প্রযুক্তি ডেস্ক
কাঙ্ক্ষিত মাত্রায় দর্শক না পাওয়ায় আয় কমছে স্ট্রিমিং সার্ভিসগুলোর। ফলে খরচ কমানোর কথা ভাবছে প্ল্যাটফর্মগুলো। এরই মধ্যে, খরচ কমানোর কথা জানিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। চলতি বছর ৩০ কোটি ডলার খরচ কমাবে প্ল্যাটফর্মটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স চলতি বছর ৩০ কোটি ডলার খরচ কমাবে। তবে খরচ কমাতে কোনো প্রকার নিয়োগ বন্ধ বা ছাঁটাই করা হবে না প্রতিষ্ঠানটিতে। সম্প্রতি, আয় বাড়াতে বেশ কিছু সিদ্ধান্ত নেয় নেটফ্লিক্স। সিদ্ধান্তগুলোর একটি হলো, প্ল্যাটফর্মে বিজ্ঞাপনযুক্ত ‘বেসিক প্ল্যান’ চালু করা।
প্রতিদ্বন্দ্বী ডিজনি প্লাস, হুলুর মতো প্ল্যাটফর্মগুলোর সঙ্গে পাল্লা দিতে হিমশিম খাচ্ছে নেটফ্লিক্স। খরচ কমাতে গত বছরের আগস্টে ১৫০ কর্মী ছাঁটাই করে নেটফ্লিক্স। সেপ্টেম্বর ও তার পরবর্তী মাসেও কর্মী ছাঁটাই করে প্রতিষ্ঠানটি। তবে এবার কোনো প্রকার ছাঁটাই ছাড়াই খরচ কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
এদিকে, ব্যবহারকারীদের মধ্যে পাসওয়ার্ড শেয়ার বন্ধে কাজ করছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। শিগগিরই অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রে পাসওয়ার্ড শেয়ারের ব্যবস্থাটি চালু করা হবে। চলতি বছরের জুলাই থেকে দেশটিতে আর পাসওয়ার্ড শেয়ারিং ব্যবস্থা কার্যকর থাকবে না। ধীরে ধীরে অন্যান্য দেশেও চালু করা হবে এই ব্যবস্থা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স জানায়, চলতি বছরের জুলাই থেকে প্রতিষ্ঠানটি অ্যাকাউন্ট শেয়ারিংয়ে বাধ্যবাধকতা আরোপ করবে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নেটফ্লিক্স চারটি দেশে পেইড শেয়ারিং ব্যবস্থা চালু করে। দ্বিতীয় প্রান্তিক (জুলাই) থেকে যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি জায়গায় এই ব্যবস্থা চালুর কথা জানিয়েছে প্ল্যাটফর্মটি।
কাঙ্ক্ষিত মাত্রায় দর্শক না পাওয়ায় আয় কমছে স্ট্রিমিং সার্ভিসগুলোর। ফলে খরচ কমানোর কথা ভাবছে প্ল্যাটফর্মগুলো। এরই মধ্যে, খরচ কমানোর কথা জানিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। চলতি বছর ৩০ কোটি ডলার খরচ কমাবে প্ল্যাটফর্মটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স চলতি বছর ৩০ কোটি ডলার খরচ কমাবে। তবে খরচ কমাতে কোনো প্রকার নিয়োগ বন্ধ বা ছাঁটাই করা হবে না প্রতিষ্ঠানটিতে। সম্প্রতি, আয় বাড়াতে বেশ কিছু সিদ্ধান্ত নেয় নেটফ্লিক্স। সিদ্ধান্তগুলোর একটি হলো, প্ল্যাটফর্মে বিজ্ঞাপনযুক্ত ‘বেসিক প্ল্যান’ চালু করা।
প্রতিদ্বন্দ্বী ডিজনি প্লাস, হুলুর মতো প্ল্যাটফর্মগুলোর সঙ্গে পাল্লা দিতে হিমশিম খাচ্ছে নেটফ্লিক্স। খরচ কমাতে গত বছরের আগস্টে ১৫০ কর্মী ছাঁটাই করে নেটফ্লিক্স। সেপ্টেম্বর ও তার পরবর্তী মাসেও কর্মী ছাঁটাই করে প্রতিষ্ঠানটি। তবে এবার কোনো প্রকার ছাঁটাই ছাড়াই খরচ কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
এদিকে, ব্যবহারকারীদের মধ্যে পাসওয়ার্ড শেয়ার বন্ধে কাজ করছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। শিগগিরই অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রে পাসওয়ার্ড শেয়ারের ব্যবস্থাটি চালু করা হবে। চলতি বছরের জুলাই থেকে দেশটিতে আর পাসওয়ার্ড শেয়ারিং ব্যবস্থা কার্যকর থাকবে না। ধীরে ধীরে অন্যান্য দেশেও চালু করা হবে এই ব্যবস্থা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স জানায়, চলতি বছরের জুলাই থেকে প্রতিষ্ঠানটি অ্যাকাউন্ট শেয়ারিংয়ে বাধ্যবাধকতা আরোপ করবে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নেটফ্লিক্স চারটি দেশে পেইড শেয়ারিং ব্যবস্থা চালু করে। দ্বিতীয় প্রান্তিক (জুলাই) থেকে যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি জায়গায় এই ব্যবস্থা চালুর কথা জানিয়েছে প্ল্যাটফর্মটি।
কোম্পানির গোপন তথ্য বাইরে ফাঁস করায় সম্প্রতি প্রায় ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ তথ্য নিশ্চিত করেছেন মেটার একজন মুখপাত্র ডেভ আর্নল্ড।
১০ ঘণ্টা আগেরমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
১২ ঘণ্টা আগেনতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। কারণ চলতি বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো আলাদা অ্যাপ হিসেবে এই প্রযুক্তি উন্মোচন করার পরিকল্পনা করছে কোম্পানিটি। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।
১৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক ফোন এবং ভিডিও কলিং সেবা স্কাইপ ২০ বছর পর পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে। মাইক্রোসফট নিশ্চিত করেছে, আগামী মে মাস থেকে স্কাইপ আর ব্যবহারযোগ্য হবে না। তবে স্কাইপের লগ ইন তথ্য দিয়ে বিনা মূল্যে মাইক্রোসফট টিমস ব্যবহার করা যাবে। শিগগিরই উন্মুক্ত হবে এই সেবা।
১৫ ঘণ্টা আগে