ২৩ আলট্রা।
লুক ও ডিসপ্লে: এস ২৩ আলট্রা মডেলে থাকছে ৬ দশমিক ৮ ইঞ্চির ১২০ হার্টজ ডায়নামিক ২এক্স এএমওএলইডি ডিসপ্লে। ১৪৪ গপি/কিউএইচডি রেজল্যুশন ও ১৭৫০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে মডেলটিতে। এতে গরিলা গ্লাস ভিকটাস প্লাস ব্যবহার করা হয়েছে। এটি সবুজ, ফ্যান্টম ব্ল্যাক ও ক্রিম—এই তিন রঙে পাওয়া যাচ্ছে।
প্রসেসর ও স্টোরেজ: এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ চিপসেট। ইউআই ৫ দশমিক ১-এর ওপরে অ্যানড্রয়েড ১৩ কাজ করছে। ১২ জিবি+ ২৫৬ জিবি, ১২ জিবি+ ৫১২ জিবি এবং ১২ জিবি+ ১ টেরাবাইট—এই তিন রকম স্টোরেজ এনেছে স্যামসাং।
ক্যামেরা: বহুল আলোচিত ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও সঙ্গে রয়েছে ১০ মেগাপিক্সেল জুম ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা
এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ভিডিও কোয়ালিটিও যথেষ্ট ভালো ফোনটির। ৮কে/৩০পি ভিডিও রেকর্ডিং সম্ভব স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আলট্রা মোবাইলে।
ব্যাটারি: স্ট্যান্ডার্ড ৫০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে এতে। এটি দেবে সাড়ে আট ঘণ্টার স্ক্রিনটাইম। একবার ফুল চার্জ করলে অন্তত ২০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে। ৪৫ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং, তবে চার্জার দেওয়া হয়নি মোবাইল ফোনটির সঙ্গে।
স্যামসাং এস ২৩ সিরিজ নিয়ে বাজারে ঝড় তুলেছে স্যামসাং। স্ল্যাব-স্টাইল স্মার্টফোন হিসেবে এ বছর তারা বাজারে এনেছে গ্যালাক্সি সিরিজের মোবাইল ফোন এস ২৩ আলট্রা।
লুক ও ডিসপ্লে: এস ২৩ আলট্রা মডেলে থাকছে ৬ দশমিক ৮ ইঞ্চির ১২০ হার্টজ ডায়নামিক ২এক্স এএমওএলইডি ডিসপ্লে। ১৪৪ গপি/কিউএইচডি রেজল্যুশন ও ১৭৫০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে মডেলটিতে। এতে গরিলা গ্লাস ভিকটাস প্লাস ব্যবহার করা হয়েছে। এটি সবুজ, ফ্যান্টম ব্ল্যাক ও ক্রিম—এই তিন রঙে পাওয়া যাচ্ছে।
প্রসেসর ও স্টোরেজ: এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ চিপসেট। ইউআই ৫ দশমিক ১-এর ওপরে অ্যানড্রয়েড ১৩ কাজ করছে। ১২ জিবি+ ২৫৬ জিবি, ১২ জিবি+ ৫১২ জিবি এবং ১২ জিবি+ ১ টেরাবাইট—এই তিন রকম স্টোরেজ এনেছে স্যামসাং।
ক্যামেরা: বহুল আলোচিত ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও সঙ্গে রয়েছে ১০ মেগাপিক্সেল জুম ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা
এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ভিডিও কোয়ালিটিও যথেষ্ট ভালো ফোনটির। ৮কে/৩০পি ভিডিও রেকর্ডিং সম্ভব স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আলট্রা মোবাইলে।
ব্যাটারি: স্ট্যান্ডার্ড ৫০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে এতে। এটি দেবে সাড়ে আট ঘণ্টার স্ক্রিনটাইম। একবার ফুল চার্জ করলে অন্তত ২০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে। ৪৫ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং, তবে চার্জার দেওয়া হয়নি মোবাইল ফোনটির সঙ্গে।
বিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
৬ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফেসবুক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ সক্রিয় থাকেন। ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও পণ্য বা সেবার ব্যাপারে বিশ্বাস তৈরি করতে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা
১৫ ঘণ্টা আগেআগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
১৫ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১৬ ঘণ্টা আগে