স্মার্টফোনের গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার প্রসেসর। কোয়ালকম ও মিডিয়াটেকের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো প্রসেসর তৈরির বাজারে রাজত্ব করছে। তবে স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি শাওমিও এই প্রযুক্তিতে এখন বিনিয়োগ করছে। আর নিজস্ব চিপ তৈরি করার জন্য আর্ম (এআরএম) কোম্পানির সঙ্গে কাজ শুরু করেছে শাওমি।
একটি চিপসেটের মধ্যে প্রসেসর (CPU) ছাড়াও থাকে গ্রাফিকস ইউনিট (GPU), মেমোরি (RAM), স্টোরেজ ও অন্যান্য উপাদান। আর আর্ম কোম্পানি নতুন চিপ তৈরি করতে শাওমিকে সাহায্য করবে।
মিডিয়াটেকের সিইও রিক সাই বলেন, চিপ তৈরির জন্য শাওমির সঙ্গে অংশীদারত্ব করছে আর্ম কোম্পানি। যদিও এই বক্তব্য কাউন্টার পয়েন্টের এক গবেষণাপত্র থেকে জানা যায়, তবে মূল প্রতিবেদনটি খুঁজে পাওয়া কঠিন।
চীনের ডিজিটাল চ্যাটিং প্ল্যাটফর্ম ওয়েবুতে এই খবর প্রাথমিকভাবে প্রকাশ হয়। প্রতিবেদনে বলা হয়, চিপ তৈরির জন্য এর আগে অপো কোম্পানি সঙ্গে এআরএম অংশীদারত্ব করে। তবে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে প্রকল্পটি বাতিল হয়ে যায়।
২০২২ সালে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, আর্মের সঙ্গে মিলে স্মার্টফোনের জন্য নতুন চিপ বানাবে অপো। তবে ২০২৩ সালে বিশ্বের স্মার্টফোনের বাজারে মন্দা হওয়ায় অপো এই প্রকল্প বাদ দেয়।
এজন্য আর্মের নতুন অংশীদার হিসেবে শাওমি যুক্ত হয়েছে। তবে শাওমি চিপ ডিজাইন ও উৎপাদনের জন্য কোন কোম্পানিকে বাছাই করবে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। যেমন–অ্যাপলের এ সিরিজের বায়োনিক চিপ উৎপাদন করে টিএসএমসি কোম্পানি। অপরদিকে গুগল টেনসর চিপসেটের জন্য স্যামসাংয়ের ওপর নির্ভর করে।
আর্ম সাধারণত প্রসেসরের ভিত্তি তৈরি করে। তবে নতুন করে একটি চিপ তৈরি করা অনেক চ্যালেঞ্জের বিষয়।
চিপ তৈরির জটিলতা ও এই কাজটি করার জন্য আউটসোর্সিং কোম্পানিগুলোর গুরুত্বের ওপর জোর দিয়েছে কাউন্টার পয়েন্ট রিসার্চের সিনিয়র বিশ্লেষক পারভ শর্মা।
মিডিয়াটেক কোম্পানি এই পরিবর্তনের মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হবে। কারণ কোম্পানিটি স্মার্টফোনের জন্য উন্নত চিপ তৈরিতে সাহায্য করে।
শাওমি আসলেই নিজস্ব চিপ তৈরি করকে নাকি, তা জানতে আরও অপেক্ষা করতে হবে।
তথ্যসূত্র: গিজমোচায়না
স্মার্টফোনের গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার প্রসেসর। কোয়ালকম ও মিডিয়াটেকের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো প্রসেসর তৈরির বাজারে রাজত্ব করছে। তবে স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি শাওমিও এই প্রযুক্তিতে এখন বিনিয়োগ করছে। আর নিজস্ব চিপ তৈরি করার জন্য আর্ম (এআরএম) কোম্পানির সঙ্গে কাজ শুরু করেছে শাওমি।
একটি চিপসেটের মধ্যে প্রসেসর (CPU) ছাড়াও থাকে গ্রাফিকস ইউনিট (GPU), মেমোরি (RAM), স্টোরেজ ও অন্যান্য উপাদান। আর আর্ম কোম্পানি নতুন চিপ তৈরি করতে শাওমিকে সাহায্য করবে।
মিডিয়াটেকের সিইও রিক সাই বলেন, চিপ তৈরির জন্য শাওমির সঙ্গে অংশীদারত্ব করছে আর্ম কোম্পানি। যদিও এই বক্তব্য কাউন্টার পয়েন্টের এক গবেষণাপত্র থেকে জানা যায়, তবে মূল প্রতিবেদনটি খুঁজে পাওয়া কঠিন।
চীনের ডিজিটাল চ্যাটিং প্ল্যাটফর্ম ওয়েবুতে এই খবর প্রাথমিকভাবে প্রকাশ হয়। প্রতিবেদনে বলা হয়, চিপ তৈরির জন্য এর আগে অপো কোম্পানি সঙ্গে এআরএম অংশীদারত্ব করে। তবে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে প্রকল্পটি বাতিল হয়ে যায়।
২০২২ সালে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, আর্মের সঙ্গে মিলে স্মার্টফোনের জন্য নতুন চিপ বানাবে অপো। তবে ২০২৩ সালে বিশ্বের স্মার্টফোনের বাজারে মন্দা হওয়ায় অপো এই প্রকল্প বাদ দেয়।
এজন্য আর্মের নতুন অংশীদার হিসেবে শাওমি যুক্ত হয়েছে। তবে শাওমি চিপ ডিজাইন ও উৎপাদনের জন্য কোন কোম্পানিকে বাছাই করবে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। যেমন–অ্যাপলের এ সিরিজের বায়োনিক চিপ উৎপাদন করে টিএসএমসি কোম্পানি। অপরদিকে গুগল টেনসর চিপসেটের জন্য স্যামসাংয়ের ওপর নির্ভর করে।
আর্ম সাধারণত প্রসেসরের ভিত্তি তৈরি করে। তবে নতুন করে একটি চিপ তৈরি করা অনেক চ্যালেঞ্জের বিষয়।
চিপ তৈরির জটিলতা ও এই কাজটি করার জন্য আউটসোর্সিং কোম্পানিগুলোর গুরুত্বের ওপর জোর দিয়েছে কাউন্টার পয়েন্ট রিসার্চের সিনিয়র বিশ্লেষক পারভ শর্মা।
মিডিয়াটেক কোম্পানি এই পরিবর্তনের মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হবে। কারণ কোম্পানিটি স্মার্টফোনের জন্য উন্নত চিপ তৈরিতে সাহায্য করে।
শাওমি আসলেই নিজস্ব চিপ তৈরি করকে নাকি, তা জানতে আরও অপেক্ষা করতে হবে।
তথ্যসূত্র: গিজমোচায়না
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
৩ ঘণ্টা আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
৪ ঘণ্টা আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
৫ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
৬ ঘণ্টা আগে