প্রযুক্তি ডেস্ক
স্যাটেলাইট বা ক্যাবল ডিস ছাড়া সব টিভি চ্যানেল দেখার সুযোগ পাবেন দর্শকেরা। এত দিন এই বিষয়টি পরিকল্পনার মধ্যে থাকলেও এবার বাস্তবে ঘটতে যাচ্ছে । যুক্তরাজ্যের স্কাই টিভির মাধ্যমে ব্যবহারকারীরা স্যাটেলাইট ডিস ছাড়াই সব টিভির অনুষ্ঠান উপভোগ করতে পারবে। স্কাই টিভি ইন্টারনেট প্রযুক্তির সহায়তায় এই কাজটি করতে যাচ্ছে।
তাদের উদ্ভাবিত এই প্রযুক্তিগুলো হচ্ছে এক ধরনের ইন্টারনেট টিভি।
১৮ অক্টোবর,২০২১ থেকে বৃটিশ মার্কেটে টিভিগুলো পাওয়া যাবে। আগামী বছর থেকে অন্যান্য মার্কেটে এই বিশেষ টিভিগুলো পাওয়া যাবে।এই টিভিগুলোকে বলা হচ্ছে স্কাই গ্লাস।
স্কাই গ্লাস টিভিগুলোতে কোনো বাহ্যিক বক্সের প্রয়োজন হয় না। বিল্ট ইন ডলবি এটমোস থাকার কারণে কোনো সাউন্ড বারের প্রয়োজন হয় না।৪৩ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি এই তিন সাইজে টিভিগুলো পাওয়া যাবে। টিভিগুলোতে ৪কে আল্ট্রা হাই ডেফিনেশন কোয়ান্টাম ডট স্ক্রিন থাকবে। সঙ্গে থাকবে ভয়েচ অ্যাক্টিভেটেড ইন্টারফেস এবং পাঁচটি রঙে পাওয়া যাবে।
জানা গেছে, স্কাই টিভিগুলোতে কনটেন্ট দেখার জন্য স্কাই সাবস্ক্রিপশন প্রয়োজন হবে। এ ছাড়া স্কাই টিভিগুলোতে বিবিসি আইপ্লেয়ার, আমাজন, নেটফ্লিক্স, ডিজনি প্লাস, আইটিভি হাব এবং অল৪ অন্তর্ভুক্ত থাকবে।
স্কাই হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টার। তারা যে কনটেন্ট স্ট্রিম করবে তা স্যাটেলাইট ডিশ ছাড়া দেখা যাবে। বলা হচ্ছে যে, কোনো চ্যানেল বা ব্রডকাস্টার ইন্টারনেট টিভির সহায়তায় ভবিষ্যতে তাদের দর্শকদের স্যাটেলাইট ডিস ছাড়াই কনটেন্ট সরবরাহ করতে পারবে। এজন্য দর্শকদেরকে শুধুমাত্র সাবস্ক্রাইব করে তাদের গ্রাহক হলেই চলবে।
স্যাটেলাইট বা ক্যাবল ডিস ছাড়া সব টিভি চ্যানেল দেখার সুযোগ পাবেন দর্শকেরা। এত দিন এই বিষয়টি পরিকল্পনার মধ্যে থাকলেও এবার বাস্তবে ঘটতে যাচ্ছে । যুক্তরাজ্যের স্কাই টিভির মাধ্যমে ব্যবহারকারীরা স্যাটেলাইট ডিস ছাড়াই সব টিভির অনুষ্ঠান উপভোগ করতে পারবে। স্কাই টিভি ইন্টারনেট প্রযুক্তির সহায়তায় এই কাজটি করতে যাচ্ছে।
তাদের উদ্ভাবিত এই প্রযুক্তিগুলো হচ্ছে এক ধরনের ইন্টারনেট টিভি।
১৮ অক্টোবর,২০২১ থেকে বৃটিশ মার্কেটে টিভিগুলো পাওয়া যাবে। আগামী বছর থেকে অন্যান্য মার্কেটে এই বিশেষ টিভিগুলো পাওয়া যাবে।এই টিভিগুলোকে বলা হচ্ছে স্কাই গ্লাস।
স্কাই গ্লাস টিভিগুলোতে কোনো বাহ্যিক বক্সের প্রয়োজন হয় না। বিল্ট ইন ডলবি এটমোস থাকার কারণে কোনো সাউন্ড বারের প্রয়োজন হয় না।৪৩ ইঞ্চি, ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি এই তিন সাইজে টিভিগুলো পাওয়া যাবে। টিভিগুলোতে ৪কে আল্ট্রা হাই ডেফিনেশন কোয়ান্টাম ডট স্ক্রিন থাকবে। সঙ্গে থাকবে ভয়েচ অ্যাক্টিভেটেড ইন্টারফেস এবং পাঁচটি রঙে পাওয়া যাবে।
জানা গেছে, স্কাই টিভিগুলোতে কনটেন্ট দেখার জন্য স্কাই সাবস্ক্রিপশন প্রয়োজন হবে। এ ছাড়া স্কাই টিভিগুলোতে বিবিসি আইপ্লেয়ার, আমাজন, নেটফ্লিক্স, ডিজনি প্লাস, আইটিভি হাব এবং অল৪ অন্তর্ভুক্ত থাকবে।
স্কাই হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টার। তারা যে কনটেন্ট স্ট্রিম করবে তা স্যাটেলাইট ডিশ ছাড়া দেখা যাবে। বলা হচ্ছে যে, কোনো চ্যানেল বা ব্রডকাস্টার ইন্টারনেট টিভির সহায়তায় ভবিষ্যতে তাদের দর্শকদের স্যাটেলাইট ডিস ছাড়াই কনটেন্ট সরবরাহ করতে পারবে। এজন্য দর্শকদেরকে শুধুমাত্র সাবস্ক্রাইব করে তাদের গ্রাহক হলেই চলবে।
ঢাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও উন্নত করতে এবং লোডশেডিং কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি পূর্বাভাস মডেল তৈরি করেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী হালিমা হক।
৫ ঘণ্টা আগেএয়ারপডে হিয়ারিং এইড ফিচার যোগ করার পর এবার আরেকটি যুগান্তকারী ফিচার নিয়ে কাজ করছে অ্যাপল। কোম্পানিটি তাদের এয়ারপডে ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা করছে, যা এআই ফিচারগুলোকে সমর্থন করবে এবং ব্যবহারকারীর আশপাশের পরিবেশ...
১১ ঘণ্টা আগেমানুষের মস্তিষ্কের জীবিত কোষ দিয়ে কম্পিউটার তৈরি করল অস্ট্রেলিয়ার স্টার্টআপ কর্টিকাল ল্যাবস। কোম্পানিটি একে ‘বিশ্বের প্রথম কোড ডিপ্লয়েবল বায়োলজিক্যাল কম্পিউটার’ হিসেবে ঘোষণা করেছে। এটি মানব মস্তিষ্কের কোষ এবং সিলিকন হার্ডওয়্যার একত্রিত করে তরল নিউরাল নেটওয়ার্ক তৈরি করেছে, যা এআই প্রযুক্তির একটি...
১২ ঘণ্টা আগেঅ্যাপলকে আগামী ৯০ দিনের মধ্যে ব্যবহারকারীদের অ্যাপ স্টোর বাইপাস করে অ্যাপ সাইডলোডিং বা থার্ড পার্টি অ্যাপ ইনস্টলের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে ব্রাজিলের একটি আদালত। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ভ্যালর ইকোনোমিকো’–এ তথ্য জানিয়েছে।
১৫ ঘণ্টা আগে