Ajker Patrika

অ্যাপলের ক্ল্যাসিক্যাল সংগীতের আলাদা স্ট্রিমিং অ্যাপ চালু 

প্রযুক্তি ডেস্ক
অ্যাপলের ক্ল্যাসিক্যাল সংগীতের আলাদা স্ট্রিমিং অ্যাপ চালু 

ক্ল্যাসিক্যাল সংগীতের আলাদা স্ট্রিমিং অ্যাপ ‘অ্যাপল মিউজিক ক্ল্যাসিক্যাল’ চালু করেছে অ্যাপল। ডাউনলোড করা যাচ্ছে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে। স্ট্রিমিং অ্যাপটিতে ৫০ লাখেরও বেশি গান রয়েছে। অ্যাপল মিউজিকের সাবস্ক্রিপশন সুবিধার মাধ্যমেই গান শোনা যাবে এতে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাপল জানিয়েছিল, এই অ্যাপে বিশ্বের সকল ক্ল্যাসিক্যাল সংগীতের বৃহত্তম ক্যাটালগ থাকবে। এ ছাড়া, এই অ্যাপে এমন এক ধরনের উন্নত সার্চের সুবিধা থাকবে যা অন্যান্য অ্যাপে নেই। অ্যাপল আরও জানিয়েছিল, অ্যাপল মিউজিকের সাবস্ক্রিপশনের মাধ্যমেই এই অ্যাপটিতে গান শোনা যাবে। ফলে কোনো অতিরিক্ত টাকা খরচ করতে হবে না ব্যবহারকারীদের।

২০২১ সালে মিউজিক সার্ভিস প্রাইমফোনিক অধিগ্রহণ করে অ্যাপল। এরপরই গত বছরের শেষ নাগাদ একটি ক্ল্যাসিক্যাল সংগীতভিত্তিক অ্যাপ প্রকাশ করার লক্ষ্য রেখেছিল প্রতিষ্ঠানটি। গত বছরের শেষ নাগাদ এটি চালু করা সম্ভব না হলেও শেষ পর্যন্ত এই লক্ষ্য বাস্তবায়ন হয়েছে অ্যাপলের।

সম্প্রতি অ্যাপল মিউজিকে সম্প্রতি দেখা দেয় নতুন এক ত্রুটি। এই ত্রুটির ফলে ব্যবহারকারীরা নিজের লাইব্রেরিতে ব্যবহারকারীর প্লেলিস্ট ও গান দেখতে পাচ্ছেন। রেডিটে এমন অভিযোগ জানিয়েছেন অনেক ব্যবহারকারী। এর মধ্যে কয়েকজন জানিয়েছেন, তাঁদের প্লেলিস্ট একেবারে উধাও বা অন্য কারও সঙ্গে অদলবদল হয়ে গেছে। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভের প্রতিবেদন অনুযায়ী, এই ত্রুটি শুধু আইওএস অপারেটিং সিস্টেমে চালিত অ্যাপল মিউজিক অ্যাপেই দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এটি আইক্লাউডজনিত কোনো সমস্যা। অনেকে রেডিটে লিখেছেন, অ্যাপটির ‘আইক্লাউড সিঙ্ক’ সুবিধা বন্ধ করে পুনরায় চালুর পর সমস্যার সমাধান হয়েছে। 

অতীতেও একই ধরনের ‘আইক্লাউড সিংক’ সমস্যার মুখে পড়েছিল অ্যাপল। আইফোন-১৩ উন্মোচনের পরপরই যাঁরা অন্য কোনো ফোন থেকে ডেটা স্থানান্তর করেছিলেন তাঁরা তাঁদের মিউজিক লাইব্রেরিতে আর প্রবেশ করতে পারছিলেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত