Ajker Patrika

নতুন ডিজাইনে টিকটক ও ইনস্টাগ্রামকে ‘নকল’ করল স্পটিফাই

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৯ মার্চ ২০২৩, ২১: ৫০
নতুন ডিজাইনে টিকটক ও ইনস্টাগ্রামকে ‘নকল’ করল স্পটিফাই

গত বুধবার ৮ মার্চ কোম্পানির বার্ষিক স্ট্রিম অন ইভেন্টে অ্যাপের নতুন হোম ফিড উন্মোচন করেছে স্পটিফাই। শিগগিরই সব স্পটিফাই ব্যবহারকারীরা অ্যাপের নতুন এই ডিজাইন পাবেন। ফিডে আগের মতো নেই অ্যালবাম ও পডকাস্ট। এখন টিকটক এবং ইনস্টাগ্রামের মতো একটি উলম্ব ফিড দেখা যাবে। যা ভিডিওর মাধ্যমে সমগ্র স্ক্রিন দখল করে রাখবে ও এর প্রিভিউ দেখাবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, স্পটিফাইয়ের লক্ষ্য— প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের আরও কন্টেন্ট খুঁজে পেতে সাহায্য করা। নতুন ডিজাইনে ব্যবহারকারীরা তাঁদের ফিডে স্ক্রোল করার পাশাপাশি বিভিন্ন কনটেন্ট পরে দেখার জন্য সেভ করে রাখতে পারবেন। তবে স্পটিফাইয়ের ব্যবহারকারীরা অ্যাপের আগের ডিজাইনই পছন্দ করতেন— যেখানে শুধু গান আর পডকাস্টেরই দেখা মিলত।

ব্যবহারকারীরা ভিডিও দেখার জন্য স্পটিফাই ব্যবহার করতে না চাইলেও স্পটিফাই কর্তৃপক্ষ আশা করছে এর পরিবর্তন ঘটবে। অ্যাপে সব ধরনের কনটেন্টই রাখতে চায় প্ল্যাটফর্মটি। তবে এতে করে ব্যবহারকারীদের এই অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা খারাপ হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত