সহজে ও একই সঙ্গে ছবি পোস্ট করার জন্য অনেকেই ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট লিংক করে থাকেন। তবে ব্যক্তিগত কারণে অ্যাকাউন্ট দুটি আনলিংক করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। মেটার অ্যাকাউন্ট সেন্টার থেকে সহজেই অ্যাকাউন্ট দুটি আনলিংক করা যায়।
ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আনলিংক করলে আগের কোনো পোস্ট মুছে যাবে না, ফলোয়ার বা অন্য কোনো ডেটারও পরিবর্তন হবে না। তাই অ্যাকাউন্ট আনলিংক করার বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। পরে যে কোনো সময়ে আবার অ্যাকাউন্টগুলো লিংক করা যাবে।
চলুন দেখে নেওয়া যাক ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে আনলিংক করতে হয়—
ইনস্টাগ্রাম অ্যাপের মাধ্যমে
অ্যান্ড্রয়েড বা আইওএসের ইনস্টাগ্রাম অ্যাপ থেকে সহজেই ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আনলিংক করা যাবে।
১. ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন। নিচের দিকে একদম ডান পাশে থাকা নিজের প্রোফাইল ছবির আইকোনে ট্যাপ করুন।
২. এরপর ওপরের দিকে ডান কোনায় থাকা মেনু আইকোনে (অনুভূমিক তিনটি লাইন) ট্যাপ করুন।
৩. সেটিংস অপশনে ট্যাপ করুন।
৪. নিচের দিকে স্ক্রল করে অ্যাকাউন্ট সেন্টার অপশনটি খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৫. অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করুন।
৬. ফেসবুকের যে অ্যাকাউন্ট আনলিংক করতে চান, তাতে ট্যাপ করে নির্বাচন করুন।
৭. ডানপাশে ‘রিমুভ’ অপশন দেখা দিলে এতে ট্যাপ করুন।
৮. অ্যাকাউন্ট আনলিংকের অনুমতি চাইতে নতুন একটি পেজ চালু হবে। পেজের নিচে ‘কনটিনিউ’ বাটনে ট্যাপ করুন।
৯. ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট দুটির একই পাসওয়ার্ড থাকলে এর মধ্যে একটির পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।
খেয়াল রাখতে হবে যে, আনলিংক করার আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পাবলিক হলে তা প্রাইভেট অ্যাকাউন্টে পরিবর্তন করতে হবে।
ফেসবুক অ্যাপের মাধ্যমে
১. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।
২. এরপর ওপরের দিকে ডান কোনায় থাকা মেনু আইকোনে (অনুভূমিক তিনটি লাইন) ট্যাপ করুন।
৩. অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সেটিংস আইকোনে ট্যাপ করুন ও আইওসের ক্ষেত্রে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন থেকে সেটিংস অপশনে ট্যাপ করুন।
৪. নিচের দিকে স্ক্রল করুন ও অ্যাকাউন্ট সেন্টারে ট্যাপ করুন।
৫. অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করুন।
৬. ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট আনলিংক করতে চান তাতে ট্যাপ করে নির্বাচন করুন।
৭. ডানপাশে ‘রিমুভ’ অপশন দেখা দিলে এতে ট্যাপ করুন।
৮. অ্যাকাউন্ট আনলিংকের অনুমতি চাইতে নতুন একটি পেজ চালু হবে। পেজের নিচে ‘কনটিনিউ’ বাটনে ট্যাপ করুন।
৯. ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট দুটির একই পাসওয়ার্ড থাকলে এর মধ্যে একটির পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।
ওয়েব ব্রাউজারের মাধ্যমে
১. ফেসবুকের ওয়েবসাইটে যান ও নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
৩. সেটিংস ও প্রাইভেসি অপশনে প্রবেশ করুন।
৪. এরপর সেটিংস অপশন নির্বাচন করুন।
৫. অ্যাকাউন্ট সেন্টারে প্রবেশ করুন।
৬. বাম পাশের প্যানেল চালু হলে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন।
৭. যে অ্যাকাউন্ট আনলিংক করতে চান তার বাম পাশে ‘রিমুভ’ বাটনে ক্লিক করুন।
৮. অ্যাকাউন্ট আনলিংকের অনুমতি চাইতে নতুন একটি পেজ চালু হবে। পেজের নিচে ‘কনটিনিউ’ বাটনে ট্যাপ করুন।
৯. আপনার তথ্য কীভাবে ব্যবহার করা হবে তা জানাতে মেটা আরেকটি মেসেজে স্ক্রিনে দেখাবে। এরপর ‘রিমুভ’ বাটনে ক্লিক করুন।
তথ্যসূত্র: লাইফওয়্যার
সহজে ও একই সঙ্গে ছবি পোস্ট করার জন্য অনেকেই ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট লিংক করে থাকেন। তবে ব্যক্তিগত কারণে অ্যাকাউন্ট দুটি আনলিংক করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। মেটার অ্যাকাউন্ট সেন্টার থেকে সহজেই অ্যাকাউন্ট দুটি আনলিংক করা যায়।
ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আনলিংক করলে আগের কোনো পোস্ট মুছে যাবে না, ফলোয়ার বা অন্য কোনো ডেটারও পরিবর্তন হবে না। তাই অ্যাকাউন্ট আনলিংক করার বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। পরে যে কোনো সময়ে আবার অ্যাকাউন্টগুলো লিংক করা যাবে।
চলুন দেখে নেওয়া যাক ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে আনলিংক করতে হয়—
ইনস্টাগ্রাম অ্যাপের মাধ্যমে
অ্যান্ড্রয়েড বা আইওএসের ইনস্টাগ্রাম অ্যাপ থেকে সহজেই ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আনলিংক করা যাবে।
১. ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন। নিচের দিকে একদম ডান পাশে থাকা নিজের প্রোফাইল ছবির আইকোনে ট্যাপ করুন।
২. এরপর ওপরের দিকে ডান কোনায় থাকা মেনু আইকোনে (অনুভূমিক তিনটি লাইন) ট্যাপ করুন।
৩. সেটিংস অপশনে ট্যাপ করুন।
৪. নিচের দিকে স্ক্রল করে অ্যাকাউন্ট সেন্টার অপশনটি খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৫. অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করুন।
৬. ফেসবুকের যে অ্যাকাউন্ট আনলিংক করতে চান, তাতে ট্যাপ করে নির্বাচন করুন।
৭. ডানপাশে ‘রিমুভ’ অপশন দেখা দিলে এতে ট্যাপ করুন।
৮. অ্যাকাউন্ট আনলিংকের অনুমতি চাইতে নতুন একটি পেজ চালু হবে। পেজের নিচে ‘কনটিনিউ’ বাটনে ট্যাপ করুন।
৯. ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট দুটির একই পাসওয়ার্ড থাকলে এর মধ্যে একটির পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।
খেয়াল রাখতে হবে যে, আনলিংক করার আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পাবলিক হলে তা প্রাইভেট অ্যাকাউন্টে পরিবর্তন করতে হবে।
ফেসবুক অ্যাপের মাধ্যমে
১. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।
২. এরপর ওপরের দিকে ডান কোনায় থাকা মেনু আইকোনে (অনুভূমিক তিনটি লাইন) ট্যাপ করুন।
৩. অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সেটিংস আইকোনে ট্যাপ করুন ও আইওসের ক্ষেত্রে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন থেকে সেটিংস অপশনে ট্যাপ করুন।
৪. নিচের দিকে স্ক্রল করুন ও অ্যাকাউন্ট সেন্টারে ট্যাপ করুন।
৫. অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করুন।
৬. ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট আনলিংক করতে চান তাতে ট্যাপ করে নির্বাচন করুন।
৭. ডানপাশে ‘রিমুভ’ অপশন দেখা দিলে এতে ট্যাপ করুন।
৮. অ্যাকাউন্ট আনলিংকের অনুমতি চাইতে নতুন একটি পেজ চালু হবে। পেজের নিচে ‘কনটিনিউ’ বাটনে ট্যাপ করুন।
৯. ফেসবুক ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট দুটির একই পাসওয়ার্ড থাকলে এর মধ্যে একটির পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।
ওয়েব ব্রাউজারের মাধ্যমে
১. ফেসবুকের ওয়েবসাইটে যান ও নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
৩. সেটিংস ও প্রাইভেসি অপশনে প্রবেশ করুন।
৪. এরপর সেটিংস অপশন নির্বাচন করুন।
৫. অ্যাকাউন্ট সেন্টারে প্রবেশ করুন।
৬. বাম পাশের প্যানেল চালু হলে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন।
৭. যে অ্যাকাউন্ট আনলিংক করতে চান তার বাম পাশে ‘রিমুভ’ বাটনে ক্লিক করুন।
৮. অ্যাকাউন্ট আনলিংকের অনুমতি চাইতে নতুন একটি পেজ চালু হবে। পেজের নিচে ‘কনটিনিউ’ বাটনে ট্যাপ করুন।
৯. আপনার তথ্য কীভাবে ব্যবহার করা হবে তা জানাতে মেটা আরেকটি মেসেজে স্ক্রিনে দেখাবে। এরপর ‘রিমুভ’ বাটনে ক্লিক করুন।
তথ্যসূত্র: লাইফওয়্যার
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে