Ajker Patrika

ফোনের ক্যামেরা ও মাইক্রোফোন হ্যাক করা সহজ, হ্যাকড কি না বুঝবেন কীভাবে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৪৭
কোনো অ্যাপ আকস্মিকভাবে ক্যামেরার অ্যাকসেস চাওয়া। ছবি: দ্য হ্যাকার নিউজ
কোনো অ্যাপ আকস্মিকভাবে ক্যামেরার অ্যাকসেস চাওয়া। ছবি: দ্য হ্যাকার নিউজ

বর্তমান সময়ে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত যেকোনো ডিভাইস হ্যাকিংয়ের শিকার হতে পারে—আর এর মধ্যে রয়েছে আপনার স্মার্টফোনও। ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং তথ্য ও কাজের সংবেদনশীল তথ্য থাকার কারণে স্মার্টফোনটি হ্যাকিং হলে ভুক্তভোগীকে বেশ বিপদেই পড়তে হয়। সাইবার অপরাধীরা ফোনের দুর্বলতা কাজে লাগিয়ে গোপনে আপনার ক্যামেরা ও মাইক্রোফোনে প্রবেশ করে নজরদারি করতে পারে। এ জন্য ফোনে কোনো অস্বাভাবিক আচরণ দেখা দিলে সতর্ক হওয়া জরুরি।

হ্যাকাররা ক্যামেরা ও মাইক্রোফোনের নিয়ন্ত্রণ যেভাবে নেয়

ম্যালওয়্যার ও স্পাইওয়্যার: ফিশিং ইমেইল, ভুয়া অ্যাপ কিংবা ক্ষতিকারক ওয়েবসাইট থেকে ইনস্টল হওয়া ম্যালওয়্যার ফোনে ক্যামেরা ও মাইক্রোফোনে গোপনে প্রবেশ করতে পারে।

অনিরাপদ অ্যাপস: কিছু অ্যাপ অতিরিক্ত অনুমতি চায়, যেখানে ক্যামেরা ও মাইক্রোফোনের প্রয়োজন হয় না। এসব অ্যাপ হ্যাকারদের হাত ধরে এক্সপ্লয়েটেড হতে পারে।

ফিশিং স্ক্যাম: হ্যাকাররা মিথ্যা বার্তা ও ইমেইল পাঠিয়ে আপনাকে ক্ষতিকারক লিংকে ক্লিক করানোর মাধ্যমে স্পাইওয়্যার ইনস্টল করে।

নেটওয়ার্ক আক্রমণ: অবাধে পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করলে মাঝেমধ্যে হ্যাকারদের আক্রমণের শিকার হতে পারেন।

সরাসরি নিয়ন্ত্রণ নেওয়া: কেউ যদি আপনার ফোন হাতে পান, তাৎক্ষণিকভাবে স্পাইওয়্যার ইনস্টল করে দূর থেকে ক্যামেরা ও মাইক্রোফোন চালু করতে পারে।

ফোনের মাইক্রোফোন হ্যাক হয়েছে বুঝবেন যেভাবে

  • ফোন কলের ব্যাকগ্রাউন্ডে কোনো যান্ত্রিক শব্দ আসা
  • অস্বাভাবিক গতিতে ব্যাটারি ফুরিয়ে যাওয়া
  • ফোন না ব্যবহার করলেও তাপমাত্রা বৃদ্ধি পাওয়া
  • মাইক্রোফোন ব্যবহারের নির্দেশক আলো আকস্মিক জ্বলা
  • ডেটার অস্বাভাবিক বৃদ্ধি, যা স্পাইওয়্যার অডিও ট্রান্সমিট করছে ইঙ্গিত দেয়

ফোনের ক্যামেরা হ্যাক হয়েছে যেভাবে বুঝবেন

  • ক্যামেরার নির্দেশক আলো আকস্মিক জ্বলা
  • অজানা ছবি বা ভিডিও গ্যালারিতে পাওয়া
  • ক্যামেরা অ্যাপ ধীরগতিতে চলা বা বারবার ক্র্যাশ হওয়া
  • কোনো অ্যাপ আকস্মিকভাবে ক্যামেরার অ্যাকসেস চাওয়া

নিরাপদ থাকতে যা করবেন

  • নিয়মিত অ্যাপ পারমিশন পর্যালোচনা করুন এবং প্রয়োজন ছাড়া ক্যামেরা ও মাইক্রোফোন অনুমতি সরিয়ে দিন
  • শক্তিশালী পাসওয়ার্ড ও ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করুন
  • বিশ্বস্ত সিকিউরিটি অ্যাপ ইনস্টল করুন
  • কেবল অফিশিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন
  • ক্যামেরা ব্যবহার না করলে তার ওপর স্টিকার বা ক্যামেরা কাভার ব্যবহার করুন

অতিরিক্ত নিরাপত্তা পরামর্শ

  • ফোনের বিভিন্ন অ্যাপের অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২ এফএ) ব্যবস্থা চালু করুন, যা আপনার অ্যাকাউন্টে অতিরিক্ত সুবিধা দেয়।
  • সফটওয়্যার আপডেট নিয়মিত করুন এবং অব্যবহৃত অ্যাপ পারমিশন বাতিল করুন।
  • ফিশিং স্ক্যাম থেকে সতর্ক থাকুন; সন্দেহজনক লিংক ও মেসেজ এড়িয়ে চলুন।
  • পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করার সময় ভিপিএন ব্যবহার করুন, যা আপনার ডেটা এনক্রিপ্ট করে।
  • স্মার্টফোন একটি শক্তিশালী টুল হলেও সঠিক নিরাপত্তা না থাকলে এটি হ্যাকারদের জন্য প্রবেশদ্বার হয়ে উঠতে পারে। সচেতনতা ও নিরাপত্তাব্যবস্থায় নজর রেখে আপনি আপনার ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা সুরক্ষিত রাখতে পারবেন।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি, এক শ্রমিক নিহত

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

পাকিস্তানকে সমর্থন করায় ভারত এসসিওর সদস্যপদ আটকে দেয়: আজারবাইজান

সোনার দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে

দেশে চালু হলো ৫-জি নেটওয়ার্ক, কী কী সুবিধা মিলবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত