মাহিন আলম
মেটার নিজস্ব কোড জেনারেশন এআই মডেল ‘কোড লামা ৭০বি’ বাজারে আসে গত বছরের আগস্টে। এটি গবেষণা ও বাণিজ্যিক কাজে বিনা মূল্যে ব্যবহার করা যায়। এর আপডেটেড সংস্করণটি বিবেচিত হচ্ছে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির ‘সবচেয়ে বড় ও কার্যকর এআই মডেল’ হিসেবে। ধারণা করা হচ্ছে, এটি চ্যাটজিপিটির সবচেয়ে উন্নত এআই মডেল জিপিটি৪-এর কাছাকাছি পর্যায়ের। গবেষণা ও বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য কোড লামা ৭০বি এআই টুলের তিনটি সংস্করণই বিনা মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে। এটি এক টেরাবাইট ডেটার ভিত্তিতে প্রশিক্ষিত হয়েছিল। এটি ‘হাগিং ফেস’-এর কোডিংয়ের কাজও করে থাকে, যেখানে এআই মডেলটি চালাতে নিজস্ব জিপিইউতেও প্রবেশের সুযোগ দিয়েছে মেটা।
মেটার কোড লামা ৭০বির আপডেটেড সংস্করণটি আগের সংস্করণগুলোর তুলনায় বেশি প্রশ্নের উত্তর দিতে সক্ষম। প্রোগ্রামিংয়ের সময় দেওয়া প্রম্পটগুলো আরও দ্রুত কাজ করবে এবং আগের চেয়ে নির্ভুল জবাব মিলবে সর্বশেষ সংস্করণে। এআই প্রযুক্তির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএমের মানদণ্ড পরিমাপক ব্যবস্থা ‘হিউম্যানএভাল’-এ ৫৩ শতাংশ নির্ভুল ছিল কোড লামা ৭০বি।
গত বছর একই সঙ্গে আরও দুটি সংস্করণের কোড লামা এআই টুল চালু করেছিল মেটা। সেগুলোর নাম যথাক্রমে ‘কোড লামা-পাইথন’ ও ‘কোড লামা-ইনট্রাক্ট’। এগুলোর মাধ্যমে সুনির্দিষ্ট কয়েকটি কোডিং ভাষায় কাজ করার সুযোগ মেলে। মেটার দাবি, তাদের এই এআই টুলের লার্জ মডেল ৩৪বি ও ৭০বি; যেটি সর্বোচ্চ ফল দেবে এবং আরও ভালো কোডিং সহায়তা দিতে পারবে। মেটার বড় এআই মডেল অর্থাৎ ৩৪বি ও ৭০বি থেকে এআই-ভিত্তিক কাজে সেরা ফল পাওয়ার পাশাপাশি কোডিংয়ের ক্ষেত্রেও আগের চেয়ে বেশি সহায়তা মিলবে।
গত বছর এমন কোড জেনারেটর প্রকাশ করতে দেখা গেছে বেশ কিছু এআই টুল নির্মাতা প্রতিষ্ঠানকে। এগুলোর মধ্যে আমাজনের কোড জেনারেটর ‘কোডহুইস্পারার’ প্রকাশ পেয়েছে গত বছরের এপ্রিলে। একই সময় নিজেদের ‘গিটহাব কো-পাইলট’-এ ওপেনএআইয়ের এআই মডেল ব্যবহার করতে দেখা গেছে মাইক্রোসফটকে।
সূত্র: দ্য ভার্জ
মেটার নিজস্ব কোড জেনারেশন এআই মডেল ‘কোড লামা ৭০বি’ বাজারে আসে গত বছরের আগস্টে। এটি গবেষণা ও বাণিজ্যিক কাজে বিনা মূল্যে ব্যবহার করা যায়। এর আপডেটেড সংস্করণটি বিবেচিত হচ্ছে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির ‘সবচেয়ে বড় ও কার্যকর এআই মডেল’ হিসেবে। ধারণা করা হচ্ছে, এটি চ্যাটজিপিটির সবচেয়ে উন্নত এআই মডেল জিপিটি৪-এর কাছাকাছি পর্যায়ের। গবেষণা ও বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য কোড লামা ৭০বি এআই টুলের তিনটি সংস্করণই বিনা মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে। এটি এক টেরাবাইট ডেটার ভিত্তিতে প্রশিক্ষিত হয়েছিল। এটি ‘হাগিং ফেস’-এর কোডিংয়ের কাজও করে থাকে, যেখানে এআই মডেলটি চালাতে নিজস্ব জিপিইউতেও প্রবেশের সুযোগ দিয়েছে মেটা।
মেটার কোড লামা ৭০বির আপডেটেড সংস্করণটি আগের সংস্করণগুলোর তুলনায় বেশি প্রশ্নের উত্তর দিতে সক্ষম। প্রোগ্রামিংয়ের সময় দেওয়া প্রম্পটগুলো আরও দ্রুত কাজ করবে এবং আগের চেয়ে নির্ভুল জবাব মিলবে সর্বশেষ সংস্করণে। এআই প্রযুক্তির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএমের মানদণ্ড পরিমাপক ব্যবস্থা ‘হিউম্যানএভাল’-এ ৫৩ শতাংশ নির্ভুল ছিল কোড লামা ৭০বি।
গত বছর একই সঙ্গে আরও দুটি সংস্করণের কোড লামা এআই টুল চালু করেছিল মেটা। সেগুলোর নাম যথাক্রমে ‘কোড লামা-পাইথন’ ও ‘কোড লামা-ইনট্রাক্ট’। এগুলোর মাধ্যমে সুনির্দিষ্ট কয়েকটি কোডিং ভাষায় কাজ করার সুযোগ মেলে। মেটার দাবি, তাদের এই এআই টুলের লার্জ মডেল ৩৪বি ও ৭০বি; যেটি সর্বোচ্চ ফল দেবে এবং আরও ভালো কোডিং সহায়তা দিতে পারবে। মেটার বড় এআই মডেল অর্থাৎ ৩৪বি ও ৭০বি থেকে এআই-ভিত্তিক কাজে সেরা ফল পাওয়ার পাশাপাশি কোডিংয়ের ক্ষেত্রেও আগের চেয়ে বেশি সহায়তা মিলবে।
গত বছর এমন কোড জেনারেটর প্রকাশ করতে দেখা গেছে বেশ কিছু এআই টুল নির্মাতা প্রতিষ্ঠানকে। এগুলোর মধ্যে আমাজনের কোড জেনারেটর ‘কোডহুইস্পারার’ প্রকাশ পেয়েছে গত বছরের এপ্রিলে। একই সময় নিজেদের ‘গিটহাব কো-পাইলট’-এ ওপেনএআইয়ের এআই মডেল ব্যবহার করতে দেখা গেছে মাইক্রোসফটকে।
সূত্র: দ্য ভার্জ
শক্তিশালী গোয়েন্দা স্যাটেলাইট তৈরি করেছে চীনের বিজ্ঞানীরা। এটি লেজার ইমেজিং প্রযুক্তির মাধ্যমে ১০০ কিলোমিটার (৬০ মাইল) ওপর থেকে মানুষের চেহারার বিস্তারিত ছবি তুলতে পারে। চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রযুক্তি বর্তমানের শীর্ষস্থানীয় স্যাটেলাইট
৩ ঘণ্টা আগেনিজস্ব চিপ নিয়ে পরীক্ষা–নিরীক্ষা শুরু করেছে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেম প্রশিক্ষণের জন্য চিপটি ডিজাইন করা হয়েছে। এটি মেটার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নিজস্ব কাস্টম সিলিকন ডিজাইন করার মাধ্যমে বিদ্যমান সাপ্লায়ার যেমন: এনভিডিয়া-এর ওপর নির্ভরতা কমাতে...
৪ ঘণ্টা আগেমেসেজিং ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বিশ্বের কোটি কোটি মানুষ। পরিবার, বন্ধু, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান বা সামাজিক সংগঠনগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের জন্য হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলারও সুযোগ রয়েছে। এ ধরনের গ্রুপগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অ্যাডমিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৬ ঘণ্টা আগেতথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগকারীদের জন্য পরিস্থিতি আরও খারাপ হতে যাচ্ছে। গতকাল সোমবার মার্কিন শেয়ারবাজার ‘নাসডাক’-এর বড় ধরনের দরপতন হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সাতটি সবচেয়ে মূল্যবান প্রযুক্তি কোম্পানিগুলো মোট ৭৫০ বিলিয়ন ডলার বাজারমূল্য হারিয়েছে, যা ২০২২ সালের পর সবচেয়ে বড় পতন।
১ দিন আগে