আজকের পত্রিকা ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সার্ভার তৈরির জন্য মানবাকৃতির রোবট ব্যবহার করার পরিকল্পনা করছে তাইওয়ানের ইলেকট্রনিকস পণ্য নির্মাতা ফক্সকন ও যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা এনভিডিয়া। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবস্থিত ফক্সকন কারখানায় রোবটগুলো ব্যবহার করা হতে পারে। দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এই রোবট ব্যবহারের পরিকল্পনা চূড়ান্ত হবে আগামী কয়েক মাসের মধ্যেই। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে উৎপাদনব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে এই মানবাকৃতির রোবটগুলো।
এনভিডিয়ার সঙ্গে যৌথভাবে মানবাকৃতির রোবট তৈরি করছে ফক্সকন। তবে হিউস্টোনের কারখানায় কোন ধরনের মানবাকৃতির রোবট ব্যবহার করা হবে, তা এখনো স্পষ্ট নয়। সেই সঙ্গে প্রাথমিকভাবে কতটি রোবট ব্যবহার করা হবে, তাও জানা যায়নি।
সূত্র বলছে, আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে ফক্সকনের নতুন কারখানায় জিবি ৩০০ এআই সার্ভার তৈরি শুরু হবে। সে সময়ের মধ্যে দুই কোম্পানি রোবটগুলো কারখানার ব্যবহারের জন্য উপযোগী করে তুলতে চায়।
কারখানায় রোবটগুলোর মূল কাজ কী হবে তা এখনো স্পষ্ট নয়। তবে গত মে মাসের ফক্সকনের একটি প্রেজেন্টেশন থেকে জানা যায়, রোবটগুলোকে পণ্য ওঠানো ও জায়গামতো রাখার জন্য প্রশিক্ষণ দিচ্ছে কোম্পানিটি। সেই সঙ্গে পণ্য সংযোজন ও কেব্ল সংযোগের জন্যও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সূত্র জানিয়েছে, হিউস্টনের কারখানাটি নতুন এবং এতে পর্যাপ্ত স্থান থাকায় হিউম্যানয়েড রোবট মোতায়েনের জন্য এটি উপযুক্ত বলে মনে করছে ফক্সকন।
তবে বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ফক্সকন ও এনভিডিয়া।
ফক্সকনের সহায়ক প্রতিষ্ঠান ফক্সকন ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেটের রোবটিকস ইউনিটের জেনারেল ম্যানেজার লিও গুও জানিয়েছেন, নভেম্বরে ফক্সকনের বার্ষিক প্রযুক্তি প্রদর্শনীতে দুটি হিউম্যানয়েড রোবট উপস্থাপন করা হবে। এর মধ্যে একটি হবে পায়ে হাঁটার, অন্যটি চাকার ওপর চলা স্বয়ংক্রিয় মোবাইল রোবট।
চাকার ভিত্তিতে নির্মিত রোবটের খরচ পায়ে হাঁটা রোবটের তুলনায় অনেক কম পড়বে বলেও উল্লেখ করেন তিনি।
এআই সার্ভার তৈরিতে রোবট ব্যবহারের মাধ্যমে এনভিডিয়া রোবটিকস খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চায়। এনভিডিয়া ইতিমধ্যে হিউম্যানয়েড রোবট নির্মাতাদের জন্য সফটওয়্যার ও হার্ডওয়্যার প্ল্যাটফর্ম সরবরাহ করে আসছে।
চলতি বছরের মার্চে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ভবিষ্যদ্বাণী করেন, আগামী পাঁচ বছরের মধ্যেই শিল্প কারখানায় হিউম্যানয়েড রোবটের ব্যাপক ব্যবহার শুরু হবে।
এর আগে জার্মানির মার্সিডিজ বেঞ্জ ও বিএমডব্লিউ উৎপাদন লাইনে রোবট পরীক্ষা করেছে। টেসলা নিজস্ব হিউম্যানয়েড রোবট নির্মাণ করছে। চীনও এই প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সার্ভার তৈরির জন্য মানবাকৃতির রোবট ব্যবহার করার পরিকল্পনা করছে তাইওয়ানের ইলেকট্রনিকস পণ্য নির্মাতা ফক্সকন ও যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা এনভিডিয়া। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবস্থিত ফক্সকন কারখানায় রোবটগুলো ব্যবহার করা হতে পারে। দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এই রোবট ব্যবহারের পরিকল্পনা চূড়ান্ত হবে আগামী কয়েক মাসের মধ্যেই। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে উৎপাদনব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে এই মানবাকৃতির রোবটগুলো।
এনভিডিয়ার সঙ্গে যৌথভাবে মানবাকৃতির রোবট তৈরি করছে ফক্সকন। তবে হিউস্টোনের কারখানায় কোন ধরনের মানবাকৃতির রোবট ব্যবহার করা হবে, তা এখনো স্পষ্ট নয়। সেই সঙ্গে প্রাথমিকভাবে কতটি রোবট ব্যবহার করা হবে, তাও জানা যায়নি।
সূত্র বলছে, আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে ফক্সকনের নতুন কারখানায় জিবি ৩০০ এআই সার্ভার তৈরি শুরু হবে। সে সময়ের মধ্যে দুই কোম্পানি রোবটগুলো কারখানার ব্যবহারের জন্য উপযোগী করে তুলতে চায়।
কারখানায় রোবটগুলোর মূল কাজ কী হবে তা এখনো স্পষ্ট নয়। তবে গত মে মাসের ফক্সকনের একটি প্রেজেন্টেশন থেকে জানা যায়, রোবটগুলোকে পণ্য ওঠানো ও জায়গামতো রাখার জন্য প্রশিক্ষণ দিচ্ছে কোম্পানিটি। সেই সঙ্গে পণ্য সংযোজন ও কেব্ল সংযোগের জন্যও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সূত্র জানিয়েছে, হিউস্টনের কারখানাটি নতুন এবং এতে পর্যাপ্ত স্থান থাকায় হিউম্যানয়েড রোবট মোতায়েনের জন্য এটি উপযুক্ত বলে মনে করছে ফক্সকন।
তবে বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ফক্সকন ও এনভিডিয়া।
ফক্সকনের সহায়ক প্রতিষ্ঠান ফক্সকন ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেটের রোবটিকস ইউনিটের জেনারেল ম্যানেজার লিও গুও জানিয়েছেন, নভেম্বরে ফক্সকনের বার্ষিক প্রযুক্তি প্রদর্শনীতে দুটি হিউম্যানয়েড রোবট উপস্থাপন করা হবে। এর মধ্যে একটি হবে পায়ে হাঁটার, অন্যটি চাকার ওপর চলা স্বয়ংক্রিয় মোবাইল রোবট।
চাকার ভিত্তিতে নির্মিত রোবটের খরচ পায়ে হাঁটা রোবটের তুলনায় অনেক কম পড়বে বলেও উল্লেখ করেন তিনি।
এআই সার্ভার তৈরিতে রোবট ব্যবহারের মাধ্যমে এনভিডিয়া রোবটিকস খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চায়। এনভিডিয়া ইতিমধ্যে হিউম্যানয়েড রোবট নির্মাতাদের জন্য সফটওয়্যার ও হার্ডওয়্যার প্ল্যাটফর্ম সরবরাহ করে আসছে।
চলতি বছরের মার্চে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ভবিষ্যদ্বাণী করেন, আগামী পাঁচ বছরের মধ্যেই শিল্প কারখানায় হিউম্যানয়েড রোবটের ব্যাপক ব্যবহার শুরু হবে।
এর আগে জার্মানির মার্সিডিজ বেঞ্জ ও বিএমডব্লিউ উৎপাদন লাইনে রোবট পরীক্ষা করেছে। টেসলা নিজস্ব হিউম্যানয়েড রোবট নির্মাণ করছে। চীনও এই প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। বুধবার দুপুরে নবনিযুক্ত প্রশাসক বেসিস কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বেস
১ ঘণ্টা আগেপ্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৬ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৭ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৮ ঘণ্টা আগে