অনলাইন ডেস্ক
নীতি লঙ্ঘনের জন্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেটকে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। বিবিসি জানায়, টেটের অফিশিয়াল অ্যাকাউন্টগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
২০১৬ সালে রিয়েলিটি টিভি শো বিগ ব্রাদারে অংশ নিয়ে খ্যাতি অর্জন করেন সাবেক কিক-বক্সার অ্যান্ড্রু টেট। তবে একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হওয়ার পরে শো থেকে সরিয়ে দেওয়া হয় যা তাঁকে। ওই ভিডিওতে দেখা যায় টেটকে বেল্ট দিয়ে এক নারী আঘাত করছেন। যদিও তিনি দাবি করেন, ক্লিপটি সম্পাদনা করা হয়েছে।
এর পর থেকে তিনি আপত্তিকর ও বিদ্বেষজনক মন্তব্যের জন্য অনলাইনে আরও প্রভাব বিস্তার করেন। টেটের বানানো কনটেন্টে নারীদের লাঞ্ছিত হওয়ার জন্য ‘নিজেকে দায়ী’ মনে করার পরামর্শ দিয়েছিলেন তিনি।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলার আগে চার মিলিয়নেরও বেশি অনুসারী ছিল তাঁর। ক্যাম্পেইন গ্রুপ ‘হোপ নট হেট’ অ্যান্ড্রু টেটকে ‘তরুণদের জন্য হুমকি’ হিসেবে বর্ণনা করেছে এবং মেটার ‘দ্রুত’ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
তবে এই নিষেধাজ্ঞার বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য করেননি অ্যান্ড্রু টেট।
এদিকে টেট ও তাঁর বানানো ভিডিও জনপ্রিয় হয়ে উঠেছে ইউটিউব ও টিকটকে। তাঁর নামের হ্যাশট্যাগ ব্যবহার করা ভিডিওগুলো শুধু টিকটকেই ১৩ বিলিয়নেরও বেশি দেখা হয়েছে।
টেটের নিজের একটি অফিশিয়াল টিকটক অ্যাকাউন্ট না থাকার বিষয়ে এই প্ল্যাটফর্মের একজন মুখপাত্র বলেন, ‘নারীবিদ্বেষের মতো ঘৃণ্য মতাদর্শ টিকটকে প্রশ্রয় দেওয়া হয় না।’
নীতি লঙ্ঘনের জন্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেটকে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। বিবিসি জানায়, টেটের অফিশিয়াল অ্যাকাউন্টগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
২০১৬ সালে রিয়েলিটি টিভি শো বিগ ব্রাদারে অংশ নিয়ে খ্যাতি অর্জন করেন সাবেক কিক-বক্সার অ্যান্ড্রু টেট। তবে একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হওয়ার পরে শো থেকে সরিয়ে দেওয়া হয় যা তাঁকে। ওই ভিডিওতে দেখা যায় টেটকে বেল্ট দিয়ে এক নারী আঘাত করছেন। যদিও তিনি দাবি করেন, ক্লিপটি সম্পাদনা করা হয়েছে।
এর পর থেকে তিনি আপত্তিকর ও বিদ্বেষজনক মন্তব্যের জন্য অনলাইনে আরও প্রভাব বিস্তার করেন। টেটের বানানো কনটেন্টে নারীদের লাঞ্ছিত হওয়ার জন্য ‘নিজেকে দায়ী’ মনে করার পরামর্শ দিয়েছিলেন তিনি।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলার আগে চার মিলিয়নেরও বেশি অনুসারী ছিল তাঁর। ক্যাম্পেইন গ্রুপ ‘হোপ নট হেট’ অ্যান্ড্রু টেটকে ‘তরুণদের জন্য হুমকি’ হিসেবে বর্ণনা করেছে এবং মেটার ‘দ্রুত’ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
তবে এই নিষেধাজ্ঞার বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য করেননি অ্যান্ড্রু টেট।
এদিকে টেট ও তাঁর বানানো ভিডিও জনপ্রিয় হয়ে উঠেছে ইউটিউব ও টিকটকে। তাঁর নামের হ্যাশট্যাগ ব্যবহার করা ভিডিওগুলো শুধু টিকটকেই ১৩ বিলিয়নেরও বেশি দেখা হয়েছে।
টেটের নিজের একটি অফিশিয়াল টিকটক অ্যাকাউন্ট না থাকার বিষয়ে এই প্ল্যাটফর্মের একজন মুখপাত্র বলেন, ‘নারীবিদ্বেষের মতো ঘৃণ্য মতাদর্শ টিকটকে প্রশ্রয় দেওয়া হয় না।’
বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হয়। তবে ফোন হারিয়ে গেলে বা অন্য কারণে এসব মূল্যবান কথোপকথন বা গুরুত্বপূর্ণ ডেটা হারিয়ে যেতে পারে। তাই সঠিক সময়ে ব্যাকআপ করে রাখতে হয়। হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফিচারের মাধ্যমে সহজেই আপনার সমস্ত চ্যাট, মিডিয়া ফাইল ও ভয়েস...
৬ ঘণ্টা আগেজাপানি প্রতিষ্ঠান শিমাদজু করপোরেশন বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি ‘এথার ক্লক ওসি জিরো টু জিরো’। স্ট্রনটিয়াম অপটিক্যাল ল্যাটিস প্রযুক্তির এই ঘড়ি এক হাজার বছরে মাত্র এক সেকেন্ড বিচ্যুত হয়। গবেষণার জন্য তৈরি ঘড়িটির দাম ৩৩ লাখ ডলার।
২১ ঘণ্টা আগেগুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম–‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল এবং বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
১ দিন আগেবিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটি এর নির্মাতা ওপেনএআই–এর সঙ্গে পাঁচ বছরের অংশীদারত্ব ঘোষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই অংশীদারত্বের মাধ্যমে অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকেরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের সুবিধা পাবেন...
১ দিন আগে