Ajker Patrika

ইরানভিত্তিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৮: ১৩
ইরানভিত্তিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা 

ইরানভিত্তিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। গত বৃহস্পতিবার মেটার তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে স্কটিশ স্বাধীনতাকামীদের সমর্থনে বিভিন্ন কনটেন্ট প্রকাশ করা হতো। 

মেটার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানভিত্তিক এসব অ্যাকাউন্টগুলো ব্যবহার করে একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরেই তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। এর মাধ্যমে তাঁরা স্কটল্যান্ডের স্থানীয় পরিচয়ে যুক্তরাজ্যের সরকারের সমালোচনা করে বিভিন্ন ছবি, লেখা ও মিমস ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করে থাকে। 

শুধু তাই নয়, নিজেদের স্কটিশ নাগরিক প্রমাণ করতে তারা যুক্তরাজ্যের শহর ও ফুটবল খেলা নিয়েও পোস্ট করত। 

মেটা জানায়, এই অ্যাকাউন্টগুলোর প্রোফাইলে যুক্তরাজ্য ও ইরাকের মিডিয়া ব্যক্তিত্ব এবং তারকাদের ছবি ব্যবহার করা হয়েছে। তবে কিছু প্রোফাইলের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েও তৈরি করা হয়েছে। 

২০১৪ সালে স্কটিশ স্বাধীনতার ওপর একটি গণভোট অনুষ্ঠিত হয়। যেখানে ৫৫-৪৫ শতাংশ ভোটে যুক্তরাজ্যের সঙ্গে থাকার পক্ষে সায় দেয় স্কটিশরা। তবে ব্রেক্সিটের ঘটনা ও ব্রিটিশ সরকারের মহামারি নিয়ন্ত্রণ ব্যবস্থায় অসন্তুষ্ট স্কটিশ স্বাধীনতাকামীরা দ্বিতীয়বার গণভোটের দাবি তুলেছে। 

এ কার্যক্রমের সঙ্গে ইরানের ব্যক্তিদের সঙ্গে যোগসূত্র পাওয়া গেছে বলে জানিয়েছে মেটা। তাঁদের অনেকেই ইরানে বিদেশি ভাষা হিসাবে ইংরেজি শেখানোর কাজ করে থাকেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

গত ডিসেম্বরেও এ ধরনের কার্যক্রম চালানোর অভিযোগে মেক্সিকো ও তুরস্কভিত্তিক দুটি নেটওয়ার্ক বন্ধ করে দেয় মেটা। এ নেটওয়ার্ক দুটি ব্যবহার করে ফেসবুক এর মাধ্যমে লাতিন আমেরিকা ও আফ্রিকার কিছু দেশ নিয়ে উসকানিমূলক কার্যক্রম চালানো হতো।

প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাল মিষ্টি বিতরণে বারণ করেছিলেন, আজ মনোনয়ন স্থগিত—কে এই কামাল জামান

নীলফামারীতে হচ্ছে চীনা সরকারের উপহার ১০০০ শয্যার হাসপাতাল

‘তোমার জন্যই খুন করেছি’, স্ত্রীকে হত্যার পর প্রেমিকাকে সার্জনের বার্তা

প্রতীক পেল এনসিপি, বাসদ মার্ক্সবাদী ও আমজনগণ

ট্রাকের নিচে ঢুকে গেল অটোরিকশা, কলেজশিক্ষার্থীসহ নিহত ৬

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ