আয়শা আফরোজা
ডিজিটাল যুগে প্রযুক্তি আমাদের জীবনে গভীর প্রভাব ফেলছে। ধর্ম পালনসহ জীবনের বহু ক্ষেত্রে আমরা প্রযুক্তি ব্যবহার করছি। বর্তমানে এআইভিত্তিক বিভিন্ন ইসলামিক অ্যাপ এবং ওয়েবসাইট ব্যবহারকারীদের ধর্মীয় জীবনযাপন ও তথ্য জানতে সাহায্য করছে। এসব প্ল্যাটফর্ম মুসলমানদের প্রার্থনার সময়, কোরআন তিলাওয়াত, ইসলামিক শিক্ষাসহ প্রতিদিনের কাজ সহজ করছে।
মুসলিম প্রো
পৃথিবীজুড়ে মুসলমানদের মধ্যে জনপ্রিয় অ্যাপসের মধ্যে এটি অন্যতম। এআইচালিত অ্যাপটি নামাজের সঠিক সময়, কোরআন তিলাওয়াত ও কিবলার দিক নির্ধারণ করার সুবিধা দেয়। এতে ইসলামিক ক্যালেন্ডার ইভেন্ট, হালাল রেস্টুরেন্টের অবস্থানসহ অনেক ফিচার রয়েছে।
আয়াত
এটি কোরআন তিলাওয়াত এবং এর ব্যাখ্যা জানতে সাহায্য করে। এতে এআইচালিত অনুবাদ ও তাফসির টুলস রয়েছে, যা কোরআন তিলাওয়াতকে সহজ করে। শুধু তা-ই নয়, অ্যাপটি এআইয়ের মাধ্যমে কোরআনের আয়াত অনুসন্ধান ও অনুবাদে সহায়তা করে। আয়াত নামের এই অ্যাপ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ টুল।
সিকারস গাইডেন্স
সিকারস গাইডেন্স একটি ইসলামি শিক্ষা প্ল্যাটফর্ম। এখানে রয়েছে বিভিন্ন কোর্স, প্রবন্ধ ও ফতোয়া।
এই অ্যাপ ব্যবহারকারীর আগ্রহ ও পূর্ববর্তী ব্যবহারের তথ্যের ভিত্তিতে এআই ব্যবহার করে কনটেন্টের পরামর্শ দেয়। এআই দিয়ে সিকারস গাইডেন্স ব্যবহারকারীদের প্রাসঙ্গিক কোর্স ও প্রবন্ধ খুঁজে বের করতে সাহায্য করে।
আই কোরআন
আই কোরআন এআইচালিত অ্যাপ। এটি কোরআনের আয়াত পড়তে, বুঝতে ও মনে রাখতে সাহায্য করে। এ ছাড়া কোরআন তিলাওয়াত, অনুবাদ, ব্যাখ্যাসহ বিস্তারিত শেখার সুযোগ করে দেয়। অ্যাপটি কোরআন তিলাওয়াত, ব্যক্তিগত পরিকল্পনা ও ব্যবহারকারীদের কোরআনের প্রতি মনোযোগী হতে সাহায্য করে।
আস্ক মুসলিম এআই
ধর্মীয় বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে ব্যবহার করতে পারেন আস্ক মুসলিম এআই। এটি ব্যবহারকারীদের ইসলাম-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রমাণসহ সঠিক তথ্য দিতে সাহায্য করে। এআই প্রযুক্তির মাধ্যমে এটি ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দ্রুত ও সহজভাবে দিয়ে থাকে। এর মাধ্যমে মুসলমানরা দৈনন্দিন ধর্মীয় জীবনে সাহায্য পেতে পারেন।
যেহেতু এআই প্রযুক্তি দিন দিন আরও প্রসারিত হচ্ছে ব্যাপকভাবে, তাই ধর্মীয় চর্চার ক্ষেত্রেও এর উন্নতির সম্ভাবনা ব্যাপক। এসব অ্যাপ ও প্ল্যাটফর্ম শুধু মুসলমানদের ধর্মীয় চর্চা উন্নত করছে না, বিশ্বব্যাপী ইসলামি জ্ঞান মানুষের জন্য আরও সহজ করছে ব্যক্তিগত প্রার্থনার সময় থেকে কোরআন তিলাওয়াত পর্যন্ত। এগুলো মুসলমানদের বিশ্বাসের সঙ্গে সংযুক্ত থাকতে সাহায্য করছে।
সূত্র: আল হাকাম
ডিজিটাল যুগে প্রযুক্তি আমাদের জীবনে গভীর প্রভাব ফেলছে। ধর্ম পালনসহ জীবনের বহু ক্ষেত্রে আমরা প্রযুক্তি ব্যবহার করছি। বর্তমানে এআইভিত্তিক বিভিন্ন ইসলামিক অ্যাপ এবং ওয়েবসাইট ব্যবহারকারীদের ধর্মীয় জীবনযাপন ও তথ্য জানতে সাহায্য করছে। এসব প্ল্যাটফর্ম মুসলমানদের প্রার্থনার সময়, কোরআন তিলাওয়াত, ইসলামিক শিক্ষাসহ প্রতিদিনের কাজ সহজ করছে।
মুসলিম প্রো
পৃথিবীজুড়ে মুসলমানদের মধ্যে জনপ্রিয় অ্যাপসের মধ্যে এটি অন্যতম। এআইচালিত অ্যাপটি নামাজের সঠিক সময়, কোরআন তিলাওয়াত ও কিবলার দিক নির্ধারণ করার সুবিধা দেয়। এতে ইসলামিক ক্যালেন্ডার ইভেন্ট, হালাল রেস্টুরেন্টের অবস্থানসহ অনেক ফিচার রয়েছে।
আয়াত
এটি কোরআন তিলাওয়াত এবং এর ব্যাখ্যা জানতে সাহায্য করে। এতে এআইচালিত অনুবাদ ও তাফসির টুলস রয়েছে, যা কোরআন তিলাওয়াতকে সহজ করে। শুধু তা-ই নয়, অ্যাপটি এআইয়ের মাধ্যমে কোরআনের আয়াত অনুসন্ধান ও অনুবাদে সহায়তা করে। আয়াত নামের এই অ্যাপ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ টুল।
সিকারস গাইডেন্স
সিকারস গাইডেন্স একটি ইসলামি শিক্ষা প্ল্যাটফর্ম। এখানে রয়েছে বিভিন্ন কোর্স, প্রবন্ধ ও ফতোয়া।
এই অ্যাপ ব্যবহারকারীর আগ্রহ ও পূর্ববর্তী ব্যবহারের তথ্যের ভিত্তিতে এআই ব্যবহার করে কনটেন্টের পরামর্শ দেয়। এআই দিয়ে সিকারস গাইডেন্স ব্যবহারকারীদের প্রাসঙ্গিক কোর্স ও প্রবন্ধ খুঁজে বের করতে সাহায্য করে।
আই কোরআন
আই কোরআন এআইচালিত অ্যাপ। এটি কোরআনের আয়াত পড়তে, বুঝতে ও মনে রাখতে সাহায্য করে। এ ছাড়া কোরআন তিলাওয়াত, অনুবাদ, ব্যাখ্যাসহ বিস্তারিত শেখার সুযোগ করে দেয়। অ্যাপটি কোরআন তিলাওয়াত, ব্যক্তিগত পরিকল্পনা ও ব্যবহারকারীদের কোরআনের প্রতি মনোযোগী হতে সাহায্য করে।
আস্ক মুসলিম এআই
ধর্মীয় বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে ব্যবহার করতে পারেন আস্ক মুসলিম এআই। এটি ব্যবহারকারীদের ইসলাম-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রমাণসহ সঠিক তথ্য দিতে সাহায্য করে। এআই প্রযুক্তির মাধ্যমে এটি ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দ্রুত ও সহজভাবে দিয়ে থাকে। এর মাধ্যমে মুসলমানরা দৈনন্দিন ধর্মীয় জীবনে সাহায্য পেতে পারেন।
যেহেতু এআই প্রযুক্তি দিন দিন আরও প্রসারিত হচ্ছে ব্যাপকভাবে, তাই ধর্মীয় চর্চার ক্ষেত্রেও এর উন্নতির সম্ভাবনা ব্যাপক। এসব অ্যাপ ও প্ল্যাটফর্ম শুধু মুসলমানদের ধর্মীয় চর্চা উন্নত করছে না, বিশ্বব্যাপী ইসলামি জ্ঞান মানুষের জন্য আরও সহজ করছে ব্যক্তিগত প্রার্থনার সময় থেকে কোরআন তিলাওয়াত পর্যন্ত। এগুলো মুসলমানদের বিশ্বাসের সঙ্গে সংযুক্ত থাকতে সাহায্য করছে।
সূত্র: আল হাকাম
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৫ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১ দিন আগেবিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
২ দিন আগে