Ajker Patrika

স্পেনের কারাগার থেকে অ্যান্টি ভাইরাসের নির্মাতা জন ম্যাকাফির মৃতদেহ উদ্ধার

আপডেট : ২৪ জুন ২০২১, ১৪: ৫০
স্পেনের কারাগার থেকে  অ্যান্টি ভাইরাসের নির্মাতা জন ম্যাকাফির মৃতদেহ উদ্ধার

ঢাকা: অ্যান্টি ভাইরাস সফটওয়্যারের নির্মাতা জন ম্যাকাফি (৭৫) মারা গেছেন। স্পেনের বার্সেলোনার একটি কারাগারে তাঁকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কর ফাঁকি দেওয়ার অভিযোগে স্পেনের আদালত তাঁকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে রাজি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ঘটনাটি ঘটল। আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কাতালান বিচার বিভাগ বলেছে, কারাগারের চিকিৎসকেরা অনেক চেষ্টা করেও জন ম্যাকাফির জ্ঞান ফেরাতে সক্ষম হননি।

এক বিবৃতিতে কারাগার কর্তৃপক্ষ বলেছে, সবকিছু বিবেচনা করে মনে হচ্ছে ম্যাকাফি আত্মহত্যা করেছেন। 

বার্তা সংস্থা রয়টার্সকে জন ম্যাকাফির আইনজীবী জাভিয়ের ভিলালভা বলেন, কারাকক্ষের ভেতরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন তিনি। হতাশা থেকেই তিনি এমনটি করে থাকতে পারেন।

প্রসঙ্গত, ২০২০ সালের অক্টোবরে জন ম্যাকাফি তুরস্কে যাওয়ার জন্য বিমানে ওঠার আগমুহূর্তে স্পেনে গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি কনসালটিং বা পরামর্শবিষয়ক কাজকর্ম, বক্তৃতা-ভাষণের মতো স্পিকিং এনগেজমেন্ট, ক্রিপ্টোকারেন্সি এমনকি নিজের জীবনগাথার স্বত্ব বিক্রি করে তিনি শত শত কোটি টাকা আয় করলেও চার বছর ধরে ট্যাক্স রিটার্ন দাখিল করতে ব্যর্থ হয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অভিযোগ, ম্যাকাফি তাঁর আয়ের টাকা ব্যাংক ও ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ অ্যাকাউন্টে নমিনিদের নামে জমা করে ট্যাক্সের দায় এড়িয়ে গেছেন।

ম্যাকাফির বিরুদ্ধে ইয়ট, রিয়েল এস্টেটসহ অন্যদের নামে কেনা আরও বহু সম্পদের হিসাব গোপন করার অভিযোগ ছিল।

গতকাল বুধবার ম্যাকাফিকে এসব অভিযোগের মুখোমুখি করতে স্পেনের জাতীয় আদালত তাঁকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর অনুমতি দেন। অনুমতি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ঘটনাটি ঘটল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত