Ajker Patrika

ইলন মাস্কের হাতে টুইটারসহ পাঁচ প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক
Thumbnail image

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক টুইটার কেনার পর এর প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করবার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে তিনি পাঁচটি প্রতিষ্ঠান পরিচালনার গুরুদায়িত্ব সামলাবেন। 

টেসলা ছাড়াও ইলন মাস্ক রকেট কোম্পানি স্পেসএক্স, নিউরোলজি ব্রেন-চিপ নিউরালিংক, টানেলিং ফার্ম দ্য বোরিং কোম্পানি পরিচালনা করেন। এবার তিনি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার পরিচালনার দায়িত্ব নিলেন। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত সপ্তাহে টুইটার কেনার পর এর প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্বে থাকা পরাগ আগারওয়ালসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেন মাস্ক। এর পর টুইটারের আরও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার খবর ছড়ায়। তবে মাস্ক তা অস্বীকার করে এক টুইটার পোস্টে বলেন, ‘প্রতিবেদনটি মিথ্যা।’ 

৪৪ বিলিয়ন ডলারের চুক্তিতে টুইটার কেনেন টেসলা প্রধান ইলন মাস্ক। কেনার পর টুইটার হ্যান্ডেলে নিজের পরিচয় বদলেছেন মাস্ক। প্রোফাইলের বায়োতে লিখেছেন ‘চিফ টুইট’। 

তবে টুইটারের মালিক মাস্ক কত দিন সিইও থাকতে পারেন বা অন্য কাউকে নিয়োগ করতে পারেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত