Ajker Patrika

আইফোনে গণিতের নোট তৈরি করবেন যেভাবে 

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৬: ৩৬
আইফোনে গণিতের নোট তৈরি করবেন যেভাবে 

আইওএস ১৮ অপারেটিং সিস্টেমের মাধ্যমে আইফোনে অনেগুলো ফিচার যুক্ত করেছে অ্যাপল। এর মধ্যে কিছু ফিচার রয়েছে যা সব আইফোন প্রেমীদের এখনো চোখে পড়েনি। তেমনই একটি ফিচার হলো ম্যাথ নোটস। এর মাধ্যমে ফোনেই গণিতের অনুশীলন করা যাবে এবং প্রয়োজনীয় নোট তৈরি করা যাবে। 

এটি শুধু সাধারণ কোনো নোট অ্যাপ নয়। ফিচারটি গণিতের শিক্ষকের মতো কাজ করবে। গণিতের সমস্যাগুলো লিখলেই এটি চোখের নিমিষেই এর সমাধান দিয়ে দেবে। অংক নিজে নিজে শিখতে এই ফিচার সাহায্য করবে। তবে আইফোনটি আইওএস ১৮ এ আপডেট থাকতে হবে। 

আইফোনের স্ক্রিনে আঙ্গুল দিয়ে বা স্টাইলাস পেন দিয়েও অংকগুলো করা যাবে। ছবি: ফিউচারআইফোনে গণিতের নোট করবেন যেভাবে 

 ১. আইফোনে ক্যালকুলেটর অ্যাপ চালু করুন। হোম স্ক্রিনে খুঁজে না পেলে সার্চ করে খুঁজে বের করুন। 
২. বাম পাশের নিচের কোনায় থাকা ‘ক্যালকুলেটর’ আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। 
৩. মেনু থেকে ‘ম্যাথ নোটস’ নির্বাচন করুন। এর ফলে ক্যালকুলেটর ইন্টারফেস পরিবর্তন হয়ে নোটপ্যাডের মতো পেজ চালু হবে। 
৪. এই নোটে বাম পাশের নিচের দিকে ‘পেনসিল’ আইকোনে ট্যাপ করুন। এর ফলে ‘রাইটিং’ মোড চালু হবে। এখন কোনো গণিতের সমস্যা টাইপ করলেই স্বয়ক্রিয়ভাবে আইফোন তা সমাধান দেবে। যেমন: ‘২ + ২ =’ লেখলেই এর উত্তর ৪ লিখে দেবে। 
৫. এছাড়া হ্যান্ড রাইটিং মোডের মাধ্যমে আইফোনের স্ক্রিনে আঙ্গুল দিয়ে বা স্টাইলাস পেন দিয়েও অংকগুলো করা যাবে। অ্যাপটি আপনার হাতের লেখা বুঝবে ও গণিতের সমাধান দেবে। 

তথ্যসূত্র: টমস গাইড

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত