প্রযুক্তি ডেস্ক
প্রযুক্তি বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। গত নভেম্বরে উন্মোচনের পর থেকেই প্রতিদিনই লাখ লাখ ব্যবহারকারী যুক্ত হচ্ছে এই প্ল্যাটফর্মে। মাত্র ২ মাসেই ১০ কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছে চ্যাটজিপিটিতে। কম সময়ে বেশি সংখ্যক ব্যবহারকারীর হিসেবে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক থেকে এগিয়ে গেল চ্যাটজিপিটি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন করতে টিকটকের লেগেছিল ৯ মাসের বেশি সময়। চ্যাটজিপিটির পূর্বে টিকটকই ছিল দ্রুত বর্ধনশীল ভোক্তা অ্যাপ। টিকটককে পেছনে ফেলে এখন এই তকমা পেয়েছে চ্যাটজিপিটি। বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান সিমিলারওয়েবের গবেষণার ওপর ভিত্তি করে এ তথ্য জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান ইউবিএস।
সম্প্রতি, চ্যাটজিপিটিতে সাবস্ক্রিপশন সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই সেবা পাবেন। ব্যবহারকারীদের তীব্র চাপের সময় প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে সাধারণত অপেক্ষা করতে হয় নতুন ব্যবহারকারীকে। তবে সাবস্ক্রিপশনের আওতায় থাকা গ্রাহকেরা এ সময় চ্যাটজিপিটিতে প্রবেশের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটির মাসিক সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করা হয়েছে ২০ ডলার। সাবস্ক্রিপশন সুবিধাটি ভবিষ্যতে সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে ওপেনএআই'র। আপাতত অপেক্ষমাণ তালিকায় থাকা ব্যবহারকারীরা সুবিধাটি পাবেন। তবে, এখনো বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ থাকছে ব্যবহারকারীদের।
এর আগে, একটি ওয়েব টুল চালু করে ওপেনএআই। এই টুলটির মাধ্যমে কোনো লেখা মানুষ নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা লিখেছে– তা সহজেই শনাক্ত করা যাবে। ফলে চ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ব্যবহার করে কেউ কোনো অ্যাসাইনমেন্ট বা গবেষণার কাজ করলে ধরা পড়বে সহজেই।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ‘এআই টেক্সট ক্লাসিফাইয়ার’ নামের ওয়েব টুলটিতে একটি কমপক্ষে ১ হাজার ক্যারেকটারের লেখা ইনপুট দিতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করলে লেখাটি পর্যালোচনা করে টুলটি জানাবে লেখাটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে লেখা হয়েছে কিনা।
ওপেনএআই জানিয়েছে, আপাতত পুরোপুরি সঠিক তথ্য দিচ্ছে না টুলটি। তবে সময়ের সঙ্গে এটির নির্ভুলভাবে ফলাফল দেওয়ার ক্ষমতা বাড়বে। তবে, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন লেখা কে একটু সম্পাদনা করেই টুলের ফলাফল বদলে দেওয়া সম্ভব হবে।
আরও পড়ুন:
প্রযুক্তি বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। গত নভেম্বরে উন্মোচনের পর থেকেই প্রতিদিনই লাখ লাখ ব্যবহারকারী যুক্ত হচ্ছে এই প্ল্যাটফর্মে। মাত্র ২ মাসেই ১০ কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছে চ্যাটজিপিটিতে। কম সময়ে বেশি সংখ্যক ব্যবহারকারীর হিসেবে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক থেকে এগিয়ে গেল চ্যাটজিপিটি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন করতে টিকটকের লেগেছিল ৯ মাসের বেশি সময়। চ্যাটজিপিটির পূর্বে টিকটকই ছিল দ্রুত বর্ধনশীল ভোক্তা অ্যাপ। টিকটককে পেছনে ফেলে এখন এই তকমা পেয়েছে চ্যাটজিপিটি। বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান সিমিলারওয়েবের গবেষণার ওপর ভিত্তি করে এ তথ্য জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান ইউবিএস।
সম্প্রতি, চ্যাটজিপিটিতে সাবস্ক্রিপশন সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই সেবা পাবেন। ব্যবহারকারীদের তীব্র চাপের সময় প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে সাধারণত অপেক্ষা করতে হয় নতুন ব্যবহারকারীকে। তবে সাবস্ক্রিপশনের আওতায় থাকা গ্রাহকেরা এ সময় চ্যাটজিপিটিতে প্রবেশের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটির মাসিক সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করা হয়েছে ২০ ডলার। সাবস্ক্রিপশন সুবিধাটি ভবিষ্যতে সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে ওপেনএআই'র। আপাতত অপেক্ষমাণ তালিকায় থাকা ব্যবহারকারীরা সুবিধাটি পাবেন। তবে, এখনো বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ থাকছে ব্যবহারকারীদের।
এর আগে, একটি ওয়েব টুল চালু করে ওপেনএআই। এই টুলটির মাধ্যমে কোনো লেখা মানুষ নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা লিখেছে– তা সহজেই শনাক্ত করা যাবে। ফলে চ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ব্যবহার করে কেউ কোনো অ্যাসাইনমেন্ট বা গবেষণার কাজ করলে ধরা পড়বে সহজেই।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ‘এআই টেক্সট ক্লাসিফাইয়ার’ নামের ওয়েব টুলটিতে একটি কমপক্ষে ১ হাজার ক্যারেকটারের লেখা ইনপুট দিতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করলে লেখাটি পর্যালোচনা করে টুলটি জানাবে লেখাটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে লেখা হয়েছে কিনা।
ওপেনএআই জানিয়েছে, আপাতত পুরোপুরি সঠিক তথ্য দিচ্ছে না টুলটি। তবে সময়ের সঙ্গে এটির নির্ভুলভাবে ফলাফল দেওয়ার ক্ষমতা বাড়বে। তবে, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন লেখা কে একটু সম্পাদনা করেই টুলের ফলাফল বদলে দেওয়া সম্ভব হবে।
আরও পড়ুন:
জাপানি প্রতিষ্ঠান শিমাদজু করপোরেশন বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি ‘এথার ক্লক ওসি জিরো টু জিরো’। স্ট্রনটিয়াম অপটিক্যাল ল্যাটিস প্রযুক্তির এই ঘড়ি এক হাজার বছরে মাত্র এক সেকেন্ড বিচ্যুত হয়। গবেষণার জন্য তৈরি ঘড়িটির দাম ৩৩ লাখ ডলার।
৮ ঘণ্টা আগেগুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম–‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল এবং বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
১০ ঘণ্টা আগেবিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটি এর নির্মাতা ওপেনএআই–এর সঙ্গে পাঁচ বছরের অংশীদারত্ব ঘোষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই অংশীদারত্বের মাধ্যমে অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকেরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের সুবিধা পাবেন...
১১ ঘণ্টা আগেডিপফেক ও ভুয়া ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে গত দুই বছরে প্রতারণা শিকার হয়েছে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ৬ হাজার ব্যক্তি। জর্জিয়ার তিবলিসি শহরে অবস্থিত একটি কল সেন্টারের প্রতারণা চক্রটি একাধিক প্রতারণা কার্যক্রম চালিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় ৩৫ মিলিয়ন ডলার (প্রায় ২৭ মিলিয়ন ইউরো) হাতিয়ে
১২ ঘণ্টা আগে