Ajker Patrika

ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াতে

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮: ১২
ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াতে

ইউটিউব চ্যানেল তৈরি করে বহুদিন ধরে একের পর এক ভিডিও বানিয়েও অনেকের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না। ফলে চ্যানেলটি বড় হয় না এবং সেটা থেকে কাঙ্ক্ষিত আয়ও হয় না। এসব দেখে অনেকে হতাশ হয়ে যায়। সেটি না করে বরং মনোযোগ দিতে হবে সাবস্ক্রাইবার বাড়ানোর দিকে। সে জন্য মেনে চলতে হবে বেশ কয়েকটি কৌশল। 

যেসব টিপস জানতে হবে

  • প্রিয় চ্যানেলটিতে প্রতিদিন নিয়ম করে ছোট ছোট ভিডিও পোস্ট দেওয়ার চেষ্টা করুন।
  • সব সময় ভালো মানের কনটেন্ট আপলোডের চেষ্টা করুন।
  • প্রতিটি ভিডিওর থাম্বনেইল আকর্ষণীয় করতে কী দেওয়া যায়, সেদিকে নজর দিন। 
  • অবশ্যই চ্যানেলটি অপটিমাইজ করে নেবেন। যে ভিডিওই আপলোড করুন না কেন, মনে রাখবেন, তার ধারাবাহিকতা বজায় রাখাটা খুব জরুরি। 
  • চ্যানেলটি প্রচার করার ব্যবস্থা নিন। তার জন্য প্রয়োজনে স্টোরি দিন। ভিডিও আপলোডের সময় জানিয়ে পোস্ট করুন। আপলোডের পর মানুষের কাছ থেকে ফিডব্যাক জানতে চান। আকর্ষণীয় প্রশ্নোত্তর পর্ব রাখতে পারেন ভিউয়ারের জন্য এবং বিজয়ীদের নাম ঘোষণা করতে পারেন পরের ভিডিওতে। পুরস্কারের ব্যবস্থাও রাখতে পারেন বিজয়ীদের জন্য।
  • কনটেন্ট শুধু এইচডি কোয়ালিটিতে পোস্ট করবেন। মনে রাখবেন, এখন কেউ খারাপ মানের ভিডিও দেখে সময় অপচয় করতে পছন্দ করে না। তার মানে এমন কনটেন্ট রাখতে হবে, যা মানুষের পছন্দের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত