প্রযুক্তি ডেস্ক
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর কল্যাণে অনলাইন মার্কেটিং এখন যেমন দ্রুত বিস্তার লাভ করছে, ঠিক তেমনি এই সাইটগুলোর কদর দিন দিন বেড়েই চলেছে। এসব সাইটে বা অ্যাপে অনেকে এখন দীর্ঘ সময় পার করে। অনেক প্রতিষ্ঠান বিভিন্নভাবে এই প্ল্যাটফর্মগুলো নিজের ব্যবসার প্রচারণা ও পণ্য বা সেবা বিক্রির কাজে ব্যাপকভাবে ব্যবহার করছে।
ফলে এগুলো এখন একশ্রেণির মানুষের আয়ের উৎস হয়ে উঠেছে। ফেসবুক বা ইউটিউব থেকে এখন অনেকে প্রচুর আয় করছেন। এখন যে কেউ চাইলে টুইটার থেকেও আয় করতে পারেন।
টুইট, ভিডিও বা স্পেসের মাধ্যমে এবং কনটেন্ট তৈরি করে তা মনিটাইজ করার মাধ্যমে বেশ আয় করার সুযোগ রয়েছে টুইটারে।
লিংক শেয়ার করে টুইটার থেকে আয়
কোনো ওয়েবসাইটের কোনো কনটেন্টের লিংক শর্ট করে টুইটারে শেয়ার করলে যদি কেউ সেই শর্ট লিংক ব্যবহার করে এই ওয়েবসাইট ভিজিট করে, তাহলে সেই লিংক শর্ট করা ওয়েবসাইট থেকে টাকা পাওয়া যায়।
অ্যাফিলিয়েট মার্কেটিং ও সিপিএ করে আয়
ফলোয়ার অনেক বেশি হলে অ্যামাজন অথবা বিভিন্ন সিপিএ ওয়েবসাইটের অ্যাফিলিয়েট মার্কেটিং ও সিপিএর প্রোডাক্ট প্রমোশন করে টুইটার থেকে আয় করতে পারবেন।
টুইট-রিটুইট করে আয়
ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের সঙ্গে যদি কন্ট্রাক্ট থাকে, সে ক্ষেত্রে টুইট-রিটুইট করে আয় করা যায়। যদি কারও অনেক বেশি ফলোয়ার থাকে, তাহলে টুইটারে যে ধরনের ফলোয়ার বেশি, সেই ধরনের ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তাদের টুইটগুলো রিটুইট করে রয়েছে আয়ের সুযোগ।
গ্রাফিকসের কাজ করে আয়
টুইটারে গ্রাফিকসের কাজ করে ভালো আয় করার সুযোগ আছে। একজন প্রফেশনাল মানের গ্রাফিকস ডিজাইনার হলে আপনার জন্য অনেক ভালো সুযোগ অপেক্ষা করছে টুইটারে। এখানে অনেকেই তাদের টুইটার প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি অথবা এডিট করে নেয়। আপনি এ কাজ করে ভালো পরিমাণে টাকা আয় করতে পারবেন।
সুপার ফলো অপশনের মাধ্যমে আয়
বাংলাদেশিদের জন্য টুইটার সুপার ফলো থেকে আয় করার সুযোগ নেই। এর জন্য টুইটার প্রোফাইলে কমপক্ষে ১০ হাজার ফলোয়ার থাকতে হবে এবং বসবাস করতে হবে আমেরিকায়। এই দুটি শর্ত পূরণ করার পরে তৃতীয় শর্ত হলো টুইটার প্রোফাইলে ৩০ দিনে কমপক্ষে ২৫টি টুইট পাবলিশ করতে হবে। তবে টুইটার আইডিতে সুপার ফলো অপশন চালু থাকলে ফলো করার জন্য প্রত্যেক ফলোয়ারকে টাকা গুনতে হয়।
সূত্র: স্লল বিজনেস ট্রেন্ড
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর কল্যাণে অনলাইন মার্কেটিং এখন যেমন দ্রুত বিস্তার লাভ করছে, ঠিক তেমনি এই সাইটগুলোর কদর দিন দিন বেড়েই চলেছে। এসব সাইটে বা অ্যাপে অনেকে এখন দীর্ঘ সময় পার করে। অনেক প্রতিষ্ঠান বিভিন্নভাবে এই প্ল্যাটফর্মগুলো নিজের ব্যবসার প্রচারণা ও পণ্য বা সেবা বিক্রির কাজে ব্যাপকভাবে ব্যবহার করছে।
ফলে এগুলো এখন একশ্রেণির মানুষের আয়ের উৎস হয়ে উঠেছে। ফেসবুক বা ইউটিউব থেকে এখন অনেকে প্রচুর আয় করছেন। এখন যে কেউ চাইলে টুইটার থেকেও আয় করতে পারেন।
টুইট, ভিডিও বা স্পেসের মাধ্যমে এবং কনটেন্ট তৈরি করে তা মনিটাইজ করার মাধ্যমে বেশ আয় করার সুযোগ রয়েছে টুইটারে।
লিংক শেয়ার করে টুইটার থেকে আয়
কোনো ওয়েবসাইটের কোনো কনটেন্টের লিংক শর্ট করে টুইটারে শেয়ার করলে যদি কেউ সেই শর্ট লিংক ব্যবহার করে এই ওয়েবসাইট ভিজিট করে, তাহলে সেই লিংক শর্ট করা ওয়েবসাইট থেকে টাকা পাওয়া যায়।
অ্যাফিলিয়েট মার্কেটিং ও সিপিএ করে আয়
ফলোয়ার অনেক বেশি হলে অ্যামাজন অথবা বিভিন্ন সিপিএ ওয়েবসাইটের অ্যাফিলিয়েট মার্কেটিং ও সিপিএর প্রোডাক্ট প্রমোশন করে টুইটার থেকে আয় করতে পারবেন।
টুইট-রিটুইট করে আয়
ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের সঙ্গে যদি কন্ট্রাক্ট থাকে, সে ক্ষেত্রে টুইট-রিটুইট করে আয় করা যায়। যদি কারও অনেক বেশি ফলোয়ার থাকে, তাহলে টুইটারে যে ধরনের ফলোয়ার বেশি, সেই ধরনের ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তাদের টুইটগুলো রিটুইট করে রয়েছে আয়ের সুযোগ।
গ্রাফিকসের কাজ করে আয়
টুইটারে গ্রাফিকসের কাজ করে ভালো আয় করার সুযোগ আছে। একজন প্রফেশনাল মানের গ্রাফিকস ডিজাইনার হলে আপনার জন্য অনেক ভালো সুযোগ অপেক্ষা করছে টুইটারে। এখানে অনেকেই তাদের টুইটার প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি অথবা এডিট করে নেয়। আপনি এ কাজ করে ভালো পরিমাণে টাকা আয় করতে পারবেন।
সুপার ফলো অপশনের মাধ্যমে আয়
বাংলাদেশিদের জন্য টুইটার সুপার ফলো থেকে আয় করার সুযোগ নেই। এর জন্য টুইটার প্রোফাইলে কমপক্ষে ১০ হাজার ফলোয়ার থাকতে হবে এবং বসবাস করতে হবে আমেরিকায়। এই দুটি শর্ত পূরণ করার পরে তৃতীয় শর্ত হলো টুইটার প্রোফাইলে ৩০ দিনে কমপক্ষে ২৫টি টুইট পাবলিশ করতে হবে। তবে টুইটার আইডিতে সুপার ফলো অপশন চালু থাকলে ফলো করার জন্য প্রত্যেক ফলোয়ারকে টাকা গুনতে হয়।
সূত্র: স্লল বিজনেস ট্রেন্ড
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৮ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৮ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
২১ ঘণ্টা আগে