Ajker Patrika

আইফোন ৬ ও আইপডের যে দুই মডেল চলে গেল বাতিলের খাতায়

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১২: ২২
আইফোন ৬ ও আইপডের যে দুই মডেল চলে গেল বাতিলের খাতায়

পুরোনো মডেলের দুটি আইপড ও একটি আইফোনকে অবসোলিট বা বাতিলের তালিকায় রাখল অ্যাপল। আইপড ন্যানো, আইপড শাফল ও আইফোন ৬ মডেলে প্রযুক্তি সমর্থনসুবিধা প্রত্যাহার করছে কোম্পানিটি। এখন থেকে অ্যাপলের হালনাগাদ প্রযুক্তি ও নিরাপত্তা আপডেট এসব ডিভাইস আর পাওয়া যাবে না। 

অ্যাপলের আইপডে মূলত গান শোনা, অডিও বুক এবং কিছু মিউজিক ভিডিও দেখা যায়। ২০১৫ সালে সপ্তম প্রজন্মের আইপড ন্যানো এবং চতুর্থ প্রজন্মের আইপড শাফলের জন্য নতুন রঙের অপশন নিয়ে এসেছিল অ্যাপল। সেই মডেলগুলো এখন বাতিলের তালিকায় রয়েছে। ২০১৭ সালে অ্যাপল পুরোপুরি আইপড ন্যানো এবং আইপড শাফলের উৎপাদন বন্ধ করে দেয়। 

কোনো ডিভাইস বিক্রি বন্ধ করে দেওয়ার সাত বছর পর একে ‘অবসোলিট’ তালিকায় রাখে অ্যাপল। যখন একটি ডিভাইস অবসোলিট হয় তখন এটি আর অ্যাপল স্টোর বা অ্যাপল অনুমোদিত সেবা প্রদানকারী এগুলো মেরামত করা যায় না। একমাত্র ব্যতিক্রম হচ্ছে—ম্যাকবুকের ব্যাটারি পরিবর্তন। এই ডিভাইসের ব্যাটারি ১০ বছরের পর্যন্ত পরিবর্তনের সুযোগ দেয় অ্যাপল। 

সুতরাং অবসোলিট তালিকায় থাকা ডিভাইসে কারিগরি ত্রুটি হলে তা মেরামত করা যাবে না। সেই সঙ্গে সাইবার হামলার ঝুঁকি থাকে এসব ডিভাইসে। 
অ্যাপল আইফোন ৬ মডেলেও এই তালিকায় রেখেছে। গত কোম্পানিটি এই সিরিজের বড় আকারের মডেল আইফোন ৬ প্লাসকে অবসোলিট বলে ঘোষণা দিয়েছিল। তবে তুলনামূলক ছোট আকারের আইফোন ৬ মডেলটি দীর্ঘ সময় ধরে নির্বাচিত দেশে রিসেল বা পুন: বিক্রি হতো। 

এ ছাড়া ২০১৭ সালের ১২ ইঞ্চি ম্যাকবুক এবং ষষ্ঠ প্রজন্মের আইপ্যাডকে ‘ভিনটেজ’ পণ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে অ্যাপল। কোনো ডিভাইস বিক্রি বন্ধ করে দেওয়ার পাঁচ বছর পর অ্যাপল একে ‘ভিনটেজ’ তালিকায় রাখে এই টেক জায়ান্ট। তবে ভিনটেজ পণ্যটি মেরামত করে দেয় অ্যাপল। তবে এটি প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রাপ্যতার ওপর নির্ভর করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত