Ajker Patrika

ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আনলিংক করবেন যেভাবে 

আপডেট : ২৫ মে ২০২৪, ০৯: ৪৮
ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আনলিংক করবেন যেভাবে 

সহজে ও একই সঙ্গে ছবি পোস্ট করার জন্য অনেকেই ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট লিংক করে থাকেন। তবে ব্যক্তিগত কারণে অ্যাকাউন্ট দুটি আনলিংক করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। মেটার অ্যাকাউন্ট সেন্টার থেকে সহজেই অ্যাকাউন্ট দুটি আনলিংক করা যায়।

ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আনলিংক করলে আগের কোনো পোস্ট মুছে যাবে না, ফলোয়ার বা অন্য কোনো ডেটারও পরিবর্তন হবে না। তাই অ্যাকাউন্ট আনলিংক করার বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। পরে যে কোনো সময়ে আবার অ্যাকাউন্টগুলো লিংক করা যাবে। 

চলুন দেখে নেওয়া যাক ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে আনলিংক করতে হয়—

ইনস্টাগ্রাম অ্যাপের মাধ্যমে 
অ্যান্ড্রয়েড বা আইওএসের ইনস্টাগ্রাম অ্যাপ থেকে সহজেই ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আনলিংক করা যাবে। 

১. ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন। নিচের দিকে একদম ডান পাশে থাকা নিজের প্রোফাইল ছবির আইকোনে ট্যাপ করুন। 
২. এরপর ওপরের দিকে ডান কোনায় থাকা মেনু আইকোনে (অনুভূমিক তিনটি লাইন) ট্যাপ করুন। 
৩. সেটিংস অপশনে ট্যাপ করুন। 
৪. নিচের দিকে স্ক্রল করে অ্যাকাউন্ট সেন্টার অপশনটি খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন। 
৫. অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করুন। 
৬. ফেসবুকের যে অ্যাকাউন্ট আনলিংক করতে চান, তাতে ট্যাপ করে নির্বাচন করুন। 
৭. ডানপাশে ‘রিমুভ’ অপশন দেখা দিলে এতে ট্যাপ করুন। 
৮. অ্যাকাউন্ট আনলিংকের অনুমতি চাইতে নতুন একটি পেজ চালু হবে। পেজের নিচে ‘কনটিনিউ’ বাটনে ট্যাপ করুন। 
৯. ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট দুটির একই পাসওয়ার্ড থাকলে এর মধ্যে একটির পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। 

খেয়াল রাখতে হবে যে, আনলিংক করার আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পাবলিক হলে তা প্রাইভেট অ্যাকাউন্টে পরিবর্তন করতে হবে। 

ফেসবুক অ্যাপের মাধ্যমে 
১. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন। 
২. এরপর ওপরের দিকে ডান কোনায় থাকা মেনু আইকোনে (অনুভূমিক তিনটি লাইন) ট্যাপ করুন। 
৩. অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সেটিংস আইকোনে ট্যাপ করুন ও আইওসের ক্ষেত্রে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন থেকে সেটিংস অপশনে ট্যাপ করুন। 
৪. নিচের দিকে স্ক্রল করুন ও অ্যাকাউন্ট সেন্টারে ট্যাপ করুন। 
৫. অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করুন। 
৬. ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট আনলিংক করতে চান তাতে ট্যাপ করে নির্বাচন করুন। 
৭. ডানপাশে ‘রিমুভ’ অপশন দেখা দিলে এতে ট্যাপ করুন। 
৮. অ্যাকাউন্ট আনলিংকের অনুমতি চাইতে নতুন একটি পেজ চালু হবে। পেজের নিচে ‘কনটিনিউ’ বাটনে ট্যাপ করুন। 
৯. ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট দুটির একই পাসওয়ার্ড থাকলে এর মধ্যে একটির পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। 

ওয়েব ব্রাউজারের মাধ্যমে 
১. ফেসবুকের ওয়েবসাইটে যান ও নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন। 
২. নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন। 
৩. সেটিংস ও প্রাইভেসি অপশনে প্রবেশ করুন। 
৪. এরপর সেটিংস অপশন নির্বাচন করুন। 
৫. অ্যাকাউন্ট সেন্টারে প্রবেশ করুন। 
৬. বাম পাশের প্যানেল চালু হলে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন। 
৭. যে অ্যাকাউন্ট আনলিংক করতে চান তার বাম পাশে ‘রিমুভ’ বাটনে ক্লিক করুন। 
৮. অ্যাকাউন্ট আনলিংকের অনুমতি চাইতে নতুন একটি পেজ চালু হবে। পেজের নিচে ‘কনটিনিউ’ বাটনে ট্যাপ করুন। 
৯. আপনার তথ্য কীভাবে ব্যবহার করা হবে তা জানাতে মেটা আরেকটি মেসেজে স্ক্রিনে দেখাবে। এরপর ‘রিমুভ’ বাটনে ক্লিক করুন। 

তথ্যসূত্র: লাইফওয়্যার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত