অতিরিক্ত নিরাপত্তার জন্য গুগল অ্যাকাউন্টের সঙ্গে নিজের ফোন নম্বর যুক্ত করতে হয়। অন্য ডিভাইসে লগ ইন করার সময় সেই নম্বরে এসএমএসের মাধ্যমে ভ্যারিফিকেশন কোড পাঠায় গুগল। এই কোড ও পাসওয়ার্ড দিয়ে আরেকটি ডিভাইসে লগ ইন করা যায়। তবে অনেক সময় অ্যাকাউন্টে সঙ্গে সংশ্লিষ্ট নম্বরের পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এসব ক্ষেত্রে ফোন নম্বরটি আপডেট করতে হয়।
আইওএস, কম্পিউটার ও অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে গুগল অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ফোন নম্বর পরিবর্তন করা যায়। এসব ডিভাইসের মাধ্যমে গুগল অ্যাকাউন্টের ফোন নম্বর পরিবর্তন করা প্রক্রিয়া তুলে ধরা হল—
অ্যান্ড্রয়েড ফোন থেকে ফোন নম্বর পরিবর্তন করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে স্ক্রল করে ‘গুগল’ অপশনে ট্যাপ করুন।
৩. গুগল অ্যাকাউন্টের সেটিংস পেজ চালু করার জন্য ‘Manage your Google Account’ অপশনে ট্যাপ করুন।
৪. ওপরের দিকে থাকা ‘Personal info’ ট্যাবে ট্যাপ করুন।
৫. ‘Contact info’ সেকশনের নিচে থাকা ফোন নম্বরে ট্যাপ করুন।
৬. ফোন নম্বরের পাশে থাকা এডিট বাটনে (কলমের মতো বাটন) ট্যাপ করুন।
৭. এই ডিভাইস আপনার মালিকাধীন নাকি তা যাচাই করবে গুগল। এজন্য নীল রঙের ‘Continue’ বাটনে ট্যাপ করুন।
৮. ফোনের পাসকী, পাসওয়ার্ড, ফেইস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ডিভাইসটি আনলক করুন।
৯. এরপর ফোন নম্বর পরিবর্তনের জন্য নতুন একটি পেজ চালু হবে।
১০. আবার এডিট বাটনে ট্যাপ করুন।
১১. এবার ‘Update number’ অপশনে ট্যাপ করুন।
১২. নতুন ফোন নম্বরটি টাইপ করুন।
১৩. বাম পাশের নিচের দিকে থাকা ‘সিলেক্ট’ বাটনে ট্যাপ করুন। এর ফলে নতুন নম্বরটি গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হবে।
আইফোনে ও আইপ্যাড ফোন নম্বর পরিবর্তন করবেন যেভাবে
১. আইফোন ও আইপ্যাড থেকে জিমেইল বা ইউটিউবের মতো গুগল অ্যাপ চালু করুন। অথবা ব্রাউজার থেকে থেকে নিজের গুগল অ্যাকাউন্টে প্রবেশ করুন।
২. নিচের ডান দিকে থাকা অ্যাকাউন্টটির প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. নতুন একটি পেজ চালু হলে ওপরের দিকে থাকা নিজের অ্যাকাউন্টে ট্যাপ করুন।
৪. ‘Personal info’ ট্যাবে ট্যাপ করুন।
৫. কন্টাক্ট ইনফো এর নিচে ফোন নম্বরে ট্যাপ করুন।
৬. ফোন নম্বরের পাশা থাকা এডিট বাটনে ট্যাপ করুন।
এরপর অ্যান্ড্রয়েড ফোনের প্রক্রিয়াগুলোর একই ধাপগুলো অনুসরণ করুন।
ডেস্কটপ থেকে ফোন নম্বর পরিবর্তন করবেন যেভাবে
১. ব্রাউজার থেকে এ গিয়ে নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. বাম পাশের সাইডবার থেকে ‘Personal info’ ট্যাবে ক্লিক করুন।
৩. বাম পাশের ‘Contact info’ সেকশন থেকে ‘Phone’ অপশন খুঁজে বের করুন।
৪. ফোন নম্বরে ক্লিক করুন। এর ডান পাশে থাকা এডিট বাটনে (কলমের মতো বাটন) ক্লিক করুন।
৫. এই পর্যায়ে অ্যাকাউন্ট আপনার কিনা তা যাচাই করবে গুগল। এজন্য একটি নতুন পেজ চালু হবে।
৬. এই পেজে গিয়ে নিজের ইমেইল ও পাসওয়ার্ড দিতে হবে।
৭. আবার ফোন নম্বরের পাশে থাকা এডিট বাটনে ক্লিক করুন।
৮. একটি পপ আপ মেনু চালু হবে এর ডান পাশে থাকা ‘Update Number’ বাটনে ক্লিক করুন।
৯. নতুন নম্বরটি টাইপ করুন।
১০. ‘Select’ বাটনে ক্লিক করুন। এর মাধ্যমে আপনার ফোন নম্বরটি আপডেট হবে।
অতিরিক্ত নিরাপত্তার জন্য গুগল অ্যাকাউন্টের সঙ্গে নিজের ফোন নম্বর যুক্ত করতে হয়। অন্য ডিভাইসে লগ ইন করার সময় সেই নম্বরে এসএমএসের মাধ্যমে ভ্যারিফিকেশন কোড পাঠায় গুগল। এই কোড ও পাসওয়ার্ড দিয়ে আরেকটি ডিভাইসে লগ ইন করা যায়। তবে অনেক সময় অ্যাকাউন্টে সঙ্গে সংশ্লিষ্ট নম্বরের পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এসব ক্ষেত্রে ফোন নম্বরটি আপডেট করতে হয়।
আইওএস, কম্পিউটার ও অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে গুগল অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ফোন নম্বর পরিবর্তন করা যায়। এসব ডিভাইসের মাধ্যমে গুগল অ্যাকাউন্টের ফোন নম্বর পরিবর্তন করা প্রক্রিয়া তুলে ধরা হল—
অ্যান্ড্রয়েড ফোন থেকে ফোন নম্বর পরিবর্তন করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে স্ক্রল করে ‘গুগল’ অপশনে ট্যাপ করুন।
৩. গুগল অ্যাকাউন্টের সেটিংস পেজ চালু করার জন্য ‘Manage your Google Account’ অপশনে ট্যাপ করুন।
৪. ওপরের দিকে থাকা ‘Personal info’ ট্যাবে ট্যাপ করুন।
৫. ‘Contact info’ সেকশনের নিচে থাকা ফোন নম্বরে ট্যাপ করুন।
৬. ফোন নম্বরের পাশে থাকা এডিট বাটনে (কলমের মতো বাটন) ট্যাপ করুন।
৭. এই ডিভাইস আপনার মালিকাধীন নাকি তা যাচাই করবে গুগল। এজন্য নীল রঙের ‘Continue’ বাটনে ট্যাপ করুন।
৮. ফোনের পাসকী, পাসওয়ার্ড, ফেইস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ডিভাইসটি আনলক করুন।
৯. এরপর ফোন নম্বর পরিবর্তনের জন্য নতুন একটি পেজ চালু হবে।
১০. আবার এডিট বাটনে ট্যাপ করুন।
১১. এবার ‘Update number’ অপশনে ট্যাপ করুন।
১২. নতুন ফোন নম্বরটি টাইপ করুন।
১৩. বাম পাশের নিচের দিকে থাকা ‘সিলেক্ট’ বাটনে ট্যাপ করুন। এর ফলে নতুন নম্বরটি গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হবে।
আইফোনে ও আইপ্যাড ফোন নম্বর পরিবর্তন করবেন যেভাবে
১. আইফোন ও আইপ্যাড থেকে জিমেইল বা ইউটিউবের মতো গুগল অ্যাপ চালু করুন। অথবা ব্রাউজার থেকে থেকে নিজের গুগল অ্যাকাউন্টে প্রবেশ করুন।
২. নিচের ডান দিকে থাকা অ্যাকাউন্টটির প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. নতুন একটি পেজ চালু হলে ওপরের দিকে থাকা নিজের অ্যাকাউন্টে ট্যাপ করুন।
৪. ‘Personal info’ ট্যাবে ট্যাপ করুন।
৫. কন্টাক্ট ইনফো এর নিচে ফোন নম্বরে ট্যাপ করুন।
৬. ফোন নম্বরের পাশা থাকা এডিট বাটনে ট্যাপ করুন।
এরপর অ্যান্ড্রয়েড ফোনের প্রক্রিয়াগুলোর একই ধাপগুলো অনুসরণ করুন।
ডেস্কটপ থেকে ফোন নম্বর পরিবর্তন করবেন যেভাবে
১. ব্রাউজার থেকে এ গিয়ে নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. বাম পাশের সাইডবার থেকে ‘Personal info’ ট্যাবে ক্লিক করুন।
৩. বাম পাশের ‘Contact info’ সেকশন থেকে ‘Phone’ অপশন খুঁজে বের করুন।
৪. ফোন নম্বরে ক্লিক করুন। এর ডান পাশে থাকা এডিট বাটনে (কলমের মতো বাটন) ক্লিক করুন।
৫. এই পর্যায়ে অ্যাকাউন্ট আপনার কিনা তা যাচাই করবে গুগল। এজন্য একটি নতুন পেজ চালু হবে।
৬. এই পেজে গিয়ে নিজের ইমেইল ও পাসওয়ার্ড দিতে হবে।
৭. আবার ফোন নম্বরের পাশে থাকা এডিট বাটনে ক্লিক করুন।
৮. একটি পপ আপ মেনু চালু হবে এর ডান পাশে থাকা ‘Update Number’ বাটনে ক্লিক করুন।
৯. নতুন নম্বরটি টাইপ করুন।
১০. ‘Select’ বাটনে ক্লিক করুন। এর মাধ্যমে আপনার ফোন নম্বরটি আপডেট হবে।
যুক্তরাজ্যে পর্নোগ্রাফি দেখতে হলে এখন থেকে বয়স যাচাইয়ের জন্য সেলফি কিংবা ছবিসহ আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) থেকে কার্যকর হওয়া সরকারের নতুন নিয়ম অনুযায়ী, পর্নো কনটেন্ট প্রকাশ বা প্রদর্শনকারী যেকোনো ওয়েবসাইটকে ‘ব্যাপকভাবে কার্যকর’ বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করতে হবে।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় চলতি মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) প্রশ্ন মানুষের মতো সমাধান করে ‘স্বর্ণপদকের মান’ (গোল্ড স্ট্যান্ডার্ড) অর্জন করেছে গুগল ডিপমাইন্ডের তৈরি একটি চ্যাটবট এআই সিস্টেম। ছয়টি সমস্যার মধ্যে পাঁচটির সমাধান করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমবারের মতো এমন উচ্চস্তরের পারফরম্যা
৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে সহযোগিতা বাড়াতে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব করছে চীন। গতকাল শনিবার শাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স’-এ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই প্রস্তাব দেন।
৫ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের মূল প্রতিষ্ঠান মেটা চলতি বছরের অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করে দেবে। নতুন আইনকে ‘অকার্যকরযোগ্য’ দাবি করে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
৫ ঘণ্টা আগে