সাদাত হোসেন
আপনার কল্পনাকে হার মানাবে এ সংবাদ। মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, মিস ইন্টারন্যাশনাল কিংবা মিস আর্থ নামের সুন্দরী প্রতিযোগিতার নামের সঙ্গে হয়তো আপনার পরিচয় আছে। এর সবই মানুষকে কেন্দ্র করে। কিন্তু এবার বিশ্বে যে সুন্দরী প্রতিযোগিতা হতে যাচ্ছে, তাতে সুন্দরীরা তো নেই-ই, নেই কোনো মানুষও।
বিশ্বে প্রথমবারের মতো হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি মডেলদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা। এর আয়োজক ওয়ার্ল্ড এআই ক্রিয়েটর অ্যাওয়ার্ডস। বিশ্বজুড়ে এআই ক্রিয়েটরদের সম্মান জানাতে এই আয়োজন। যে মডেল জিতে যাবে, তাকে মিস এআই শিরোপা দেওয়া হবে। প্রতিযোগিতায় মোট ২০ হাজার ডলার বা প্রায় ২৪ লাখ টাকার পুরস্কার রাখা হয়েছে।
১৪ এপ্রিল থেকে শুরু হয়ে গেছে মিস এআই ক্রিয়েটরের এন্ট্রি। যাঁরা এ ধরনের এআই ক্রিয়েটরের মডেল বানিয়ে থাকেন, তাঁরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। তবে তাঁর সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি থাকতে হবে এবং বয়স হতে হবে অবশ্যই আঠারো বছরের বেশি। ইতিমধ্যে ওয়ার্ল্ড এআই ক্রিয়েটর অ্যাওয়ার্ডসের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে।
মিস এআই কনটেস্টের মডেলদের হতে হবে নারী এবং এগুলো শতভাগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি হতে হবে। কোন টুল দিয়ে এই মডেল তৈরি করা হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। এ মুহূর্তে এআই অ্যাভাটার বানানোর জন্য কিছু জনপ্রিয় মাধ্যম হলো ওপেনএআইয়ের ডাল-ই, মিডজার্নি ও কোপাইলট। এসব টুল দিয়ে সবচেয়ে বেশি এআই অ্যাভাটার তৈরি করা হয়ে থাকে বিশ্বব্যাপী। এ জন্য হাজার হাজার প্রম্পট জমা পড়ে টুলগুলোতে। সেসব প্রম্পট থেকে তৈরি সেরা এআই মডেলকে বেছে নেওয়া হবে বিশ্বের প্রথম মিস এআই হিসেবে।
আয়োজক সংস্থা জানিয়েছে, তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে বিচার করা হবে এসব সুন্দরীকে। এগুলো হলো সৌন্দর্য, প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া উপস্থিতি। সৌন্দর্যের ক্ষেত্রে এআই মডেলের রূপ, তার ডিজাইন, পোশাক ইত্যাদি দেখা হবে। প্রযুক্তির ক্ষেত্রে দেখা হবে ক্রিয়েটরের দক্ষতা ও কোন টুলের মাধ্যমে ক্রিয়েটর এই মডেল বানিয়েছেন। প্রযুক্তির ক্ষেত্রে প্রম্পট সবচেয়ে বড় ভূমিকা পালন করবে।
সর্বশেষ ক্রিয়েটরের সোশ্যাল মিডিয়া পরিচিতি। তার বানানো এআই মডেলের লাইক, কমেন্ট, ফ্যান ইত্যাদি দেখা হবে। চারজন বিচারক থাকবেন সেরা এআই মডেলদের বেছে নেওয়ার জন্য। মজার বিষয় হলো, এই বিচারকদের মধ্যে দুজন আছেন এআই ইন্ফ্লুয়েন্সার।
প্রথম জন আইটানা লোপেজ, যাঁর ৩০ লাখের বেশি ফলোয়ার রয়েছে। দ্বিতীয় জন ২৮ লাখের বেশি ইনস্টাগ্রাম ফলোয়ারের অধিকারী এমিলি পেলেগ্রিনি। আগামী ১০ মে সেরা এআই মডেলের নাম ঘোষণা করা হবে। সেই সঙ্গে তাঁকে পুরস্কার দেওয়া হবে পাঁচ হাজার ডলার বা প্রায় ছয় লাখ টাকা।
সূত্র: মিন্ট, গ্যাজেট ৩৬০
আপনার কল্পনাকে হার মানাবে এ সংবাদ। মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, মিস ইন্টারন্যাশনাল কিংবা মিস আর্থ নামের সুন্দরী প্রতিযোগিতার নামের সঙ্গে হয়তো আপনার পরিচয় আছে। এর সবই মানুষকে কেন্দ্র করে। কিন্তু এবার বিশ্বে যে সুন্দরী প্রতিযোগিতা হতে যাচ্ছে, তাতে সুন্দরীরা তো নেই-ই, নেই কোনো মানুষও।
বিশ্বে প্রথমবারের মতো হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি মডেলদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা। এর আয়োজক ওয়ার্ল্ড এআই ক্রিয়েটর অ্যাওয়ার্ডস। বিশ্বজুড়ে এআই ক্রিয়েটরদের সম্মান জানাতে এই আয়োজন। যে মডেল জিতে যাবে, তাকে মিস এআই শিরোপা দেওয়া হবে। প্রতিযোগিতায় মোট ২০ হাজার ডলার বা প্রায় ২৪ লাখ টাকার পুরস্কার রাখা হয়েছে।
১৪ এপ্রিল থেকে শুরু হয়ে গেছে মিস এআই ক্রিয়েটরের এন্ট্রি। যাঁরা এ ধরনের এআই ক্রিয়েটরের মডেল বানিয়ে থাকেন, তাঁরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। তবে তাঁর সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি থাকতে হবে এবং বয়স হতে হবে অবশ্যই আঠারো বছরের বেশি। ইতিমধ্যে ওয়ার্ল্ড এআই ক্রিয়েটর অ্যাওয়ার্ডসের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে।
মিস এআই কনটেস্টের মডেলদের হতে হবে নারী এবং এগুলো শতভাগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি হতে হবে। কোন টুল দিয়ে এই মডেল তৈরি করা হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। এ মুহূর্তে এআই অ্যাভাটার বানানোর জন্য কিছু জনপ্রিয় মাধ্যম হলো ওপেনএআইয়ের ডাল-ই, মিডজার্নি ও কোপাইলট। এসব টুল দিয়ে সবচেয়ে বেশি এআই অ্যাভাটার তৈরি করা হয়ে থাকে বিশ্বব্যাপী। এ জন্য হাজার হাজার প্রম্পট জমা পড়ে টুলগুলোতে। সেসব প্রম্পট থেকে তৈরি সেরা এআই মডেলকে বেছে নেওয়া হবে বিশ্বের প্রথম মিস এআই হিসেবে।
আয়োজক সংস্থা জানিয়েছে, তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে বিচার করা হবে এসব সুন্দরীকে। এগুলো হলো সৌন্দর্য, প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া উপস্থিতি। সৌন্দর্যের ক্ষেত্রে এআই মডেলের রূপ, তার ডিজাইন, পোশাক ইত্যাদি দেখা হবে। প্রযুক্তির ক্ষেত্রে দেখা হবে ক্রিয়েটরের দক্ষতা ও কোন টুলের মাধ্যমে ক্রিয়েটর এই মডেল বানিয়েছেন। প্রযুক্তির ক্ষেত্রে প্রম্পট সবচেয়ে বড় ভূমিকা পালন করবে।
সর্বশেষ ক্রিয়েটরের সোশ্যাল মিডিয়া পরিচিতি। তার বানানো এআই মডেলের লাইক, কমেন্ট, ফ্যান ইত্যাদি দেখা হবে। চারজন বিচারক থাকবেন সেরা এআই মডেলদের বেছে নেওয়ার জন্য। মজার বিষয় হলো, এই বিচারকদের মধ্যে দুজন আছেন এআই ইন্ফ্লুয়েন্সার।
প্রথম জন আইটানা লোপেজ, যাঁর ৩০ লাখের বেশি ফলোয়ার রয়েছে। দ্বিতীয় জন ২৮ লাখের বেশি ইনস্টাগ্রাম ফলোয়ারের অধিকারী এমিলি পেলেগ্রিনি। আগামী ১০ মে সেরা এআই মডেলের নাম ঘোষণা করা হবে। সেই সঙ্গে তাঁকে পুরস্কার দেওয়া হবে পাঁচ হাজার ডলার বা প্রায় ছয় লাখ টাকা।
সূত্র: মিন্ট, গ্যাজেট ৩৬০
মার্কিন বিচার বিভাগের একচেটিয়া আধিপত্য মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার এবং অ্যাড এক্সচেঞ্জের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে গত বৃহস্পতিবার রায় দিয়েছিলেন ভার্জিনিয়ার মার্কিন জেলা বিচারক লিওনি ব্রিনকেমা।
৮ মিনিট আগেবৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৮ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১ দিন আগে