Ajker Patrika

‘নেক্সট গেমস’ কিনে নিচ্ছে নেটফ্লিক্স

প্রযুক্তি ডেস্ক
‘নেক্সট গেমস’ কিনে নিচ্ছে নেটফ্লিক্স

ফিনল্যান্ডভিত্তিক মোবাইল গেমস নির্মাতা প্রতিষ্ঠান ‘নেক্সট গেমস’ কিনে নিতে চায় মার্কিন অনলাইন সম্প্রচার প্রতিষ্ঠান নেটফ্লিক্স। এই বিষয়ে একটি প্রস্তাব এরই মধ্যে ‘নেক্সট গেমস’-এর কাছে পাঠিয়েছে নেটফ্লিক্স। বুধবার এক বিবৃতিতে এ মোবাইল গেমস নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের নভেম্বরেই গেমিং বাজারে প্রবেশ করেছে নেটফ্লিক্স। এবার তাঁদের লক্ষ্য ফিনল্যান্ডের এই প্রতিষ্ঠানটির ওপর। নেক্সট গেমসে প্রায় ৬৫ মিলিয়ন ইউরো বিনিয়োগ করার পরিকল্পনা করছে।

নেটফ্লিক্সের গেমিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল ভার্দু জানিয়েছেন, নেটফ্লিক্সের অভ্যন্তরীণ গেম স্টুডিও প্রসারিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। নেক্সট গেমসের সঙ্গে যোগদানের মাধ্যমে মূল গেমিং বাজারের প্রতিযোগিতায় নামতে সবাই মুখিয়ে আছি আমরা।

উল্লেখ্য, এই গেমিং প্রতিষ্ঠানের প্রতি শেয়ারের জন্য ২ দশমিক ১ ইউরো দেবে নেটফ্লিক্স। আগামী জুনের শেষ নাগাদ তাদের এই লেনদেন প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে এই দুই প্রতিষ্ঠান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত