ছবিতে বিভিন্ন ফিল্টার, টেক্সট ও স্টিকার যুক্ত করার সুবিধা রয়েছে ইনস্টাগ্রামে। । তবে ছবির ওপরে টেক্সট ও স্টিকার যুক্ত করার জন্য ছবিটি স্টোরি ফিচারের মাধ্যমে এডিট করতে হবে। এই প্রক্রিয়াটি বেশ ঝামেলার। ছবির ওপরে এসব উপাদান যুক্ত করার জন্য নতুন একটি আপডেট নিয়ে এসেছে ইনস্টাগ্রাম।
নতুন আপডেটের মাধ্যমে ছবিতে নতুন ফন্টে টেক্সট এবং স্টিকার যুক্ত করা যাবে। এর মাধ্যমে নিজের ব্যক্তিগত রুচি আরও ভালোভাবে প্রকাশ করতে পারবেন। ফিচারটি ব্যবহার করার জন্য গ্যালারির কোনো ছবি নির্বাচন করুন ও নেক্সট বাটনে ট্যাপ করুন। এখন ডানপাশের ওপরের দিকে থাকা অপশনগুলোর মাধ্যমে ছবির ওপর টেক্সট, স্টিকার যুক্ত করতে পারবেন।
টেক্সট ছাড়াও ছবিও স্টিকার হিসেবে যুক্ত করা যাবে, যা বিভিন্ন আকারে কাস্টমাইজ করা যেতে পারে যেমন স্কয়ার (বর্গাকৃতি), সার্কেল (বৃত্তাকার), হার্ট বা স্টার (তারকাকৃতি)।
এসব অপশন ইনস্টাগ্রামে খুঁজে না পেলে অ্যাপটির সর্বশেষ সংস্করণ গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে।
নতুন আপডেটে রিলস এবং স্টোরির টেক্সটেও কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এসব ফিচারের জন্য নতুন ফন্ট, ইফেক্ট ও অ্যানিমেশনও নিয়ে আসা হয়েছে।
সম্প্রতি একটি রিলসেই একই সঙ্গে ২০টি ভিডিও যুক্ত করার সুবিধা দিয়েছে ইনস্টাগ্রাম। নতুন এই আপডেটের ফলে একাধিক অডিও যুক্ত করার জন্য থার্ড পার্ট অ্যাপের ওপর নির্ভর করতে হবে না ব্যবহারকারীদের। ইনস্টাগ্রাম অ্যাপেই এটি সম্ভব হবে। ফলে ক্রিয়েটরদের সময় ও শ্রম উভয়ই বাঁচবে।
ফিচারটি ব্যবহার করার জন্য ইনস্টাগ্রামের ভিডিও এডিটরের নতুন ‘অ্যাড টু মিক্স’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর পছন্দ মতো অডিও, মিউজিক বাছাই করতে হবে। এরপর মিউজিকের কতটুকু অংশ ও ভিডিওর কোন অংশে ব্যবহার করা হবে তা নির্ধারণ করতে হবে। এ ছাড়া আলাদা আলাদাভাবে মিউজিক ও অডিওগুলোর ভলিউম বাড়ানো–কমানোও যাবে।
ছবিতে বিভিন্ন ফিল্টার, টেক্সট ও স্টিকার যুক্ত করার সুবিধা রয়েছে ইনস্টাগ্রামে। । তবে ছবির ওপরে টেক্সট ও স্টিকার যুক্ত করার জন্য ছবিটি স্টোরি ফিচারের মাধ্যমে এডিট করতে হবে। এই প্রক্রিয়াটি বেশ ঝামেলার। ছবির ওপরে এসব উপাদান যুক্ত করার জন্য নতুন একটি আপডেট নিয়ে এসেছে ইনস্টাগ্রাম।
নতুন আপডেটের মাধ্যমে ছবিতে নতুন ফন্টে টেক্সট এবং স্টিকার যুক্ত করা যাবে। এর মাধ্যমে নিজের ব্যক্তিগত রুচি আরও ভালোভাবে প্রকাশ করতে পারবেন। ফিচারটি ব্যবহার করার জন্য গ্যালারির কোনো ছবি নির্বাচন করুন ও নেক্সট বাটনে ট্যাপ করুন। এখন ডানপাশের ওপরের দিকে থাকা অপশনগুলোর মাধ্যমে ছবির ওপর টেক্সট, স্টিকার যুক্ত করতে পারবেন।
টেক্সট ছাড়াও ছবিও স্টিকার হিসেবে যুক্ত করা যাবে, যা বিভিন্ন আকারে কাস্টমাইজ করা যেতে পারে যেমন স্কয়ার (বর্গাকৃতি), সার্কেল (বৃত্তাকার), হার্ট বা স্টার (তারকাকৃতি)।
এসব অপশন ইনস্টাগ্রামে খুঁজে না পেলে অ্যাপটির সর্বশেষ সংস্করণ গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে।
নতুন আপডেটে রিলস এবং স্টোরির টেক্সটেও কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এসব ফিচারের জন্য নতুন ফন্ট, ইফেক্ট ও অ্যানিমেশনও নিয়ে আসা হয়েছে।
সম্প্রতি একটি রিলসেই একই সঙ্গে ২০টি ভিডিও যুক্ত করার সুবিধা দিয়েছে ইনস্টাগ্রাম। নতুন এই আপডেটের ফলে একাধিক অডিও যুক্ত করার জন্য থার্ড পার্ট অ্যাপের ওপর নির্ভর করতে হবে না ব্যবহারকারীদের। ইনস্টাগ্রাম অ্যাপেই এটি সম্ভব হবে। ফলে ক্রিয়েটরদের সময় ও শ্রম উভয়ই বাঁচবে।
ফিচারটি ব্যবহার করার জন্য ইনস্টাগ্রামের ভিডিও এডিটরের নতুন ‘অ্যাড টু মিক্স’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর পছন্দ মতো অডিও, মিউজিক বাছাই করতে হবে। এরপর মিউজিকের কতটুকু অংশ ও ভিডিওর কোন অংশে ব্যবহার করা হবে তা নির্ধারণ করতে হবে। এ ছাড়া আলাদা আলাদাভাবে মিউজিক ও অডিওগুলোর ভলিউম বাড়ানো–কমানোও যাবে।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে