অনলাইন ডেস্ক
মস্তিষ্কে নিউরালিংকের চিপ নিয়ে মাইন্ড কন্ট্রোল বা চিন্তার মাধ্যমে অনলাইনে দাবা খেলেছেন নোল্যান্ড আরবা। ইলন মাস্কের ব্রেইন চিপ কোম্পানি নিউরালিংকের গত বুধবারে এক লাইভস্ট্রিমে এই চমকপ্রদ ঘটনা দেখা যায়। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
২৯ বছর বয়সী নোল্যান্ড মস্তিষ্কে চিপ বসানো প্রথম ব্যক্তি। সড়ক দুর্ঘটনায় তাঁর শরীরের কাঁধের নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। তবে মস্তিষ্কে চিপ বসানোর পর তাকে ল্যাপটপে দাবা খেলতে দেখা যায়। নিউরালিংকের ডিভাইস ব্যবহার করে তাকে চিন্তার মাধ্যমে কার্সার নিয়ন্ত্রণ করতে দেখা যায়।
শুধুমাত্র চিন্তাভাবনা ব্যবহার করে রোগীদের একটি কম্পিউটার কার্সার বা কিবোর্ড নিয়ন্ত্রণ করতে সক্ষম করার চেষ্টা করে নিউরালিংকের এই চিপ। গত জানুয়ারিতে আরবার মস্তিষ্কে চিপ স্থাপন করে নিউরালিংক। গত মাসে মাস্ক জানান, চিন্তার মাধ্যমেই কম্পিউটার মাউস নিয়ন্ত্রণ করতে পারেন আরবা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের (সাবেক টুইটার) লাইভস্ট্রিমে আরবা বলেন, ‘অস্ত্রোপচার অনেক সহজ ছিল। একদিন পরেই আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আমার কোন বোঝাশোনায় প্রতিবন্ধকতা নেই।’
তিনি আরও যুক্ত করেন, তিনি সিভিলাইজেশন ৬ গেমটি খেলা ছেড়েই দিয়েছিলেন। গেমটি পুনরায় খেলার জন্য নিউরালিংক তাকে সক্ষম করেছে এবং তিনি একটানা ৮ ঘণ্টা গেমটি খেলেন।
নতুন প্রযুক্তির সঙ্গে তার অভিজ্ঞতার বিষয়ে আরবাঘ বলেন, প্রক্রিয়াটি এখনো ‘নিখুঁত নয়’ এবং কোম্পানিটি ‘কিছু সমস্যার’ সম্মুখীন হয়েছিল।
নোল্যান্ড বলেন, ‘আমি চাই না সবাই ভাবুক প্রযুক্তিটির যাত্রা এখানেই শেষ, এখনো অনেক কাজ করা বাকি আছে। তবে এটি ইতিমধ্যে আমার জীবনকে বদলে দিয়েছে।’
ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের নিউরাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রাক্তন প্রোগ্রাম ডিরেক্টর কিপ লুডভিগ বলেন, নিউরালিংক যা দেখিয়েছে তা কোনো ‘যুগান্তকারী’ আবিষ্কার নয়। চিপ বসানোর পরের প্রভাব জানার জন্য এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নিউরালিংক ও রোগীর উভয়ের এখনো অনেক কিছু জানার রয়েছে।
লুডউইগ বলেন, এটি এই ধরনের রোগীর জন্য একটি ইতিবাচক দিক। নিউরালিংক কম্পিউটারের সঙ্গে এমনভাবে ইন্টারফেস করতে সক্ষম হয়েছে যা অন্য কোনো চিপ এর আগে করতে সক্ষম ছিল না। এটি অবশ্যই একটি ভালো সূচনা।
মস্তিষ্কে নিউরালিংকের চিপ নিয়ে মাইন্ড কন্ট্রোল বা চিন্তার মাধ্যমে অনলাইনে দাবা খেলেছেন নোল্যান্ড আরবা। ইলন মাস্কের ব্রেইন চিপ কোম্পানি নিউরালিংকের গত বুধবারে এক লাইভস্ট্রিমে এই চমকপ্রদ ঘটনা দেখা যায়। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
২৯ বছর বয়সী নোল্যান্ড মস্তিষ্কে চিপ বসানো প্রথম ব্যক্তি। সড়ক দুর্ঘটনায় তাঁর শরীরের কাঁধের নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। তবে মস্তিষ্কে চিপ বসানোর পর তাকে ল্যাপটপে দাবা খেলতে দেখা যায়। নিউরালিংকের ডিভাইস ব্যবহার করে তাকে চিন্তার মাধ্যমে কার্সার নিয়ন্ত্রণ করতে দেখা যায়।
শুধুমাত্র চিন্তাভাবনা ব্যবহার করে রোগীদের একটি কম্পিউটার কার্সার বা কিবোর্ড নিয়ন্ত্রণ করতে সক্ষম করার চেষ্টা করে নিউরালিংকের এই চিপ। গত জানুয়ারিতে আরবার মস্তিষ্কে চিপ স্থাপন করে নিউরালিংক। গত মাসে মাস্ক জানান, চিন্তার মাধ্যমেই কম্পিউটার মাউস নিয়ন্ত্রণ করতে পারেন আরবা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের (সাবেক টুইটার) লাইভস্ট্রিমে আরবা বলেন, ‘অস্ত্রোপচার অনেক সহজ ছিল। একদিন পরেই আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আমার কোন বোঝাশোনায় প্রতিবন্ধকতা নেই।’
তিনি আরও যুক্ত করেন, তিনি সিভিলাইজেশন ৬ গেমটি খেলা ছেড়েই দিয়েছিলেন। গেমটি পুনরায় খেলার জন্য নিউরালিংক তাকে সক্ষম করেছে এবং তিনি একটানা ৮ ঘণ্টা গেমটি খেলেন।
নতুন প্রযুক্তির সঙ্গে তার অভিজ্ঞতার বিষয়ে আরবাঘ বলেন, প্রক্রিয়াটি এখনো ‘নিখুঁত নয়’ এবং কোম্পানিটি ‘কিছু সমস্যার’ সম্মুখীন হয়েছিল।
নোল্যান্ড বলেন, ‘আমি চাই না সবাই ভাবুক প্রযুক্তিটির যাত্রা এখানেই শেষ, এখনো অনেক কাজ করা বাকি আছে। তবে এটি ইতিমধ্যে আমার জীবনকে বদলে দিয়েছে।’
ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের নিউরাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রাক্তন প্রোগ্রাম ডিরেক্টর কিপ লুডভিগ বলেন, নিউরালিংক যা দেখিয়েছে তা কোনো ‘যুগান্তকারী’ আবিষ্কার নয়। চিপ বসানোর পরের প্রভাব জানার জন্য এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নিউরালিংক ও রোগীর উভয়ের এখনো অনেক কিছু জানার রয়েছে।
লুডউইগ বলেন, এটি এই ধরনের রোগীর জন্য একটি ইতিবাচক দিক। নিউরালিংক কম্পিউটারের সঙ্গে এমনভাবে ইন্টারফেস করতে সক্ষম হয়েছে যা অন্য কোনো চিপ এর আগে করতে সক্ষম ছিল না। এটি অবশ্যই একটি ভালো সূচনা।
যখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৩ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১৮ ঘণ্টা আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
২০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য আলোচনা করছে জাপানের অন্যতম শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান সফটব্যাংক। নতুন বিনিয়োগের ফলে ওপেনএআই–এর মোট বাজারমূল্য ৩০০ বিলয়ন ডলার হবে। এই আলোচনা সফল হলে, এটি একক ফান্ডিং রাউন্ডে সর্বোচ্চ পরিমাণ অর্থ
২০ ঘণ্টা আগে