Ajker Patrika

গুগল ব্যবহার করে মাইক্রোসফট অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি করছে হ্যাকাররা

অনলাইন ডেস্ক
হ্যাকাররা বিভিন্ন কৌশল ব্যবহার করে গুগল সার্চের মাধ্যমে মাইক্রোসফটের অ্যাকাউন্ট পাসওয়ার্ড চুরি করছে। ছবি: টেকটকস
হ্যাকাররা বিভিন্ন কৌশল ব্যবহার করে গুগল সার্চের মাধ্যমে মাইক্রোসফটের অ্যাকাউন্ট পাসওয়ার্ড চুরি করছে। ছবি: টেকটকস

গুগল সার্চে ম্যালেসিয়াস বা ক্ষতিকর বিজ্ঞাপন ব্যবহার করে ব্যবহারকারীর মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্টের লগইন তথ্য চুরি করার চেষ্টা করছে হ্যাকাররা। এই বিষয়টি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘ম্যালওয়ারবাইটস’ এর নজরে এসেছে। প্রতিষ্ঠানটি বলছে, গুগল সার্চের বিজ্ঞাপনগুলোর মধ্যে ক্ষতিকারক লিংক প্রবেশ করানো হচ্ছে। গুগলের নিরাপত্তা ব্যবস্থা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছে।

ম্যালওয়ারবাইটস এর গবেষকেরা বলেন, হ্যাকাররা বিভিন্ন কৌশল ব্যবহার করে সাইটের ট্রাফিক আড়াল করার চেষ্টা করছে। এর ফলে হ্যাকারদের কার্যকলাপ শনাক্ত করতে পারে না নিরাপত্তাবিষয়ক স্ক্যানারগুলো। যারা ভিপিএন ব্যবহার করে, তাদের একটি ‘সাদা পৃষ্ঠা’ দেখানো হয় যেখানে মিথ্যা মার্কেটিংয়ের প্রচারণা থাকে। সেখানে মানুষ নাকি রোবট যাচাইয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হয়। এই পরীক্ষায় যারা ‘প্রকৃত’ ব্যবহারকারী হিসেবে শনাক্ত হয়, তাদের একটি ভুয়া মাইক্রোসফট অ্যাডস প্ল্যাটফর্ম লগইন পৃষ্ঠায় নিয়ে যাওয়া হয়। এই পেজটিও একটি ম্যালেসিয়াস বা ক্ষতিকর ডোমেইন। সেখানে একটি ভুল বার্তা দেখিয়ে ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তন করতে প্ররোচিত করা হয়। এই পৃষ্ঠাটি টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২ এফএ) সুরক্ষা পদ্ধতিও বাইপাস করার চেষ্টা করে।

ম্যালওয়ারবাইটস এর গবেষণার প্রধান জেরোম সেগুরা বলেন, ব্যবহারকারীদের উচিত এই ধরনের মিথ্যা পৃষ্ঠা থেকে সতর্ক থাকা এবং সন্দেহজনক কোনো ওয়েবসাইটে তাদের লগইন তথ্য না দেওয়া।

ব্যবহারকারীদের তথ্য নিরাপদ রাখতে কিছু পরামর্শও দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। সেগুলো হলো—

সাইট চেক করুন: লগইন তথ্য দেওয়ার আগে সাইটের ঠিকানা ভালো করে যাচাই করুন।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করুন: ২ এফএ ফিচারটি যথাযথভাবে ব্যবহার করুন এবং এই ফিচারটি যাচাই করার কোনো পেজ যাচাইয়ের আগে কিছুর অনুমতি দেওয়া যাবে না।

অ্যাকাউন্ট নজরদারি করুন: আপনার অ্যাডভারটাইজিং অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিক বা অবৈধ কার্যকলাপ থাকলে তা দ্রুত নজর দিন।

সন্দেহজনক বিজ্ঞাপনগুলো রিপোর্ট করুন: যদি আপনি কোনো সন্দেহজনক বিজ্ঞাপন দেখেন, তাহলে সেটি রিপোর্ট করুন। এর ফলে অন্যদের সুরক্ষা নিশ্চিত করা যায়।

গুগল জানিয়েছে, এই ধরনের ম্যালেসিয়াস বিজ্ঞাপনগুলো সম্পর্কে সচেতন এবং সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। তারা প্রাসঙ্গিক অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করে এবং তাদের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে। এই ঘটনার মাধ্যমে এটি পরিষ্কার যে, একটি শক্তিশালী পাসওয়ার্ডের খুব বেশি গুরুত্বপূর্ণ এবং একটি ভালো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করাও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত