Ajker Patrika

ভিডিও স্ট্রিমিংয়ের পরিকল্পনা করছে ইউটিউব

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৩: ৫৯
ভিডিও স্ট্রিমিংয়ের পরিকল্পনা করছে ইউটিউব

ভিডিও স্ট্রিমিংয়ের জন্য একটি অনলাইন স্টোর চালুর পরিকল্পনা করছে ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। এই পরিকল্পনায় অংশ নিতে বিনোদনভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলতে শুরু করেছে কোম্পানিটি। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের বরাতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। 

প্রতিবেদন অনুযায়ী, আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ এই সুবিধা চালু করার লক্ষ্য নিয়ে গত ১৮ মাস ধরে কাজ করে যাচ্ছে প্ল্যাটফর্মটি। এটিকে অভ্যন্তরীণভাবে ‘চ্যানেল স্টোর’ নামে ডাকছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইউটিউব কর্তৃপক্ষ।

বর্তমানে বেশির ভাগ গ্রাহক এখন ক্যাব্‌ল বা স্যাটেলাইট টিভি ছেড়ে ভিডিও স্ট্রিমিং সেবায় যাচ্ছেন। এই সেবা চালু হলে ইউটিউব ‘রোকু ইনকরপোরেটেড’ ও ‘অ্যাপল’-এর মতো প্রতিষ্ঠানের কাতারে যোগ দেবে, যার মাধ্যমে অনেক প্রতিযোগীর ভিড়ে বাজারে নিজের অবস্থান তৈরির চেষ্টা করবে শীর্ষ এই ভিডিও প্ল্যাটফর্ম।

এদিকে এ সপ্তাহের শুরুতে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, নিজস্ব মেম্বারশিপ সেবায় বিনোদনভিত্তিক স্ট্রিমিং সেবা চালু করতে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছে ওয়ালমার্ট ইনকরপোরেটেড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত