বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের কাছে প্রিয় একটি অ্যাপ স্পটিফাই। বাংলাদেশেও এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত করে অ্যাপল মিউজিকের সঙ্গে তীব্র প্রতিযোগিতা করছে প্ল্যাটফর্মটি। এতে পছন্দমতো প্লে লিস্ট তৈরিরও সুবিধা রয়েছে। স্পটিফাইয়ের ফ্রি (বিনা মূল্যে ব্যবহারযোগ্য) ও প্রিমিয়াম উভয় সংস্করণেই প্লেলিস্ট তৈরি করে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করা যায়।
ব্যবহারকারী–বান্ধব অ্যাপটিতে খুব সহজেই প্লেলিস্ট তৈরি করা যায়। একাধিক ডিভাইসে এই প্লেলিস্ট ব্যবহার করা যাবে।
স্পটিফাই প্লে লিস্ট তৈরি করবেন যেভাবে
১. আপনার ফোনের স্পটিফাই অ্যাপে প্রবেশ করুন
২. এরপর নিচের দিকে থাকা ‘ইউওর লাইব্রেরি’ ট্যাবে ট্যাপ করুন
৩. এখন ওপরের ডান দিকে থাকা ‘+’ আইকোনে ট্যাপ করুন।
৪. নিচের দিকে একটি ছোট মেনু চালু হবে। মেনু থেকে ‘প্লে লিস্ট’ অপশনে ট্যাপ করুন।
৫. পছন্দের মতো প্লে লিস্টের নাম টাইপ করুন। এরপর ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন।
৬. এখন ‘অ্যাড টু দিস প্লেলিস্ট’ বাটনে ট্যাপ করুন। ফলে একটি নতুন পেজ চালু হবে।
৭. যেসব গান আপনি সম্প্রতি বেশি শুনেছেন তার তালিকা এই পেজে দেখাবে। এই তালিকা থেকে গান নির্বাচন করুন বা ওপরের সার্চ বক্সে পছন্দের মিউজিকের নাম টাইপ করে তা খুঁজে বের করুন।
৮. পছন্দের গান খুঁজে পাওয়ার পর সেটি প্লেলিস্টে যুক্ত করার জন্য মিউজিকটির পাশে থাকা ‘+’ আইকোনে ট্যাপ করুন।
এভাবে একটি একটি করে গান বা মিউজিক যুক্ত করে নিজের মতো করে প্লেলিস্ট সাজাতে পারবেন। এখন প্লে লিস্টটি লাইব্রেরি ট্যাব থেকে চালু করা যাবে।
প্লে লিস্টটি ডিফল্টভাবে পাবলিক সেটিংসে থাকবে। তবে এটি প্রাইভেটও করা যাবে। অর্থাৎ আপনি ছাড়া অন্য কেউ এই প্লেলিস্ট দেখতে পারবে না। এ জন্য প্লে লিস্টে প্রবেশ করে উলম্বভাবে থাকা ‘তিন ডট’ আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। মেনুটি স্ক্রল করে ‘মেক প্রাইভেট’ অপশন দেখতে পারবেন। এই অপশনে ট্যাপ করলেই প্লেলিস্টটি প্রাইভেট হবে।
স্পটিফাই প্লে লিস্ট এডিট করবেন যেভাবে
১. আপনার ফোনের স্পটিফাই অ্যাপে প্রবেশ করুন।
২. এরপর নিচের দিকে থাকা ‘ইউওর লাইব্রেরি’ ট্যাবে ট্যাপ করুন।
৩. যে প্লেলিস্ট থেকে মিউজিক সরিয়ে ফেলতে চান তা নির্বাচন করুন।
৪. প্লেলিস্টে ‘ইউ এডেড’ লেখার নিচে গানগুলোর ওপর ট্যাপ করুন। এখন প্লে লিস্টের সবগুলো তালিকা দেখা যাবে।
৫. যে গানটি বাদ দিতে চান তার পাশের উলম্বভাবে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘রিমুভ ফ্রম দিস প্লেলিস্ট’ অপশনে ট্যাপ করুন।
প্রিমিয়াম সাবস্ক্রিপশন না থাকলে একটি একটি করে প্লেলিস্ট থেকে গান মুছে ফেলতে হয়। আর প্লেলিস্টের গান শোনার মাঝে মাঝে বিজ্ঞাপনও দেওয়া হয়।
প্লে লিস্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যেভাবে
১. প্লে লিস্টে প্রবেশ করে উলম্বভাবে থাকা ‘তিন ডট’ আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
২. মেনু থেকে ‘শেয়ার’ বাটন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৩. এখন ‘কপি লিংক’ অপশনের মাধ্যমে লিংক কপি করে ও পছন্দের প্ল্যাটফর্মে পেস্ট করুন। অথবা তালিকা থেকে যে কোনো অ্যাপ নির্বাচন করে প্লেলিস্টটি শেয়ার করুন।
তথ্যসূত্র: ইকোনমিকস টাইমস
বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের কাছে প্রিয় একটি অ্যাপ স্পটিফাই। বাংলাদেশেও এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত করে অ্যাপল মিউজিকের সঙ্গে তীব্র প্রতিযোগিতা করছে প্ল্যাটফর্মটি। এতে পছন্দমতো প্লে লিস্ট তৈরিরও সুবিধা রয়েছে। স্পটিফাইয়ের ফ্রি (বিনা মূল্যে ব্যবহারযোগ্য) ও প্রিমিয়াম উভয় সংস্করণেই প্লেলিস্ট তৈরি করে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করা যায়।
ব্যবহারকারী–বান্ধব অ্যাপটিতে খুব সহজেই প্লেলিস্ট তৈরি করা যায়। একাধিক ডিভাইসে এই প্লেলিস্ট ব্যবহার করা যাবে।
স্পটিফাই প্লে লিস্ট তৈরি করবেন যেভাবে
১. আপনার ফোনের স্পটিফাই অ্যাপে প্রবেশ করুন
২. এরপর নিচের দিকে থাকা ‘ইউওর লাইব্রেরি’ ট্যাবে ট্যাপ করুন
৩. এখন ওপরের ডান দিকে থাকা ‘+’ আইকোনে ট্যাপ করুন।
৪. নিচের দিকে একটি ছোট মেনু চালু হবে। মেনু থেকে ‘প্লে লিস্ট’ অপশনে ট্যাপ করুন।
৫. পছন্দের মতো প্লে লিস্টের নাম টাইপ করুন। এরপর ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন।
৬. এখন ‘অ্যাড টু দিস প্লেলিস্ট’ বাটনে ট্যাপ করুন। ফলে একটি নতুন পেজ চালু হবে।
৭. যেসব গান আপনি সম্প্রতি বেশি শুনেছেন তার তালিকা এই পেজে দেখাবে। এই তালিকা থেকে গান নির্বাচন করুন বা ওপরের সার্চ বক্সে পছন্দের মিউজিকের নাম টাইপ করে তা খুঁজে বের করুন।
৮. পছন্দের গান খুঁজে পাওয়ার পর সেটি প্লেলিস্টে যুক্ত করার জন্য মিউজিকটির পাশে থাকা ‘+’ আইকোনে ট্যাপ করুন।
এভাবে একটি একটি করে গান বা মিউজিক যুক্ত করে নিজের মতো করে প্লেলিস্ট সাজাতে পারবেন। এখন প্লে লিস্টটি লাইব্রেরি ট্যাব থেকে চালু করা যাবে।
প্লে লিস্টটি ডিফল্টভাবে পাবলিক সেটিংসে থাকবে। তবে এটি প্রাইভেটও করা যাবে। অর্থাৎ আপনি ছাড়া অন্য কেউ এই প্লেলিস্ট দেখতে পারবে না। এ জন্য প্লে লিস্টে প্রবেশ করে উলম্বভাবে থাকা ‘তিন ডট’ আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। মেনুটি স্ক্রল করে ‘মেক প্রাইভেট’ অপশন দেখতে পারবেন। এই অপশনে ট্যাপ করলেই প্লেলিস্টটি প্রাইভেট হবে।
স্পটিফাই প্লে লিস্ট এডিট করবেন যেভাবে
১. আপনার ফোনের স্পটিফাই অ্যাপে প্রবেশ করুন।
২. এরপর নিচের দিকে থাকা ‘ইউওর লাইব্রেরি’ ট্যাবে ট্যাপ করুন।
৩. যে প্লেলিস্ট থেকে মিউজিক সরিয়ে ফেলতে চান তা নির্বাচন করুন।
৪. প্লেলিস্টে ‘ইউ এডেড’ লেখার নিচে গানগুলোর ওপর ট্যাপ করুন। এখন প্লে লিস্টের সবগুলো তালিকা দেখা যাবে।
৫. যে গানটি বাদ দিতে চান তার পাশের উলম্বভাবে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘রিমুভ ফ্রম দিস প্লেলিস্ট’ অপশনে ট্যাপ করুন।
প্রিমিয়াম সাবস্ক্রিপশন না থাকলে একটি একটি করে প্লেলিস্ট থেকে গান মুছে ফেলতে হয়। আর প্লেলিস্টের গান শোনার মাঝে মাঝে বিজ্ঞাপনও দেওয়া হয়।
প্লে লিস্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যেভাবে
১. প্লে লিস্টে প্রবেশ করে উলম্বভাবে থাকা ‘তিন ডট’ আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
২. মেনু থেকে ‘শেয়ার’ বাটন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৩. এখন ‘কপি লিংক’ অপশনের মাধ্যমে লিংক কপি করে ও পছন্দের প্ল্যাটফর্মে পেস্ট করুন। অথবা তালিকা থেকে যে কোনো অ্যাপ নির্বাচন করে প্লেলিস্টটি শেয়ার করুন।
তথ্যসূত্র: ইকোনমিকস টাইমস
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে