Ajker Patrika

এম ৪ চিপের নতুন আইম্যাক উন্মোচন করল অ্যাপল, দাম ও স্পেসিফিকেশন

আইম্যাক এখন আকর্ষণীয় ৭টি রঙে পাওয়া যাবে। ছবি: অ্যাপল
আইম্যাক এখন আকর্ষণীয় ৭টি রঙে পাওয়া যাবে। ছবি: অ্যাপল

নতুন প্রজন্মের এম ৪ চিপ সমৃদ্ধ ২৪ ইঞ্চির আইম্যাক উন্মোচন করেছে অ্যাপল। রেটিনা ডিসপ্লের এই আইম্যাক ছাড়াও নতুন টাচ আইডি সহ ম্যাজিক কিবোর্ড ও ইউএসবি সি পোর্ট সহ ম্যাজিক ট্র্যাকপ্যাড উন্মোচন করেছে।

অ্যাপলের নতুন ডেস্কটপ কম্পিউটারটি এম ৩ সমর্থিত আইম্যাক উন্মোচনের প্রায় এক বছর পর এল।

আইম্যাকের দাম ও রং

নতুন আইম্যাক ২৪ ইঞ্চি তিনটি সংস্করণে প্রিঅর্ডার নেওয়া শুরু করেছে অ্যাপল।

আইম্যাক ২৪ ইঞ্চির ৮ কোর সিপিইউ, ৮ কোর জিপিইউ, ১৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ১ হাজার ২৯৯ ডলার (প্রায় ১ লাখ ৫৫ হাজার ২৪৭ টাকা)।

আইম্যাক ২৪ ইঞ্চির ১০ কোর সিপিইউ, ১০ কোর জিপিইউ, ১৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ১ হাজার ৪৯৯ ডলার (প্রায় ১ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা)।

আইম্যাক ২৪ ইঞ্চির ১০ কোর সিপিইউ, ১০ কোর জিপিইউ, ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ১ হাজার ৬৯৯ ডলার (প্রায় ২ লাখ ৩ হাজার ৫৩ টাকা)।

আইম্যাক এখন আকর্ষণীয় ৭টি রঙে পাওয়া যাবে। সেগুলো হলো—ব্লু (নীল), গ্রিন (সবুজ), অরেঞ্জ (কমলা), পিংক (গোলাপি), পার্পল (বেগুনি), সিলভার (ধূসর), ইয়েলো (হলুদ)। নতুন আইম্যাক বাজারে পাওয়া যাবে আগামী ৮ নভেম্বর থেকে।

আইম্যাক ২৪ ইঞ্চি স্পেসিফিকেশন ও ফিচার

নতুন লঞ্চ হওয়া আইম্যাকে ৪ দশমিক ৫কে (৪,৪৮০ x ২,২৫০ পিক্সেল) রেটিনা ডিসপ্লে রয়েছে, যা ৫০০ নিটের পিক ব্রাইটনেস স্তর প্রদর্শন করতে সক্ষম। অ্যাপল জানায়, ডিসপ্লেটিকে ন্যানো-টেক্সচার ম্যাট গ্লাস ফিনিশসহ সেটআপ করতে পারবেন গ্রাহকেরা। এতে একটি আপডেটেড ১২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বা ওয়েবক্যাম রয়েছে এবং ১০৮০পি ভিডিও রেকর্ডিং সমর্থন করে।

অ্যাপল তাদের সর্বশেষ কম্পিউটারটিকে তাদের নতুন এম ৪ চিপ দিয়ে সজ্জিত করেছে, যা টিএসএমসি-এর ৩ ন্যানোমিটার প্রক্রিয়া প্রযুক্তিতে তৈরি। এটি ৮-কোর সিপিইউ বা ৮-কোর জিপিইউ এবং ১০-কোর সিপিইউ এবং ১০-কোর জিপিইউ অপশনে পাওয়া যাবে। এর র‍্যাম ৩২ জিবি এবং ইন্টারনাল স্টোরেজ ২ টিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। এম ৪ চিপে একটি ১৬-কোর নিউরাল ইঞ্জিন রয়েছে, যা অ্যাপল ইন্টেলিজেন্স বৈশিষ্ট্যগুলোর সমর্থন করে। অ্যাপল ইন্টেলিজেন্স মার্কিন যুক্তরাষ্ট্রে যোগ্য ডিভাইসে রোল আউট হতে শুরু করেছে।

নতুন আইম্যাকের কানেকটিভিটির মধ্যে রয়েছে—ওফাইফাই ৬ ই, ব্লুটুথ ৫.৩ সর্বাধিক চারটি থান্ডারবোল্ট ৪ বা ইউএসবি ৪ পোর্ট একটি ৩.৫ মিমি (মিলিমিটার) অডিও জ্যাক। এটি একটি গিগাবাইট ইথারনেট পোর্টের সঙ্গে সেটআপ করা যেতে পারে এবং অ্যাপলের সর্বশেষ ম্যাজিক কিবোর্ড (টাচ আইডি সহ), ম্যাজিক মাউস এবং ম্যাজিক ট্র্যাকপ্যাডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এসব অ্যাক্সেসরিজ ইউএসবি টাইপ সি পোর্ট দিয়ে আপডেট করা হয়েছে।

নতুন আইম্যাকের মডেলটিতে ছয়টি স্পিকার রয়েছে। এগুলো স্পেশিয়াল অডিও (ডলবি অ্যাটমস কনটেন্ট সহ) সমর্থন করে। সেই সঙ্গে একটি তিন-মাইক অ্যারে রয়েছে, যা দিকনির্দেশক বিমফর্মিং এবং ‘সিরি’ অ্যাসিস্টেন্টকে ডাকলে তা শনাক্তকরণ করতে পারবে। এর আয়তন ৫৪৭ x ৪৬১ x ১৪৭ মিমি এবং এরওজন ৪ দশমিক ৪৪ কেজি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত