আজ ৯ সেপ্টেম্বর অ্যাপলের ‘ইটস গ্লোটাইম’ আয়োজনের মাধ্যমে উন্মোচন হতে পারে বহুল প্রতীক্ষিত আইফোন ১৬ সিরিজ। যুক্তরাষ্ট্রের কুপার্টিনোর অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে প্রশান্ত মহাসাগরীয় সময় অঞ্চল অনুসারে সকাল ১০টায় (বাংলাদেশ সময় ৯ সেপ্টেম্বর রাত ১১ টায়) আয়োজনটি শুরু হবে। অনুষ্ঠানটি বেশ কিছু প্ল্যাটফর্ম থেকে সরাসরি দেখা যাবে।
এই ইভেন্টে আইফোন ১৬ লাইনআপের পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচ মডেল ও এয়ারপডস ৪ উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আইওএস ১৮, ম্যাকওএস সিকোইয়া ও অ্যাপলের অন্যান্য সফটওয়্যার আপডেটের তারিখও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।
কয়েকটি উপায়ে এই ইভেন্ট দেখা যাবে। সেগুলো তুলে ধরা হলো—
অ্যাপল ইভেন্টস ওয়েবসাইট
অ্যাপল ইভেন্টস ওয়েবসাইট ব্যবহার করে আপনি ম্যাক, আইফোন, আইপ্যাড, পিসি অথবা যে কোনো ডিভাইসে ওয়েব ব্রাউজারের মাধ্যমে সরাসরি ইভেন্টটি দেখতে পারবেন। অ্যাপলের ওয়েবসাইট ওয়েবসাইট সাফারি, ক্রোম, ফায়ারফক্স এবং অন্যান্য প্রধান ব্রাউজারে কাজ করে।
উপযুক্ত সময়ে ওয়েব ব্রাউজার ব্যবহার করে এই ওয়েবসাইটে প্রবেশ করে এই ইভেন্ট উপভোগ করতে পারবেন।
ইউটিউব
অ্যাপলের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি ইভেন্টটি দেখা যাবে। এ ছাড়া আগে থেকেই এই চ্যানেলে গিয়ে রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন। ফলে ইভেন্ট শুরু হলে আপনার ডিভাইসে একটি নোটিফিকেশন আসবে।
অ্যাপল টিভি অ্যাপ
অ্যাপল টিভি অ্যাপ ব্যবহার করেও এই অনুষ্ঠান দেখা যাবে। তবে এ জন্য অ্যাপল টিভির সাবস্ক্রিপশন কিনতে হয়। অ্যাপটি স্মার্টটিভি, আইফোন, আইপ্যাড ও ম্যাকে ব্যবহার করা যায়।
মজার ব্যাপার হলো, অনুষ্ঠানটি আগামী ১০ সেপ্টেম্বর হবে বলে বেশির ভাগ প্রযুক্তি বিশ্লেষকেরা আশা করেছিল। তবে বরাবরের মতো সবাইকে অবাক করে ইভেন্টটির দিন ৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
আইফোন ১৬ সিরিজের সব মডেলেই কাস্টমাইজেবল অ্যাকশন বাটন এবং নতুন ক্যাপচার বাটন থাকবে। ছবি তোলার জন্য বিশেষ ফিচার থাকবে বাটনগুলোতে। ক্যাপচার বাটনটি ডিভাইসের ডানদিকে পাওয়ার বাটনের নিচে থাকবে।
অ্যাপল এবার আইফোন ১৬ সিরিজের সব মডেলে এ১৮ চিপ যুক্ত করছে, যা আইওএস ১৮–এর অ্যাপল ইন্টেলিজেন্স (অ্যাপলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল) ফিচারগুলো সমর্থন করবে। স্ট্যান্ডার্ড আইফোন ১৬ মডেলগুলোতে খুব বেশি পরিবর্তন হবে না, কিন্তু প্রো মডেলগুলো ডিসপ্লের আকার বৃদ্ধি পাবে। আইফোন ১৬ প্রো এর ডিসপ্লের আকার ৬ দশমিক ১ থেকে ৬ দশমিক ৭ ইঞ্চি পর্যন্ত বাড়ানো হবে এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সে ৬ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৯ ইঞ্চি পর্যন্ত বাড়ানো হবে। উভয় মডেলে ৫ এক্স টেলিফটো জুম অপশনও থাকবে, যা গত বছর শুধুমাত্র প্রো ম্যাক্সে ছিল।
অ্যাপল ওয়াচের স্ট্যান্ডার্ড সিরিজ ১০-এর ক্ষেত্রে একটি পাতলা ডিজাইন ও বড় ডিসপ্লে দেখা যেতে পারে। এ ছাড়া এতে খুব বড় পরিবর্তন দেখা যাবে না। অ্যাপল ওয়াচ এসই ও অ্যাপল ওয়াচ আলট্রারও কিছু ফিচার যুক্ত করা হতে পারে। সম্ভবত নতুন স্বাস্থ্য বিষয়ক ফিচার যেমন ঘুমের অ্যাপনিয়া শনাক্তকরণ ও রক্তচাপ মনিটরিং ফিচার যেতে পারে।
এয়ারপডস ৪ এর দুটি মডেল আসছে। এর মধ্যে একটি সরাসরি বর্তমান এয়ারপডস ৩ এর উত্তরসূরি এবং অপরটি আরও উন্নত মডেল যা অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন সমর্থন করবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
আজ ৯ সেপ্টেম্বর অ্যাপলের ‘ইটস গ্লোটাইম’ আয়োজনের মাধ্যমে উন্মোচন হতে পারে বহুল প্রতীক্ষিত আইফোন ১৬ সিরিজ। যুক্তরাষ্ট্রের কুপার্টিনোর অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে প্রশান্ত মহাসাগরীয় সময় অঞ্চল অনুসারে সকাল ১০টায় (বাংলাদেশ সময় ৯ সেপ্টেম্বর রাত ১১ টায়) আয়োজনটি শুরু হবে। অনুষ্ঠানটি বেশ কিছু প্ল্যাটফর্ম থেকে সরাসরি দেখা যাবে।
এই ইভেন্টে আইফোন ১৬ লাইনআপের পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচ মডেল ও এয়ারপডস ৪ উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আইওএস ১৮, ম্যাকওএস সিকোইয়া ও অ্যাপলের অন্যান্য সফটওয়্যার আপডেটের তারিখও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।
কয়েকটি উপায়ে এই ইভেন্ট দেখা যাবে। সেগুলো তুলে ধরা হলো—
অ্যাপল ইভেন্টস ওয়েবসাইট
অ্যাপল ইভেন্টস ওয়েবসাইট ব্যবহার করে আপনি ম্যাক, আইফোন, আইপ্যাড, পিসি অথবা যে কোনো ডিভাইসে ওয়েব ব্রাউজারের মাধ্যমে সরাসরি ইভেন্টটি দেখতে পারবেন। অ্যাপলের ওয়েবসাইট ওয়েবসাইট সাফারি, ক্রোম, ফায়ারফক্স এবং অন্যান্য প্রধান ব্রাউজারে কাজ করে।
উপযুক্ত সময়ে ওয়েব ব্রাউজার ব্যবহার করে এই ওয়েবসাইটে প্রবেশ করে এই ইভেন্ট উপভোগ করতে পারবেন।
ইউটিউব
অ্যাপলের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি ইভেন্টটি দেখা যাবে। এ ছাড়া আগে থেকেই এই চ্যানেলে গিয়ে রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন। ফলে ইভেন্ট শুরু হলে আপনার ডিভাইসে একটি নোটিফিকেশন আসবে।
অ্যাপল টিভি অ্যাপ
অ্যাপল টিভি অ্যাপ ব্যবহার করেও এই অনুষ্ঠান দেখা যাবে। তবে এ জন্য অ্যাপল টিভির সাবস্ক্রিপশন কিনতে হয়। অ্যাপটি স্মার্টটিভি, আইফোন, আইপ্যাড ও ম্যাকে ব্যবহার করা যায়।
মজার ব্যাপার হলো, অনুষ্ঠানটি আগামী ১০ সেপ্টেম্বর হবে বলে বেশির ভাগ প্রযুক্তি বিশ্লেষকেরা আশা করেছিল। তবে বরাবরের মতো সবাইকে অবাক করে ইভেন্টটির দিন ৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
আইফোন ১৬ সিরিজের সব মডেলেই কাস্টমাইজেবল অ্যাকশন বাটন এবং নতুন ক্যাপচার বাটন থাকবে। ছবি তোলার জন্য বিশেষ ফিচার থাকবে বাটনগুলোতে। ক্যাপচার বাটনটি ডিভাইসের ডানদিকে পাওয়ার বাটনের নিচে থাকবে।
অ্যাপল এবার আইফোন ১৬ সিরিজের সব মডেলে এ১৮ চিপ যুক্ত করছে, যা আইওএস ১৮–এর অ্যাপল ইন্টেলিজেন্স (অ্যাপলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল) ফিচারগুলো সমর্থন করবে। স্ট্যান্ডার্ড আইফোন ১৬ মডেলগুলোতে খুব বেশি পরিবর্তন হবে না, কিন্তু প্রো মডেলগুলো ডিসপ্লের আকার বৃদ্ধি পাবে। আইফোন ১৬ প্রো এর ডিসপ্লের আকার ৬ দশমিক ১ থেকে ৬ দশমিক ৭ ইঞ্চি পর্যন্ত বাড়ানো হবে এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সে ৬ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৯ ইঞ্চি পর্যন্ত বাড়ানো হবে। উভয় মডেলে ৫ এক্স টেলিফটো জুম অপশনও থাকবে, যা গত বছর শুধুমাত্র প্রো ম্যাক্সে ছিল।
অ্যাপল ওয়াচের স্ট্যান্ডার্ড সিরিজ ১০-এর ক্ষেত্রে একটি পাতলা ডিজাইন ও বড় ডিসপ্লে দেখা যেতে পারে। এ ছাড়া এতে খুব বড় পরিবর্তন দেখা যাবে না। অ্যাপল ওয়াচ এসই ও অ্যাপল ওয়াচ আলট্রারও কিছু ফিচার যুক্ত করা হতে পারে। সম্ভবত নতুন স্বাস্থ্য বিষয়ক ফিচার যেমন ঘুমের অ্যাপনিয়া শনাক্তকরণ ও রক্তচাপ মনিটরিং ফিচার যেতে পারে।
এয়ারপডস ৪ এর দুটি মডেল আসছে। এর মধ্যে একটি সরাসরি বর্তমান এয়ারপডস ৩ এর উত্তরসূরি এবং অপরটি আরও উন্নত মডেল যা অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন সমর্থন করবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
আগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৪৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
২ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ ডিজাইন প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংস গতকাল মঙ্গলবার তাদের পরবর্তী প্রজন্মের মোবাইল চিপ ডিজাইনের সিরিজ উন্মোচন করেছে। ‘লুমেক্স’ নামের এই নতুন ডিজাইন সেট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে সামনে রেখেই তৈরি, যা স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো মোবাইল ডিভাইসে ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারবে।
৪ ঘণ্টা আগেঅ্যাপলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে মঙ্গলবার রাতে। নানা জল্পনা-কল্পনা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের বহুল আলোচিত, নতুন প্রজন্মের ও এখন পর্যন্ত সবচেয়ে পাতলা স্মার্টফোন—আইফোন ১৭ এয়ার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপলের সদর দপ্তরে
৪ ঘণ্টা আগে