দ্রুত কোম্পানির কার্যক্রম পরিচালনা করতে পারে চ্যাটজিপিটি। সাশ্রয়ী উপায়ে ও মানুষের বড় হস্তক্ষেপ ছাড়াই এটা করা যায়। এক গবেষণায় দেখা গেছে, নির্দেশনা পেয়ে সাত মিনিটের মধ্যে কল্পিত কোম্পানির সফটওয়ার তৈরি করেছে চ্যাটজিপিটি। এই প্রক্রিয়ায় ব্যয় হয়েছে এক ডলারেরও কম। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইনসাইডারের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
কোনো প্রশিক্ষণ ছাড়া চ্যাটজিপিটির সর্বাধুনিক ৩.৫ ভার্সন সফটওয়্যার তৈরির প্রক্রিয়া সম্পন্ন করতে পারে কিনা তা দেখতে পরীক্ষা-নিরীক্ষা চালান যুক্তরাষ্ট্রের ব্রাউন ও চীনের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।
গবেষণাপত্রে বলা হয়, এই পরীক্ষার জন্য প্রথমে ‘চ্যাটডেভ’ নামে কাল্পনিক সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি তৈরি করা হয়। এরপর ওয়াটারফল মডেলের (সফটওয়্যার তৈরি করার জন্য একটি অনুক্রমিক পদ্ধতি) ওপর ভিত্তি করে ডিজাইনিং, কোডিং, টেস্টিং ও ডকুমেন্টিং– এই চারটি ধাপে কোম্পানিকে বিভক্ত করা হয়।
এ পর্যায়ে এআই বটকে নির্দিষ্ট ভূমিকা পালনের জন্য ‘গুরুত্বপূর্ণ বিবরণ’সহ নির্দেশনা দেওয়া হয়। ‘নির্ধারিত কাজ ও ভূমিকা’, ‘যোগাযোগের প্রটোকল’, ‘কাজ শেষের মানদণ্ড’ ও ‘সীমাবদ্ধতা’ ইত্যাদি সব গুরুত্বপূর্ণ বিষয় বিবরণে অন্তর্ভুক্ত।
এআই বটকে বিভিন্ন পদ দেওয়ার পর প্রতিটি বট নিজ নিজ কাজে নিয়োজিত হয়। উদাহরণস্বরূপ- চ্যাটডেভের ‘নকশা’ করার স্তরে ‘সিইও’ ও ‘সিটিও’ আর ‘কোডিং’ করার স্তরে ‘প্রোগ্রামার’ ও ‘আর্ট ডিজাইনার’ কাজ করে।
মানুষের ন্যূনতম হস্তক্ষেপে প্রতিটি স্তরে এআই কর্মীরা নিজেদের সঙ্গে চ্যাট করে ও সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়ার নির্দিষ্ট অংশের কাজ সম্পন্ন করে। প্রোগ্রামিং ভাষা থেকে শুরু করে কোডের অভ্যন্তরীণ বাগ সনাক্তসহ সফটওয়্যার তৈরি পর্যন্ত সব সিদ্ধান্ত নেয় এই এআই বট।
গবেষকেরা বিভিন্ন প্রেক্ষাপটে সফটওয়্যার তৈরির পরীক্ষা করেন। প্রতিটি ধরনের সফটওয়্যার তৈরিতে কত সময় লাগে ও খরচ হয় তা বিশ্লেষণ করা হয়।
চ্যাটডেভকে বেসিক’ গোমোকু’ বোর্ড গেমের নকশা তৈরির নির্দেশনা দেয় গবেষকেরা। এতে দেখা যায়, চ্যাটডেভকে ৭০টি কাজ দেওয়ার পর প্রতিটি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়া সারতে ৭ মিনিট লেগেছে এবং এক ডলারের চেয়ে কম খরচে কাজটি শেষ হয়েছে।
গবেষণাপত্রে বলা হয়, এআই চ্যাটবট দ্বারা উৎপাদিত সফটওয়্যার সিস্টেমগুলোর প্রায় ৮৮ দশমিক ৬৬ শতাংশ ‘ত্রুটিহীনভাবে কার্যকর’ হয়েছে।
গবেষকেরা বলছে, গবেষণায় প্রমাণিত হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়ার ক্ষেত্রে চ্যাটডেভের দক্ষতা ও ব্যয় সাশ্রয়ের ক্ষমতা রয়েছে। চ্যাটজিপিটির মত এআই প্রযুক্তি নির্দিষ্ট কাজ সম্পাদন করতে সক্ষম বলে গবেষণার ফলাফলে প্রমাণ মিলে।
টুলটি গত বছরে নভেম্বরে আসার পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা সময় বাঁচাতে ও উৎপাদন বৃদ্ধি করতে এই প্রযুক্তি ব্যবহার করছে। কোডারদের ব্যক্তিগত ও পেশাদার জীবনে সহায়তা করছে এআইভিত্তিক জেনারেটিভ এআই টুল।
চ্যাটজিপিটি ব্যবহার করে বাসা খোঁজার প্রোগ্রাম তৈরি করেছেন বার্লিনের ড্যানিয়াল ডিপহোল্ড নামের এক কোডার। সফটওয়্যার তৈরির জন্য অ্যামাজনের কর্মীরাও চ্যাটজিপিটি ব্যবহার করেন।
সফটওয়্যার তৈরির ক্ষেত্রে এই টুলের ‘ল্যাংগুয়েজ মডেলের’ ত্রুটিসহ নানা সীমাবদ্ধতা উঠে এসেছে এই গবেষণায়। তবে বাস্তব জীবনে এই টুল জুনিয়র প্রোগ্রামার ও ইঞ্জিনিয়ারদের কাজে আসবে বলে গবেষকেরা দাবি করছেন।
দ্রুত কোম্পানির কার্যক্রম পরিচালনা করতে পারে চ্যাটজিপিটি। সাশ্রয়ী উপায়ে ও মানুষের বড় হস্তক্ষেপ ছাড়াই এটা করা যায়। এক গবেষণায় দেখা গেছে, নির্দেশনা পেয়ে সাত মিনিটের মধ্যে কল্পিত কোম্পানির সফটওয়ার তৈরি করেছে চ্যাটজিপিটি। এই প্রক্রিয়ায় ব্যয় হয়েছে এক ডলারেরও কম। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইনসাইডারের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
কোনো প্রশিক্ষণ ছাড়া চ্যাটজিপিটির সর্বাধুনিক ৩.৫ ভার্সন সফটওয়্যার তৈরির প্রক্রিয়া সম্পন্ন করতে পারে কিনা তা দেখতে পরীক্ষা-নিরীক্ষা চালান যুক্তরাষ্ট্রের ব্রাউন ও চীনের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।
গবেষণাপত্রে বলা হয়, এই পরীক্ষার জন্য প্রথমে ‘চ্যাটডেভ’ নামে কাল্পনিক সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি তৈরি করা হয়। এরপর ওয়াটারফল মডেলের (সফটওয়্যার তৈরি করার জন্য একটি অনুক্রমিক পদ্ধতি) ওপর ভিত্তি করে ডিজাইনিং, কোডিং, টেস্টিং ও ডকুমেন্টিং– এই চারটি ধাপে কোম্পানিকে বিভক্ত করা হয়।
এ পর্যায়ে এআই বটকে নির্দিষ্ট ভূমিকা পালনের জন্য ‘গুরুত্বপূর্ণ বিবরণ’সহ নির্দেশনা দেওয়া হয়। ‘নির্ধারিত কাজ ও ভূমিকা’, ‘যোগাযোগের প্রটোকল’, ‘কাজ শেষের মানদণ্ড’ ও ‘সীমাবদ্ধতা’ ইত্যাদি সব গুরুত্বপূর্ণ বিষয় বিবরণে অন্তর্ভুক্ত।
এআই বটকে বিভিন্ন পদ দেওয়ার পর প্রতিটি বট নিজ নিজ কাজে নিয়োজিত হয়। উদাহরণস্বরূপ- চ্যাটডেভের ‘নকশা’ করার স্তরে ‘সিইও’ ও ‘সিটিও’ আর ‘কোডিং’ করার স্তরে ‘প্রোগ্রামার’ ও ‘আর্ট ডিজাইনার’ কাজ করে।
মানুষের ন্যূনতম হস্তক্ষেপে প্রতিটি স্তরে এআই কর্মীরা নিজেদের সঙ্গে চ্যাট করে ও সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়ার নির্দিষ্ট অংশের কাজ সম্পন্ন করে। প্রোগ্রামিং ভাষা থেকে শুরু করে কোডের অভ্যন্তরীণ বাগ সনাক্তসহ সফটওয়্যার তৈরি পর্যন্ত সব সিদ্ধান্ত নেয় এই এআই বট।
গবেষকেরা বিভিন্ন প্রেক্ষাপটে সফটওয়্যার তৈরির পরীক্ষা করেন। প্রতিটি ধরনের সফটওয়্যার তৈরিতে কত সময় লাগে ও খরচ হয় তা বিশ্লেষণ করা হয়।
চ্যাটডেভকে বেসিক’ গোমোকু’ বোর্ড গেমের নকশা তৈরির নির্দেশনা দেয় গবেষকেরা। এতে দেখা যায়, চ্যাটডেভকে ৭০টি কাজ দেওয়ার পর প্রতিটি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়া সারতে ৭ মিনিট লেগেছে এবং এক ডলারের চেয়ে কম খরচে কাজটি শেষ হয়েছে।
গবেষণাপত্রে বলা হয়, এআই চ্যাটবট দ্বারা উৎপাদিত সফটওয়্যার সিস্টেমগুলোর প্রায় ৮৮ দশমিক ৬৬ শতাংশ ‘ত্রুটিহীনভাবে কার্যকর’ হয়েছে।
গবেষকেরা বলছে, গবেষণায় প্রমাণিত হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়ার ক্ষেত্রে চ্যাটডেভের দক্ষতা ও ব্যয় সাশ্রয়ের ক্ষমতা রয়েছে। চ্যাটজিপিটির মত এআই প্রযুক্তি নির্দিষ্ট কাজ সম্পাদন করতে সক্ষম বলে গবেষণার ফলাফলে প্রমাণ মিলে।
টুলটি গত বছরে নভেম্বরে আসার পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা সময় বাঁচাতে ও উৎপাদন বৃদ্ধি করতে এই প্রযুক্তি ব্যবহার করছে। কোডারদের ব্যক্তিগত ও পেশাদার জীবনে সহায়তা করছে এআইভিত্তিক জেনারেটিভ এআই টুল।
চ্যাটজিপিটি ব্যবহার করে বাসা খোঁজার প্রোগ্রাম তৈরি করেছেন বার্লিনের ড্যানিয়াল ডিপহোল্ড নামের এক কোডার। সফটওয়্যার তৈরির জন্য অ্যামাজনের কর্মীরাও চ্যাটজিপিটি ব্যবহার করেন।
সফটওয়্যার তৈরির ক্ষেত্রে এই টুলের ‘ল্যাংগুয়েজ মডেলের’ ত্রুটিসহ নানা সীমাবদ্ধতা উঠে এসেছে এই গবেষণায়। তবে বাস্তব জীবনে এই টুল জুনিয়র প্রোগ্রামার ও ইঞ্জিনিয়ারদের কাজে আসবে বলে গবেষকেরা দাবি করছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফ্লাফি বা তুলতুলে রোবট জাপানে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই রোবট পোষা প্রাণীর মতো আচরণ করে। ব্যবহারকারীর সঙ্গে তার মিথস্ক্রিয়ার ওপর নির্ভর করে ‘মোফলিন’ নামের এই রোবটের স্বতন্ত্র ব্যক্তিত্ব ও আচরণ গড়ে ওঠে।
১৭ মিনিট আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে মধ্যে তুমুল প্রতিযোগিতায় বেশ পিছিয়ে রয়েছে অ্যাপল। কারণ, এখন পর্যন্ত এআইভিত্তিক কোনো উল্লেখযোগ্য ফিচার আনতে পারেনি প্রতিষ্ঠানটি। তবে সম্প্রতি সেই ধারা বদলাতে উদ্যোগী হয়েছে অ্যাপল। চ্যাটজিপিটির মতো একটি এআই অ্যাপ তৈরির লক্ষ্য নিয়ে নতুন একটি বিশেষ দল গঠন করেছে..
২ ঘণ্টা আগেইনস্টাগ্রাম ও টিকটকের মতো কোলাব ফিচার আনছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এই ফিচারের মাধ্যমে ভিডিওতে সরাসরি কোলাবোরেটরদের ট্যাগ করা যাবে। ইউটিউবের হেল্প ফোরামে এ তথ্য জানান গুগলের এক কর্মী।
৪ ঘণ্টা আগেক্যারিয়ার পরামর্শ, মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক বা অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে আলাপ করেন অনেকেই। তবে সম্প্রতি জানা যায়, প্রায় সাড়ে চার হাজারেরও বেশি ব্যক্তিগত কথোপকথন গুগলসহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে দেখা যাচ্ছিল। সমস্যাটি বর্তমানে ঠিক করা হলেও ব্যবহারকারীদের অনলাইন গোপনীয়তা..
৬ ঘণ্টা আগে