চলতি বছরের কিছু স্মরণীয় মুহূর্ত বিশেষভাবে তুলে ধরার জন্য ‘রিক্যাপ’ ফিচার যুক্ত হলো গুগল ফটোজে। এটি সারা বছরের বাছাই করা গুরুত্বপূর্ণ ছবিগুলো নিয়ে একটি ছোট দৈর্ঘ্যের ভিডিও বানাবে। এই ভিডিওতে ‘মজাদার গ্রাফিকস এবং সিনেমাটিক ইফেক্টস’সহ প্রদর্শিত হয়। ফিচারটি গত মাসের ছবিগুলোর একটি সারসংক্ষেপ তৈরি করে।
গত কয়েক বছর ধরে একটি বার্ষিক রিভিউ ফিচার দেখায় গুগল ফটোজ। তবে স্পটিফাই র্যাপড ফিচারের সঙ্গে এবারের ফিচারটির আরও বেশি মিল রয়েছে।
২০২৪ রিক্যাপে যেসব তথ্য অন্তর্ভুক্ত থাকবে সেগুলো হলো—আপনি কয়টি ছবি তুলেছেন, একটানা কত দিন ছবি তুলেছেন, ছবিতে যেসব রং সবচেয়ে বেশি দেখা গেছে, কাদের ছবি সবচেয়ে বেশি তোলা হয়েছে এবং কাদের সঙ্গে সবচেয়ে বেশি হেসেছেন।
গুগল জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রে নির্বাচিত ব্যবহারকারীরা যাঁরা ফটজ অ্যাপে জেমিনি ফিচার চালু করেছেন, তাঁরা রিক্যাপ ফিচারের আরেকটি একটি সংস্করণ দেখতে পাবেন। এই অপশনে ব্যক্তিগত ক্যাপশন যোগ করে ‘এ বছরের দুটি সবচেয়ে বড় মুহূর্ত’ তুলে ধরা যাবে।
গুগল ফটোজের মেমোরিজ ক্যারোসলে ডিসেম্বরে মাসজুড়ে রিক্যাপ ফিচারটি দেখা যাবে। এরপর জানুয়ারিতে এটি ফটো গ্রিডে স্থানান্তরিত হবে। ব্যবহারকারীরা চাইলে এগুলো সেভও করতে পারবেন এবং মেসেজিং ও সোশ্যাল মিডিয়া অ্যাপে শেয়ার করতে পারবেন। তবে এই ফিচারের কিছু শর্ত রয়েছে—রিক্যাপ শুধু সেই ফটোজ ব্যবহারকারীদের দেখানো হবে, যাঁরা সেটিংস থেকে ফেস গ্রুপস ফিচারটি চালু করেছেন। ফেস গ্রুপস ফিচারটি সাদৃশ্যপূর্ণ মুখগুলো চিহ্নিত করে এবং গ্রুপ করে রাখে। রিক্যাপ ফিচারের কিছু আঞ্চলিক সীমাবদ্ধতা রয়েছে, তাই বছরের শেষের হাইলাইটগুলো সব দেশের ব্যবহারকারীরা না-ও দেখতে পারে।
সম্প্রতি গুগল ফটোজে ‘ডিভাইস ব্যাকআপ আনডু’ নামে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে। এটি ব্যবহারকারীদের অ্যাকাউন্টে আপলোড হওয়া সব ছবি ও ভিডিও একটি নির্দিষ্ট ডিভাইস থেকে সহজেই সরিয়ে ফেলতে সাহায্য করবে।
এই নতুন ফিচার বিশেষভাবে তাঁদের জন্য, যাঁরা চান না তাঁদের ডিভাইসের সব ছবি এবং ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ক্লাউডে ব্যাকআপ হয়ে যাক। উদাহরণস্বরূপ, হয়তো আপনি নতুন ফোন নিয়েছেন এবং পুরোনো ছবি গুগল ফটোজ স্টোরেজে জায়গা নিচ্ছে অথবা কিছু ব্যক্তিগত ছবি ক্যাপচার করেছেন যেগুলো আপনি অফলাইনে রাখতে চান।
চলতি বছরের কিছু স্মরণীয় মুহূর্ত বিশেষভাবে তুলে ধরার জন্য ‘রিক্যাপ’ ফিচার যুক্ত হলো গুগল ফটোজে। এটি সারা বছরের বাছাই করা গুরুত্বপূর্ণ ছবিগুলো নিয়ে একটি ছোট দৈর্ঘ্যের ভিডিও বানাবে। এই ভিডিওতে ‘মজাদার গ্রাফিকস এবং সিনেমাটিক ইফেক্টস’সহ প্রদর্শিত হয়। ফিচারটি গত মাসের ছবিগুলোর একটি সারসংক্ষেপ তৈরি করে।
গত কয়েক বছর ধরে একটি বার্ষিক রিভিউ ফিচার দেখায় গুগল ফটোজ। তবে স্পটিফাই র্যাপড ফিচারের সঙ্গে এবারের ফিচারটির আরও বেশি মিল রয়েছে।
২০২৪ রিক্যাপে যেসব তথ্য অন্তর্ভুক্ত থাকবে সেগুলো হলো—আপনি কয়টি ছবি তুলেছেন, একটানা কত দিন ছবি তুলেছেন, ছবিতে যেসব রং সবচেয়ে বেশি দেখা গেছে, কাদের ছবি সবচেয়ে বেশি তোলা হয়েছে এবং কাদের সঙ্গে সবচেয়ে বেশি হেসেছেন।
গুগল জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রে নির্বাচিত ব্যবহারকারীরা যাঁরা ফটজ অ্যাপে জেমিনি ফিচার চালু করেছেন, তাঁরা রিক্যাপ ফিচারের আরেকটি একটি সংস্করণ দেখতে পাবেন। এই অপশনে ব্যক্তিগত ক্যাপশন যোগ করে ‘এ বছরের দুটি সবচেয়ে বড় মুহূর্ত’ তুলে ধরা যাবে।
গুগল ফটোজের মেমোরিজ ক্যারোসলে ডিসেম্বরে মাসজুড়ে রিক্যাপ ফিচারটি দেখা যাবে। এরপর জানুয়ারিতে এটি ফটো গ্রিডে স্থানান্তরিত হবে। ব্যবহারকারীরা চাইলে এগুলো সেভও করতে পারবেন এবং মেসেজিং ও সোশ্যাল মিডিয়া অ্যাপে শেয়ার করতে পারবেন। তবে এই ফিচারের কিছু শর্ত রয়েছে—রিক্যাপ শুধু সেই ফটোজ ব্যবহারকারীদের দেখানো হবে, যাঁরা সেটিংস থেকে ফেস গ্রুপস ফিচারটি চালু করেছেন। ফেস গ্রুপস ফিচারটি সাদৃশ্যপূর্ণ মুখগুলো চিহ্নিত করে এবং গ্রুপ করে রাখে। রিক্যাপ ফিচারের কিছু আঞ্চলিক সীমাবদ্ধতা রয়েছে, তাই বছরের শেষের হাইলাইটগুলো সব দেশের ব্যবহারকারীরা না-ও দেখতে পারে।
সম্প্রতি গুগল ফটোজে ‘ডিভাইস ব্যাকআপ আনডু’ নামে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে। এটি ব্যবহারকারীদের অ্যাকাউন্টে আপলোড হওয়া সব ছবি ও ভিডিও একটি নির্দিষ্ট ডিভাইস থেকে সহজেই সরিয়ে ফেলতে সাহায্য করবে।
এই নতুন ফিচার বিশেষভাবে তাঁদের জন্য, যাঁরা চান না তাঁদের ডিভাইসের সব ছবি এবং ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ক্লাউডে ব্যাকআপ হয়ে যাক। উদাহরণস্বরূপ, হয়তো আপনি নতুন ফোন নিয়েছেন এবং পুরোনো ছবি গুগল ফটোজ স্টোরেজে জায়গা নিচ্ছে অথবা কিছু ব্যক্তিগত ছবি ক্যাপচার করেছেন যেগুলো আপনি অফলাইনে রাখতে চান।
আমাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)-এর অবকাঠামোগত সমস্যার কারণে বিশ্বজুড়ে বহু জনপ্রিয় ওয়েবসাইট এবং অ্যাপস পরিষেবা ব্যাহত হচ্ছে। আমাজনের ক্লাউড কম্পিউটিং বিভাগ এডব্লিউএস-এর এই বিভ্রাটের কারণে ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত অসংখ্য প্ল্যাটফর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে।
২ ঘণ্টা আগেডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
২ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৪ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ দিন আগে