প্রযুক্তি ডেস্ক
ক্ল্যাসিক্যাল সংগীতের আলাদা স্ট্রিমিং অ্যাপ ‘অ্যাপল মিউজিক ক্ল্যাসিক্যাল’ চালু করেছে অ্যাপল। ডাউনলোড করা যাচ্ছে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে। স্ট্রিমিং অ্যাপটিতে ৫০ লাখেরও বেশি গান রয়েছে। অ্যাপল মিউজিকের সাবস্ক্রিপশন সুবিধার মাধ্যমেই গান শোনা যাবে এতে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাপল জানিয়েছিল, এই অ্যাপে বিশ্বের সকল ক্ল্যাসিক্যাল সংগীতের বৃহত্তম ক্যাটালগ থাকবে। এ ছাড়া, এই অ্যাপে এমন এক ধরনের উন্নত সার্চের সুবিধা থাকবে যা অন্যান্য অ্যাপে নেই। অ্যাপল আরও জানিয়েছিল, অ্যাপল মিউজিকের সাবস্ক্রিপশনের মাধ্যমেই এই অ্যাপটিতে গান শোনা যাবে। ফলে কোনো অতিরিক্ত টাকা খরচ করতে হবে না ব্যবহারকারীদের।
২০২১ সালে মিউজিক সার্ভিস প্রাইমফোনিক অধিগ্রহণ করে অ্যাপল। এরপরই গত বছরের শেষ নাগাদ একটি ক্ল্যাসিক্যাল সংগীতভিত্তিক অ্যাপ প্রকাশ করার লক্ষ্য রেখেছিল প্রতিষ্ঠানটি। গত বছরের শেষ নাগাদ এটি চালু করা সম্ভব না হলেও শেষ পর্যন্ত এই লক্ষ্য বাস্তবায়ন হয়েছে অ্যাপলের।
সম্প্রতি অ্যাপল মিউজিকে সম্প্রতি দেখা দেয় নতুন এক ত্রুটি। এই ত্রুটির ফলে ব্যবহারকারীরা নিজের লাইব্রেরিতে ব্যবহারকারীর প্লেলিস্ট ও গান দেখতে পাচ্ছেন। রেডিটে এমন অভিযোগ জানিয়েছেন অনেক ব্যবহারকারী। এর মধ্যে কয়েকজন জানিয়েছেন, তাঁদের প্লেলিস্ট একেবারে উধাও বা অন্য কারও সঙ্গে অদলবদল হয়ে গেছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভের প্রতিবেদন অনুযায়ী, এই ত্রুটি শুধু আইওএস অপারেটিং সিস্টেমে চালিত অ্যাপল মিউজিক অ্যাপেই দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এটি আইক্লাউডজনিত কোনো সমস্যা। অনেকে রেডিটে লিখেছেন, অ্যাপটির ‘আইক্লাউড সিঙ্ক’ সুবিধা বন্ধ করে পুনরায় চালুর পর সমস্যার সমাধান হয়েছে।
অতীতেও একই ধরনের ‘আইক্লাউড সিংক’ সমস্যার মুখে পড়েছিল অ্যাপল। আইফোন-১৩ উন্মোচনের পরপরই যাঁরা অন্য কোনো ফোন থেকে ডেটা স্থানান্তর করেছিলেন তাঁরা তাঁদের মিউজিক লাইব্রেরিতে আর প্রবেশ করতে পারছিলেন না।
ক্ল্যাসিক্যাল সংগীতের আলাদা স্ট্রিমিং অ্যাপ ‘অ্যাপল মিউজিক ক্ল্যাসিক্যাল’ চালু করেছে অ্যাপল। ডাউনলোড করা যাচ্ছে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে। স্ট্রিমিং অ্যাপটিতে ৫০ লাখেরও বেশি গান রয়েছে। অ্যাপল মিউজিকের সাবস্ক্রিপশন সুবিধার মাধ্যমেই গান শোনা যাবে এতে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাপল জানিয়েছিল, এই অ্যাপে বিশ্বের সকল ক্ল্যাসিক্যাল সংগীতের বৃহত্তম ক্যাটালগ থাকবে। এ ছাড়া, এই অ্যাপে এমন এক ধরনের উন্নত সার্চের সুবিধা থাকবে যা অন্যান্য অ্যাপে নেই। অ্যাপল আরও জানিয়েছিল, অ্যাপল মিউজিকের সাবস্ক্রিপশনের মাধ্যমেই এই অ্যাপটিতে গান শোনা যাবে। ফলে কোনো অতিরিক্ত টাকা খরচ করতে হবে না ব্যবহারকারীদের।
২০২১ সালে মিউজিক সার্ভিস প্রাইমফোনিক অধিগ্রহণ করে অ্যাপল। এরপরই গত বছরের শেষ নাগাদ একটি ক্ল্যাসিক্যাল সংগীতভিত্তিক অ্যাপ প্রকাশ করার লক্ষ্য রেখেছিল প্রতিষ্ঠানটি। গত বছরের শেষ নাগাদ এটি চালু করা সম্ভব না হলেও শেষ পর্যন্ত এই লক্ষ্য বাস্তবায়ন হয়েছে অ্যাপলের।
সম্প্রতি অ্যাপল মিউজিকে সম্প্রতি দেখা দেয় নতুন এক ত্রুটি। এই ত্রুটির ফলে ব্যবহারকারীরা নিজের লাইব্রেরিতে ব্যবহারকারীর প্লেলিস্ট ও গান দেখতে পাচ্ছেন। রেডিটে এমন অভিযোগ জানিয়েছেন অনেক ব্যবহারকারী। এর মধ্যে কয়েকজন জানিয়েছেন, তাঁদের প্লেলিস্ট একেবারে উধাও বা অন্য কারও সঙ্গে অদলবদল হয়ে গেছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভের প্রতিবেদন অনুযায়ী, এই ত্রুটি শুধু আইওএস অপারেটিং সিস্টেমে চালিত অ্যাপল মিউজিক অ্যাপেই দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এটি আইক্লাউডজনিত কোনো সমস্যা। অনেকে রেডিটে লিখেছেন, অ্যাপটির ‘আইক্লাউড সিঙ্ক’ সুবিধা বন্ধ করে পুনরায় চালুর পর সমস্যার সমাধান হয়েছে।
অতীতেও একই ধরনের ‘আইক্লাউড সিংক’ সমস্যার মুখে পড়েছিল অ্যাপল। আইফোন-১৩ উন্মোচনের পরপরই যাঁরা অন্য কোনো ফোন থেকে ডেটা স্থানান্তর করেছিলেন তাঁরা তাঁদের মিউজিক লাইব্রেরিতে আর প্রবেশ করতে পারছিলেন না।
বিশ্ববিখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল চলতি সপ্তাহেই তাদের মোট কর্মীর ২০ শতাংশেরও বেশি ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গ। এর ফলে ২০ হাজারেরও বেশি কর্মী চাকরি হারাতে পারেন, যা ইনটেলের ইতিহাসে অন্যতম বড় ছাঁটাই। প্রতিষ্ঠানটির খরচ কমানো এবং প্রশাসনিক জটিলতা
৫ ঘণ্টা আগেইন্টারনেট ব্যবহারে নতুন মাইলফলক ছুঁয়েছে এশিয়া মহাদেশ। এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপিএনআইসি) পরিচালিত গবেষণাগারের তথ্য অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় অঞ্চল হিসেবে ৫০ শতাংশ আইপিভি ৬ (ইন্টারনেট প্রটোকল ভার্সন-সিক্স) সক্ষমতা অর্জন করেছে এশিয়া। এর মধ্যে চীন ৪৫ দশমিক ২৮ শতাংশ, ভারত ৭৮ দশমিক ১৬
৫ ঘণ্টা আগেগ্রোক চ্যাটবটের নতুন ফিচার ‘গ্রোক ভিশন’ উন্মোচন করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কোনো পণ্য, সাইনবোর্ড বা ডকুমেন্টের দিকে তাক করলেই গ্রোক সেই বস্তু চিহ্নিত করে প্রশ্নের উত্তর দিতে পারবে।
৮ ঘণ্টা আগেগুগলের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের দায়ের করা অ্যান্টিট্রাস্ট মামলার চলমান বিচারকার্যে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। গত মঙ্গলবার ওপেনএআই-এর প্রোডাক্ট বিভাগের প্রধান নিক টারলি জানিয়েছেন, মার্কিন সরকার গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটকে জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘ক্রোম’ বিক্রির নির্দেশ দিলে সেটি কিনতে
১০ ঘণ্টা আগে