ফিচার ডেস্ক
বাড়ির কাজের চাপ কমানোর জন্য রোবটের সাহায্য নেওয়ার ধারণা প্রথম এসেছে রোবট ভ্যাকুয়ামের মাধ্যমে। এখন বাজারে এমন অনেক ধরনের রোবট পাওয়া যায়, যা আপনার দৈনন্দিন কাজগুলো সহজ করে দেবে। এমন আটটি রোবট নিয়ে আজকের আয়োজন।
হুসকভার্না অটোমোয়ার ১১৫এইচ
বাড়িতে বাগান থাকলে নিয়মিত ঘাস কাটা নিয়ে অনেকে মুশকিলে পড়েন। তাঁদের মুশকিল আসান করে দেবে হুসকভার্না অটোমোয়ার। এটি শূন্য দশমিক ৪ একর জায়গা এবং ৩ দশমিক ৬ ইঞ্চি পর্যন্ত উঁচু ঘাস কেটে ফেলতে পারে। অ্যাপের মাধ্যমে এটি পরিচালনা করা যায়। একবার সেটআপ করলে নিজে কাজ করে এবং চার্জ শেষ হলে রিচার্জের জন্য স্বয়ংক্রিয়ভাবে চার্জিং স্টেশনে চলে যায়।
গ্লাডওয়েল গেকো রোবট উইন্ডো ক্লিনার
গ্লাডওয়েল গেকো রোবট জানালা পরিষ্কার করতে সাহায্য করে। অ্যাপের মাধ্যমে এই রোবট নিয়ন্ত্রণ করা যায়। ফলে এটি দিয়ে জানালা পরিষ্কার করার কাজ বেশ সহজ এবং ঝামেলামুক্ত।
সনি আইবো কম্পেনিয়ন রোবট
অনেকে বাসায় পোষা প্রাণী রাখতে চান। কিন্তু সময় বা যত্নের অভাবে তা সম্ভব হয় না। তাঁদের জন্য আইবো রোবট পপ এক দুর্দান্ত বিকল্প। এটি দেখতে এবং আচরণে জীবন্ত পোষা প্রাণীর মতো। আর নিয়ম করে খাবার দেওয়ারও ঝামেলা নেই। শুধু তা-ই নয়, এই রোবট অনেকটা জীবন্ত কুকুর বা বিড়ালের মতো আচরণ করে।
রোবোরক এস৭ রোবট ভ্যাকুয়াম এবং মপ
এটি সাউন্ড ওয়েভ প্রযুক্তি ব্যবহার করে কাঠের মেঝে বা কার্পেট স্ক্রাব করতে পারে। এ ছাড়া সেট করে দেওয়া সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে মেঝে পরিষ্কার রাখতে সক্ষম এ রোবট। এতে কাস্টম ক্লিনিংয়ের জন্য শিডিউল করার অপশনও আছে।
আমাজন অ্যাস্ট্রো
আমাজন অ্যাস্ট্রো আপনার বাড়ির নিরাপত্তা এবং চলাচল পর্যবেক্ষণে সহায়তা করবে। এটি বাড়ির বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করে এবং কোনো অস্বাভাবিক কিছু পেলে আপনাকে সতর্ক করবে। এ ছাড়া অ্যাস্ট্রো পরিবারের সদস্যদের জন্য গান চালাতে, রিমাইন্ডার সেট করতে এবং কল করতেও এটি সাহায্য করতে পারে। ভালো বিষয় হলো, বাড়িতে না থাকলেও অ্যাপের মাধ্যমে বাড়ির অবস্থা জানিয়ে দিতে পারে এই রোবট। ফলে আপনি যেখানেই থাকুন না কেন, নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে না।
ওয়ান্ডার ওয়ার্কশপ ড্যাশ
এটি ছোটদের জন্য উপযুক্ত শিক্ষামূলক রোবট। কোডিং শেখাতে এবং বিভিন্ন মজার ধাঁধা ও প্রকল্প তৈরি করতে সাহায্য করে এটি।
ডলফিন নটিলাস পুল রোবট
যাঁদের বাড়িতে পুল রয়েছে এবং এটি পরিষ্কার করতে গিয়ে বিরক্ত হন, তাঁদের জন্য ডলফিন নটিলাস রোবট বেশ উপকারী। এটি পুলের মেঝে ও দেয়াল পরিষ্কার করতে পারে। এটি জটিলতা ছাড়াই পরিচালনা করা যায়। ডলফিন নটিলাস দুই ঘণ্টায় ৫০ ফুট দীর্ঘ পুল পরিষ্কার করতে পারে।
লেগো বুস্ট ক্রিয়েটিভ টুলবক্স
লেগো বুস্ট সেটটি ৭ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য খুব উপযুক্ত। এই সেটের মাধ্যমে শিশুরা কোডিং শেখার পাশাপাশি বিভিন্ন রোবট নির্মাণ করতে পারে। এটি তাদের সৃজনশীলতা এবং প্রযুক্তি বিষয়ে আগ্রহ তৈরি করে। শিশুরা এই সেট ব্যবহার করে রোবট, রোভারের মতো মডেল তৈরি করতে পারে এবং কোডিংয়ের মৌলিক ধারণা শিখতে পারে।
সেরা এই হোম রোবটগুলো দৈনন্দিন কাজ সহজ করে তোলে। প্রযুক্তির উন্নতির সঙ্গে এই রোবটগুলোর ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে।
সূত্র: গুড হাউসকিপিং
বাড়ির কাজের চাপ কমানোর জন্য রোবটের সাহায্য নেওয়ার ধারণা প্রথম এসেছে রোবট ভ্যাকুয়ামের মাধ্যমে। এখন বাজারে এমন অনেক ধরনের রোবট পাওয়া যায়, যা আপনার দৈনন্দিন কাজগুলো সহজ করে দেবে। এমন আটটি রোবট নিয়ে আজকের আয়োজন।
হুসকভার্না অটোমোয়ার ১১৫এইচ
বাড়িতে বাগান থাকলে নিয়মিত ঘাস কাটা নিয়ে অনেকে মুশকিলে পড়েন। তাঁদের মুশকিল আসান করে দেবে হুসকভার্না অটোমোয়ার। এটি শূন্য দশমিক ৪ একর জায়গা এবং ৩ দশমিক ৬ ইঞ্চি পর্যন্ত উঁচু ঘাস কেটে ফেলতে পারে। অ্যাপের মাধ্যমে এটি পরিচালনা করা যায়। একবার সেটআপ করলে নিজে কাজ করে এবং চার্জ শেষ হলে রিচার্জের জন্য স্বয়ংক্রিয়ভাবে চার্জিং স্টেশনে চলে যায়।
গ্লাডওয়েল গেকো রোবট উইন্ডো ক্লিনার
গ্লাডওয়েল গেকো রোবট জানালা পরিষ্কার করতে সাহায্য করে। অ্যাপের মাধ্যমে এই রোবট নিয়ন্ত্রণ করা যায়। ফলে এটি দিয়ে জানালা পরিষ্কার করার কাজ বেশ সহজ এবং ঝামেলামুক্ত।
সনি আইবো কম্পেনিয়ন রোবট
অনেকে বাসায় পোষা প্রাণী রাখতে চান। কিন্তু সময় বা যত্নের অভাবে তা সম্ভব হয় না। তাঁদের জন্য আইবো রোবট পপ এক দুর্দান্ত বিকল্প। এটি দেখতে এবং আচরণে জীবন্ত পোষা প্রাণীর মতো। আর নিয়ম করে খাবার দেওয়ারও ঝামেলা নেই। শুধু তা-ই নয়, এই রোবট অনেকটা জীবন্ত কুকুর বা বিড়ালের মতো আচরণ করে।
রোবোরক এস৭ রোবট ভ্যাকুয়াম এবং মপ
এটি সাউন্ড ওয়েভ প্রযুক্তি ব্যবহার করে কাঠের মেঝে বা কার্পেট স্ক্রাব করতে পারে। এ ছাড়া সেট করে দেওয়া সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে মেঝে পরিষ্কার রাখতে সক্ষম এ রোবট। এতে কাস্টম ক্লিনিংয়ের জন্য শিডিউল করার অপশনও আছে।
আমাজন অ্যাস্ট্রো
আমাজন অ্যাস্ট্রো আপনার বাড়ির নিরাপত্তা এবং চলাচল পর্যবেক্ষণে সহায়তা করবে। এটি বাড়ির বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করে এবং কোনো অস্বাভাবিক কিছু পেলে আপনাকে সতর্ক করবে। এ ছাড়া অ্যাস্ট্রো পরিবারের সদস্যদের জন্য গান চালাতে, রিমাইন্ডার সেট করতে এবং কল করতেও এটি সাহায্য করতে পারে। ভালো বিষয় হলো, বাড়িতে না থাকলেও অ্যাপের মাধ্যমে বাড়ির অবস্থা জানিয়ে দিতে পারে এই রোবট। ফলে আপনি যেখানেই থাকুন না কেন, নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে না।
ওয়ান্ডার ওয়ার্কশপ ড্যাশ
এটি ছোটদের জন্য উপযুক্ত শিক্ষামূলক রোবট। কোডিং শেখাতে এবং বিভিন্ন মজার ধাঁধা ও প্রকল্প তৈরি করতে সাহায্য করে এটি।
ডলফিন নটিলাস পুল রোবট
যাঁদের বাড়িতে পুল রয়েছে এবং এটি পরিষ্কার করতে গিয়ে বিরক্ত হন, তাঁদের জন্য ডলফিন নটিলাস রোবট বেশ উপকারী। এটি পুলের মেঝে ও দেয়াল পরিষ্কার করতে পারে। এটি জটিলতা ছাড়াই পরিচালনা করা যায়। ডলফিন নটিলাস দুই ঘণ্টায় ৫০ ফুট দীর্ঘ পুল পরিষ্কার করতে পারে।
লেগো বুস্ট ক্রিয়েটিভ টুলবক্স
লেগো বুস্ট সেটটি ৭ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য খুব উপযুক্ত। এই সেটের মাধ্যমে শিশুরা কোডিং শেখার পাশাপাশি বিভিন্ন রোবট নির্মাণ করতে পারে। এটি তাদের সৃজনশীলতা এবং প্রযুক্তি বিষয়ে আগ্রহ তৈরি করে। শিশুরা এই সেট ব্যবহার করে রোবট, রোভারের মতো মডেল তৈরি করতে পারে এবং কোডিংয়ের মৌলিক ধারণা শিখতে পারে।
সেরা এই হোম রোবটগুলো দৈনন্দিন কাজ সহজ করে তোলে। প্রযুক্তির উন্নতির সঙ্গে এই রোবটগুলোর ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে।
সূত্র: গুড হাউসকিপিং
টেলিগ্রাম অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও পাভেল দুরভ অবশেষে কিছুদিনের ফ্রান্স ছাড়ার অনুমতি পেয়েছেন। গত বছরের আগস্টে প্যারিসের লো বোর্গেট বিমানবন্দরে গ্রেফতার হওয়ার পর, তিনি এবার দুবাই ফিরে গেছেন।
২ ঘণ্টা আগেবাড়ির গ্যারেজে সাধারণত গাড়ি রাখা হয়। এটাই স্বাভাবিক ঘটনা। কিন্তু গ্যারেজ খুললেই গাড়ির বদলে যদি দেখা মেলে ব্যক্তিগত উড়োজাহাজের! হ্যাঁ, পৃথিবীতে এমন এক শহর আছে, যেখানে প্রায় প্রতিটি বাড়ির সামনে বা গ্যারেজে রাখা থাকে এক বা একাধিক ব্যক্তিগত উড়োজাহাজ। অবিশ্বাস্য মনে হলেও ক্যালিফোর্নিয়ার ক্যামেরন এয়ার...
৩ ঘণ্টা আগেসৌদি আরব ঐতিহ্যগতভাবে তেলনির্ভর অর্থনীতির ওপর নির্ভরশীল ছিল। কিন্তু বর্তমানে দেশটি বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ বাড়াচ্ছে। এগুলোর মধ্যে গেমিং ইন্ডাস্ট্রি অন্যতম। এ ক্ষেত্রে সৌদি আরব অতীতের তুলনায় অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ‘ভিশন ২০৩০’ উদ্যোগের...
৪ ঘণ্টা আগেজাগো ফাউন্ডেশন এবং টিকটকের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ‘সাবধানে অনলাইনে’ ক্যাম্পেইন। দেশের তরুণদের অনলাইন নিরাপত্তা এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ সম্পর্কে সচেতনতার জন্য ক্যাম্পেইনের আয়োজন করেছে প্রতিষ্ঠান দুটি।
৪ ঘণ্টা আগে