প্রযুক্তি ডেস্ক
আমাজনের দাতব্য প্রকল্প ‘আমাজন স্মাইল’ বন্ধের সিদ্ধান্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, চলমান অর্থনৈতিক সংকটে খরচ কমানোর অংশ হিসেবেই প্রকল্পটি বাতিলের পথে হাঁটছে এই ই-কমার্স জায়ান্ট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আমাজন সব খাত থেকেই খরচ কমানোর চেষ্টা করছে। ‘আমাজন স্মাইল’ প্রকল্পটির মাধ্যমে বিক্রীত প্রতিটি পণ্যের মূল্যের দশমিক ৫ শতাংশ দাতব্য সংস্থায় চলে যেত।
গ্রাহকদের ই-মেইলের মাধ্যমে নতুন এই সিদ্ধান্ত জানিয়েছে আমাজন কর্তৃপক্ষ। ই-মেইলে বলা হয়েছে, ‘আমাজন স্মাইল’ আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে। ই-মেইলে আরও বলা হয়, ‘আমরা যেমন আশা করেছিলাম, এই প্রকল্প গত এক দশকে তেমন প্রভাব তৈরি করতে পারেনি।’
২০১৩ সাল থেকে ‘আমাজন স্মাইল’ প্রকল্পের মাধ্যমে মোট ৪০ কোটি ডলার অনুদান দিয়েছে আমাজন। অপেক্ষাকৃত বড় অলাভজনক প্রতিষ্ঠানগুলো এই অনুদানের বড় অংশ পেয়েছে। ছোট প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম অনুদান পেয়েছে। আমাজন স্মাইল প্রকল্পের শেষ মাসে দাতব্য সংস্থাগুলো আমাজন থেকে এককালীন অনুদান হিসেবে তিন মাসের অনুদানের সমপরিমাণ অর্থ পাবে। বলা হচ্ছে, এটি সংস্থাগুলোর জন্য অনেকটা ‘বিদায়ী’ অনুদান।
প্রকল্পটি বন্ধ হয়ে গেলে এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা বেশ কিছু কর্মী ছাঁটাই করা হবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি রেকর্ড ১৮ হাজার কর্মীকে চাকরিচ্যুত করার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে আমাজন।
আমাজনের দাতব্য প্রকল্প ‘আমাজন স্মাইল’ বন্ধের সিদ্ধান্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, চলমান অর্থনৈতিক সংকটে খরচ কমানোর অংশ হিসেবেই প্রকল্পটি বাতিলের পথে হাঁটছে এই ই-কমার্স জায়ান্ট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আমাজন সব খাত থেকেই খরচ কমানোর চেষ্টা করছে। ‘আমাজন স্মাইল’ প্রকল্পটির মাধ্যমে বিক্রীত প্রতিটি পণ্যের মূল্যের দশমিক ৫ শতাংশ দাতব্য সংস্থায় চলে যেত।
গ্রাহকদের ই-মেইলের মাধ্যমে নতুন এই সিদ্ধান্ত জানিয়েছে আমাজন কর্তৃপক্ষ। ই-মেইলে বলা হয়েছে, ‘আমাজন স্মাইল’ আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে। ই-মেইলে আরও বলা হয়, ‘আমরা যেমন আশা করেছিলাম, এই প্রকল্প গত এক দশকে তেমন প্রভাব তৈরি করতে পারেনি।’
২০১৩ সাল থেকে ‘আমাজন স্মাইল’ প্রকল্পের মাধ্যমে মোট ৪০ কোটি ডলার অনুদান দিয়েছে আমাজন। অপেক্ষাকৃত বড় অলাভজনক প্রতিষ্ঠানগুলো এই অনুদানের বড় অংশ পেয়েছে। ছোট প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম অনুদান পেয়েছে। আমাজন স্মাইল প্রকল্পের শেষ মাসে দাতব্য সংস্থাগুলো আমাজন থেকে এককালীন অনুদান হিসেবে তিন মাসের অনুদানের সমপরিমাণ অর্থ পাবে। বলা হচ্ছে, এটি সংস্থাগুলোর জন্য অনেকটা ‘বিদায়ী’ অনুদান।
প্রকল্পটি বন্ধ হয়ে গেলে এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা বেশ কিছু কর্মী ছাঁটাই করা হবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি রেকর্ড ১৮ হাজার কর্মীকে চাকরিচ্যুত করার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে আমাজন।
তরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
১ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
৬ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
৭ ঘণ্টা আগেঅ্যাপল তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম আইওএস ১৯–এ বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন এই আপডেটে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ব্যাটারি ম্যানেজমেন্ট টুল, যা ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে আইফোনের ব্যাটারি লাইফ বা আয়ু বাড়াবে। এ ছাড়া নতুন অপারেটিং সিস্টেমে আসছে সম্পূর্ণ নতুন ডিজাইন, যা
৮ ঘণ্টা আগে