পুরোনো মডেলের দুটি আইপড ও একটি আইফোনকে অবসোলিট বা বাতিলের তালিকায় রাখল অ্যাপল। আইপড ন্যানো, আইপড শাফল ও আইফোন ৬ মডেলে প্রযুক্তি সমর্থনসুবিধা প্রত্যাহার করছে কোম্পানিটি। এখন থেকে অ্যাপলের হালনাগাদ প্রযুক্তি ও নিরাপত্তা আপডেট এসব ডিভাইস আর পাওয়া যাবে না।
অ্যাপলের আইপডে মূলত গান শোনা, অডিও বুক এবং কিছু মিউজিক ভিডিও দেখা যায়। ২০১৫ সালে সপ্তম প্রজন্মের আইপড ন্যানো এবং চতুর্থ প্রজন্মের আইপড শাফলের জন্য নতুন রঙের অপশন নিয়ে এসেছিল অ্যাপল। সেই মডেলগুলো এখন বাতিলের তালিকায় রয়েছে। ২০১৭ সালে অ্যাপল পুরোপুরি আইপড ন্যানো এবং আইপড শাফলের উৎপাদন বন্ধ করে দেয়।
কোনো ডিভাইস বিক্রি বন্ধ করে দেওয়ার সাত বছর পর একে ‘অবসোলিট’ তালিকায় রাখে অ্যাপল। যখন একটি ডিভাইস অবসোলিট হয় তখন এটি আর অ্যাপল স্টোর বা অ্যাপল অনুমোদিত সেবা প্রদানকারী এগুলো মেরামত করা যায় না। একমাত্র ব্যতিক্রম হচ্ছে—ম্যাকবুকের ব্যাটারি পরিবর্তন। এই ডিভাইসের ব্যাটারি ১০ বছরের পর্যন্ত পরিবর্তনের সুযোগ দেয় অ্যাপল।
সুতরাং অবসোলিট তালিকায় থাকা ডিভাইসে কারিগরি ত্রুটি হলে তা মেরামত করা যাবে না। সেই সঙ্গে সাইবার হামলার ঝুঁকি থাকে এসব ডিভাইসে।
অ্যাপল আইফোন ৬ মডেলেও এই তালিকায় রেখেছে। গত কোম্পানিটি এই সিরিজের বড় আকারের মডেল আইফোন ৬ প্লাসকে অবসোলিট বলে ঘোষণা দিয়েছিল। তবে তুলনামূলক ছোট আকারের আইফোন ৬ মডেলটি দীর্ঘ সময় ধরে নির্বাচিত দেশে রিসেল বা পুন: বিক্রি হতো।
এ ছাড়া ২০১৭ সালের ১২ ইঞ্চি ম্যাকবুক এবং ষষ্ঠ প্রজন্মের আইপ্যাডকে ‘ভিনটেজ’ পণ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে অ্যাপল। কোনো ডিভাইস বিক্রি বন্ধ করে দেওয়ার পাঁচ বছর পর অ্যাপল একে ‘ভিনটেজ’ তালিকায় রাখে এই টেক জায়ান্ট। তবে ভিনটেজ পণ্যটি মেরামত করে দেয় অ্যাপল। তবে এটি প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রাপ্যতার ওপর নির্ভর করে।
পুরোনো মডেলের দুটি আইপড ও একটি আইফোনকে অবসোলিট বা বাতিলের তালিকায় রাখল অ্যাপল। আইপড ন্যানো, আইপড শাফল ও আইফোন ৬ মডেলে প্রযুক্তি সমর্থনসুবিধা প্রত্যাহার করছে কোম্পানিটি। এখন থেকে অ্যাপলের হালনাগাদ প্রযুক্তি ও নিরাপত্তা আপডেট এসব ডিভাইস আর পাওয়া যাবে না।
অ্যাপলের আইপডে মূলত গান শোনা, অডিও বুক এবং কিছু মিউজিক ভিডিও দেখা যায়। ২০১৫ সালে সপ্তম প্রজন্মের আইপড ন্যানো এবং চতুর্থ প্রজন্মের আইপড শাফলের জন্য নতুন রঙের অপশন নিয়ে এসেছিল অ্যাপল। সেই মডেলগুলো এখন বাতিলের তালিকায় রয়েছে। ২০১৭ সালে অ্যাপল পুরোপুরি আইপড ন্যানো এবং আইপড শাফলের উৎপাদন বন্ধ করে দেয়।
কোনো ডিভাইস বিক্রি বন্ধ করে দেওয়ার সাত বছর পর একে ‘অবসোলিট’ তালিকায় রাখে অ্যাপল। যখন একটি ডিভাইস অবসোলিট হয় তখন এটি আর অ্যাপল স্টোর বা অ্যাপল অনুমোদিত সেবা প্রদানকারী এগুলো মেরামত করা যায় না। একমাত্র ব্যতিক্রম হচ্ছে—ম্যাকবুকের ব্যাটারি পরিবর্তন। এই ডিভাইসের ব্যাটারি ১০ বছরের পর্যন্ত পরিবর্তনের সুযোগ দেয় অ্যাপল।
সুতরাং অবসোলিট তালিকায় থাকা ডিভাইসে কারিগরি ত্রুটি হলে তা মেরামত করা যাবে না। সেই সঙ্গে সাইবার হামলার ঝুঁকি থাকে এসব ডিভাইসে।
অ্যাপল আইফোন ৬ মডেলেও এই তালিকায় রেখেছে। গত কোম্পানিটি এই সিরিজের বড় আকারের মডেল আইফোন ৬ প্লাসকে অবসোলিট বলে ঘোষণা দিয়েছিল। তবে তুলনামূলক ছোট আকারের আইফোন ৬ মডেলটি দীর্ঘ সময় ধরে নির্বাচিত দেশে রিসেল বা পুন: বিক্রি হতো।
এ ছাড়া ২০১৭ সালের ১২ ইঞ্চি ম্যাকবুক এবং ষষ্ঠ প্রজন্মের আইপ্যাডকে ‘ভিনটেজ’ পণ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে অ্যাপল। কোনো ডিভাইস বিক্রি বন্ধ করে দেওয়ার পাঁচ বছর পর অ্যাপল একে ‘ভিনটেজ’ তালিকায় রাখে এই টেক জায়ান্ট। তবে ভিনটেজ পণ্যটি মেরামত করে দেয় অ্যাপল। তবে এটি প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রাপ্যতার ওপর নির্ভর করে।
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
৫ ঘণ্টা আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
৬ ঘণ্টা আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
৭ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
৮ ঘণ্টা আগে