অনলাইন ডেস্ক
ডেটা সেন্টারগুলোর জন্য নিজস্ব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এ লক্ষ্যে গত সপ্তাহে মাইক্রোসফট পারমাণবিক প্রযুক্তি কর্মসূচির প্রধান ব্যবস্থাপক নিয়োগের ঘোষণা দিয়েছে।
ব্রিটিশ প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম দ্য রেজিস্টারের প্রতিবেদন অনুযায়ী, নতুন পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির প্রধান কাজ হবে ছোট আকারের বহনযোগ্য মডুলার পারমাণবিক চুল্লি (এসএমআর) এবং ‘মাইক্রোরিঅ্যাক্টর এনার্জি স্ট্র্যাটেজি’ বাস্তবায়িত করা।
মাইক্রোসফটের এ পরিকল্পনার মূল লক্ষ্য হলো, গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা কমিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ব্যবহার করে ডেটা সেন্টার চালানো। এই ডেটা সেন্টারগুলো মাইক্রোসফট ক্লাউড এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক কার্যক্রম সচল রাখবে।
এ কাজের জন্য যোগ্য কর্মী সংখ্যা অত্যন্ত সীমিত হবে বলেই ধারণা করা হচ্ছে। কারণ, মাইক্রোসফট এমন কোনো প্রার্থী খুঁজছে ‘যার পারমাণবিক প্রযুক্তি ও তা নিয়ন্ত্রণের বিষয়ে গভীর জ্ঞান আছে’। এ ছাড়া মাইক্রোসফটে কর্মরত বিভিন্ন টিমের সঙ্গে কাজ করতে সক্ষম এমন প্রার্থীকে গুরুত্ব দেওয়া হবে।
প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির প্রয়োজন এমন একজন ব্যক্তি যিনি সেসব জ্বালানি প্রযুক্তি নিয়ে গবেষণা ও উন্নয়নের কাজ করতে পারবেন যেগুলো এখনো বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি। এসবের মধ্যে একটি হতে পারে ফিউশন।
স্মল মডিউলার রিঅ্যাক্টর বা এসএমআর এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে মাত্র তিনটি অঞ্চলে ভবিষ্যতে এমন রিঅ্যাক্টর স্থাপনের কথা বিবেচনা করা হচ্ছে। অঞ্চল তিনটি হলো– টেনেসি, উটাহ এবং আলাস্কা।
মাইক্রোসফট যদি পরিকল্পনামাফিক অগ্রসর হয় তবে, যুক্তরাজ্যের ১০টি অঙ্গরাজ্যের ডেটা সেন্টারে এসএমআর স্থাপন করা সম্ভব। তবে প্রযুক্তিটি এখনো নতুন এবং প্রমাণিত না হওয়ায় যিনি এ পদে নিযুক্ত হবেন আগামী কয়েক বছর পর্যন্ত তাঁর দায়িত্ব হবে প্রাথমিক পর্যায়ের কাজগুলো করা ও প্রয়োজনীয় সরঞ্জাম এবং স্থানীয় বাসিন্দাদের অনুমোদন নেওয়া।
পারমাণবিক শক্তিকে সবচেয়ে সবুজ জ্বালানি বলে মনে করা হয়। কারণ, এতে কোনো ধরনের কার্বন নিঃসরণ হয় না। অবশ্য, এতে পারমাণবিক বর্জ্য উৎপন্ন হয়। এ ছাড়া এ ধরনের জ্বালানি উৎস ব্যবহারের ফলে মাইক্রোসফটের ডেটা সেন্টার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া হ্যাকারদের বড় টার্গেটে পরিণত হতে পারে।
ডেটা সেন্টারগুলোর জন্য নিজস্ব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এ লক্ষ্যে গত সপ্তাহে মাইক্রোসফট পারমাণবিক প্রযুক্তি কর্মসূচির প্রধান ব্যবস্থাপক নিয়োগের ঘোষণা দিয়েছে।
ব্রিটিশ প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম দ্য রেজিস্টারের প্রতিবেদন অনুযায়ী, নতুন পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির প্রধান কাজ হবে ছোট আকারের বহনযোগ্য মডুলার পারমাণবিক চুল্লি (এসএমআর) এবং ‘মাইক্রোরিঅ্যাক্টর এনার্জি স্ট্র্যাটেজি’ বাস্তবায়িত করা।
মাইক্রোসফটের এ পরিকল্পনার মূল লক্ষ্য হলো, গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা কমিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ব্যবহার করে ডেটা সেন্টার চালানো। এই ডেটা সেন্টারগুলো মাইক্রোসফট ক্লাউড এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক কার্যক্রম সচল রাখবে।
এ কাজের জন্য যোগ্য কর্মী সংখ্যা অত্যন্ত সীমিত হবে বলেই ধারণা করা হচ্ছে। কারণ, মাইক্রোসফট এমন কোনো প্রার্থী খুঁজছে ‘যার পারমাণবিক প্রযুক্তি ও তা নিয়ন্ত্রণের বিষয়ে গভীর জ্ঞান আছে’। এ ছাড়া মাইক্রোসফটে কর্মরত বিভিন্ন টিমের সঙ্গে কাজ করতে সক্ষম এমন প্রার্থীকে গুরুত্ব দেওয়া হবে।
প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির প্রয়োজন এমন একজন ব্যক্তি যিনি সেসব জ্বালানি প্রযুক্তি নিয়ে গবেষণা ও উন্নয়নের কাজ করতে পারবেন যেগুলো এখনো বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি। এসবের মধ্যে একটি হতে পারে ফিউশন।
স্মল মডিউলার রিঅ্যাক্টর বা এসএমআর এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে মাত্র তিনটি অঞ্চলে ভবিষ্যতে এমন রিঅ্যাক্টর স্থাপনের কথা বিবেচনা করা হচ্ছে। অঞ্চল তিনটি হলো– টেনেসি, উটাহ এবং আলাস্কা।
মাইক্রোসফট যদি পরিকল্পনামাফিক অগ্রসর হয় তবে, যুক্তরাজ্যের ১০টি অঙ্গরাজ্যের ডেটা সেন্টারে এসএমআর স্থাপন করা সম্ভব। তবে প্রযুক্তিটি এখনো নতুন এবং প্রমাণিত না হওয়ায় যিনি এ পদে নিযুক্ত হবেন আগামী কয়েক বছর পর্যন্ত তাঁর দায়িত্ব হবে প্রাথমিক পর্যায়ের কাজগুলো করা ও প্রয়োজনীয় সরঞ্জাম এবং স্থানীয় বাসিন্দাদের অনুমোদন নেওয়া।
পারমাণবিক শক্তিকে সবচেয়ে সবুজ জ্বালানি বলে মনে করা হয়। কারণ, এতে কোনো ধরনের কার্বন নিঃসরণ হয় না। অবশ্য, এতে পারমাণবিক বর্জ্য উৎপন্ন হয়। এ ছাড়া এ ধরনের জ্বালানি উৎস ব্যবহারের ফলে মাইক্রোসফটের ডেটা সেন্টার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া হ্যাকারদের বড় টার্গেটে পরিণত হতে পারে।
সৌরবিদ্যুতে চলা নতুন ল্যাপটপ উন্মোচন করল লেনেভো। স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এই কনসেপ্ট ল্যাপটপটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এটি ল্যাপটপটি ব্যবহারকারীদের বিদ্যুৎ তারের ওপর নির্ভরশীলতা কমাতে এবং বাইরের পরিবেশে কাজ করতে উৎসাহ দেবে।
৬ ঘণ্টা আগেআগামী পাঁচ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা অনার। এই বিনিয়োগের মাধ্যমে এআই চালিত উন্নত পিসি, ট্যাবলেট এবং ওয়্যারেবল (পরিধানযোগ্য) ডিভাইস তৈরি করতে চায় কোম্পানিটি। গতকাল রোববার বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল...
৯ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক, রেডিট এবং অনলাইন ছবি শেয়ারিং সাইট ইমগুরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের তথ্য কমিশনার অফিস (আইসিও)। শিশুদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও সুরক্ষায় প্ল্যাটফর্মগুলো যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে কি না, তা যাচাইয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগেব্যক্তিগত ও পেশাগত উভয় কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। তাই বিভিন্ন মেসেজের ভিড়ে জরুরি মেসেজগুলো নিচের দিকে দিকে চলে যায়। ফলে সেগুলো দ্রুত খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। প্ল্যাটফর্মটির ‘পিন মেসেজ’ ফিচার ব্যবহারের মাধ্যমে এই সমস্যা থেকে মুবতি পাওয়া যায়। কাঙ্ক্ষিত মেসেজ থ্রেডগুলো চ্যাট তালিকার...
১১ ঘণ্টা আগে