Ajker Patrika

রেসিডেন্ট এভিলের নতুন সংস্করণ আনছে ক্যাপকম

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২১: ০৪
রেসিডেন্ট এভিলের নতুন সংস্করণ আনছে ক্যাপকম

ঢাকা: রেসিডেন্ট এভিল ভিডিও গেমের নতুন সংস্করণ আনছে ক্যাপকম। গেমটির ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে বড় সুখবর।

জাপানি ভিডিও গেম প্রতিষ্ঠান ক্যাপকমের অনেকগুলো ভিডিও গেম বাজারে পাওয়া যায়। এর মধ্যে তাদের রেসিডেন্ট এভিল ভিডিও গেম সিরিজটির জনপ্রিয়তা অন্য মাত্রার। এটি শুধু ভিডিও গেমের মধ্যে আর সীমাবদ্ধ নেই। কমিকবুক, উপন্যাস থেকে শুরু করে লাইভ অ্যাকশন চলচ্চিত্রও বানানো হয়েছে এই গেমের ওপর ভিত্তি করে। এমনকি নেটফ্লিক্সের বিশেষ ভিএফএক্স বা সিজিআই টিমের সঙ্গে যুক্ত হয়ে রেসিডেন্ট এভিল সিরিজের নতুন একটি চলচ্চিত্রও আসছে শিগগিরই।

ক্যাপকম জানিয়েছে, আগামী ৭ মে রেসিডেন্ট এভিল সিরিজের নতুন ভার্সন—রেসিডেন্ট এভিল: ভিলেজ আসছে বাজারে। এই সংস্করণে মূল চরিত্র হিসেবে থাকছে রেসিডেন্ট এভিল ৭–এর জনপ্রিয় চরিত্র ইথান উইন্টারস। ইউরোপের এক রহস্যময় গ্রামে অপহৃত হয় ইথানের মেয়ে রোজমেরি। রোজমেরিকে উদ্ধারে অভিযানে নামে ইথান। এবারের এই সংস্করণে ভিডিও গেম খেলোয়াড়েরা নিজেদেরই দেখতে পাবেন ইথান চরিত্রে।

স্টাডিয়া, সনি প্লেস্টেশনসহ প্রধান গেমিং প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাবে এই ভিডিও গেম। গেমটির নতুন এই সংস্করণের মুক্তি উপলক্ষে বেশ কিছু বিপণন পরিকল্পনা নিয়ে উপস্থিত হচ্ছে ক্যাপকম।

প্রযুক্তি–বিষয়ক সংবাদমাধ্যম স্ল্যাশগিয়ারের প্রতিবেদনে জানানো হয়, আগামীকাল শনিবার ও আগামী রোববার (১৭ ও ১৮ এপ্রিল) ভিলেজ ম্যাপের একটি ডেমো প্রকাশ করবে ক্যাপকম। পাশাপাশি ২৪ থেকে ২৫ এপ্রিল গেমটির দুর্গের ডেমো প্রকাশ করবে তারা। এই ডেমোগুলো পাওয়া যাবে প্লেস্টেশন-৪ ও প্লেস্টেশন-৫ প্ল্যাটফর্মে। আর এই গেমের সব সাপোর্টেড প্ল্যাটফর্মে ভিলেজ ও দুর্গ—দুটিরই ৬০ মিনিটের ডেমো পাওয়া যাবে আগামী ১ ও ২ মে।

আরও একটি দারুণ খবর হচ্ছে এপ্রিলের ২১ তারিখে ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস ওকুলাসের কোয়েস্ট ২ সংস্করণ মুক্তি পেতে যাচ্ছে রেসিডেন্ট এভিল ৪ গেমটি। ক্যাপকম জানায়, এটিই হতে যাচ্ছে তাদের সর্বপ্রথম ভার্চ্যুয়াল রিয়েলিটি ভিডিও গেম। এ ছাড়া আগামী জুনে রেসিডেন্ট এভিলের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন করবে ক্যাপকম। পাশাপাশি জুনেই এই গেমের ডেড বাই ডেলাইট সংস্করণের পাঁচ বছর পূর্তি পালন করবে ক্যাপকম।

বিষয়:

গেমস
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত