মেজবাহ নূর, ঢাকা
বলিউডে ভীষণ আলোড়ন তুলেছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। মুক্তির আগে থেকেই বিভিন্ন আলোচনা-সমালোচনায় মুখর ছিল।
তবে মুক্তির পর থেকে বক্স অফিসে একের পর এক সাফল্যে ঢাকা পড়ে গেছে সব সমালোচনা। বিভিন্ন আলোচনা-সমালোচনায় ঢাকা পড়েছে পাঠান সিনেমায় আধুনিক প্রযুক্তির ব্যবহারও। বলিউডের বিভিন্ন সিনেমায় অনেক দিন ধরেই ব্যবহৃত হচ্ছে সিজিআই, ভিএফএক্সসহ নানা প্রযুক্তি। তবে পাঠান সিনেমা এই প্রযুক্তিগুলোর ব্যবহারে যোগ করেছে নতুন মাত্রা।
আইম্যাক্স ক্যামেরা
পাঠান সিনেমার শুটিংয়ে ব্যবহার করা হয়েছে আধুনিক আইম্যাক্স ক্যামেরা। পৃথিবীতে মাত্র ২৬টি আইম্যাক্স ক্যামেরা রয়েছে। ভারতে পাঠান সিনেমাতেই প্রথম এই ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা সিনেমা দেখানোর জন্য ভারতে বেশ কিছু সিনেমা হল থাকলেও কোনো আইম্যাক্স ক্যামেরা নেই। সে জন্য পাঠান সিনেমার শুটিংয়ের জন্য এ ক্যামেরা ভাড়া করতে হয়েছে বিদেশ থেকে। সাধারণ ক্যামেরা যেখানে ৪কে থেকে ৮কে রেজল্যুশনে ভিডিও করতে সক্ষম, সেখানে আইম্যাক্স ক্যামেরা ১৮কে রেজল্যুশনে ভিডিও ধারণ করে। অন্যান্য ক্যামেরার ওজন ১৫ থেকে ২০ কেজির মধ্যে হলেও আইম্যাক্সের ওজন ১১০ কেজির বেশি!
আইম্যাক্স ক্যামেরা দিয়ে শুট করা সিনেমা হলে গিয়ে দেখলে সব বাস্তবের মতো মনে হয়। ‘চোখের সামনে সবকিছু ঘটছে’ এমন অনুভূতি দেয় এ ক্যামেরায় ধারণ করা সিনেমা। ১৯৭০ সালে জাপানে মুক্তি পাওয়া ‘টাইগার চাইল্ড’ আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা প্রথম চলচ্চিত্র। সেটি পরিচালনা করেছিলেন কানাডীয় চলচ্চিত্র নির্মাতা ডোনাল্ড ব্রিটেন।
সিজিআই প্রযুক্তি
সিজিআইয়ের পূর্ণ রূপ কম্পিউটার-জেনারেটেড ইমেজারি। এই প্রযুক্তি ব্যবহার করা হয় প্রিন্টেড মিডিয়া, সিমুলেটর, ভিডিও এবং ভিডিও গেমের গ্রাফিকস উন্নত করার জন্য। সিজিআই প্রযুক্তি ব্যবহৃত প্রথম ফিচার ফিল্ম ছিল ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘ওয়েস্টওয়ার্ল্ড’। এই প্রযুক্তি ব্যবহৃত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘স্টার ওয়ার্স’ (১৯৭৭), ‘ট্রন’ (১৯৮২), ‘গোলগো ১৩: দ্য প্রফেশনাল’ (১৯৮৩) এবং ‘দ্য লাস্ট স্টার ফাইটার’ (১৯৮৪)।
‘পাঠান’ সিনেমায় সিজিআই ব্যবহার করা হয়েছে সুচারুভাবে। এই প্রযুক্তি ব্যবহার করে সিনেমার অনেক অ্যাকশন দৃশ্যকে আরও নিখুঁতভাবে দেখানো সম্ভব হয়েছে। ফলে দৃশ্যগুলোকে আরও বাস্তব মনে হয়েছে। সাধারণত বলিউডের সিনেমাগুলোতে সিজিআইয়ের ব্যবহার তেমন দেখা না গেলেও পাঠান সিনেমায় এই প্রযুক্তির ব্যবহার ছিল চোখে পড়ার মতো। ফলে হলে দর্শকদের ‘পাঠান’ চলচ্চিত্রটি দেখার অভিজ্ঞতাও হয়েছে বেশ ভালো।
গ্রিন স্ক্রিন ও ভিএফএক্স
সিনেমা জগতে গ্রিন স্ক্রিন ও ভিএফএক্স বা ভিজ্যুয়াল ইফেক্টস প্রযুক্তির ব্যবহার বহু বছর ধরেই চলে আসছে। ক্ষেত্রবিশেষে ঢালিউডের বিভিন্ন দৃশ্যেও ব্যবহার করা হয় এই প্রযুক্তিগুলো। তবে প্রযুক্তির ব্যবহারই তো মুখ্য নয়, কতটুকু ভালোভাবে প্রযুক্তির ব্যবহার হয়েছে, তা খেয়াল রাখা বেশ জরুরি। ভিজ্যুয়াল ইফেক্টস ব্যবহারের কাজ পাঠান করেছে বেশ ভালোভাবেই। সিনেমার বিভিন্ন দৃশ্যেই যা উপভোগ করছেন দর্শকেরা।
সূত্র: বিজনেস টুডে, উইকিপিডিয়া
বলিউডে ভীষণ আলোড়ন তুলেছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। মুক্তির আগে থেকেই বিভিন্ন আলোচনা-সমালোচনায় মুখর ছিল।
তবে মুক্তির পর থেকে বক্স অফিসে একের পর এক সাফল্যে ঢাকা পড়ে গেছে সব সমালোচনা। বিভিন্ন আলোচনা-সমালোচনায় ঢাকা পড়েছে পাঠান সিনেমায় আধুনিক প্রযুক্তির ব্যবহারও। বলিউডের বিভিন্ন সিনেমায় অনেক দিন ধরেই ব্যবহৃত হচ্ছে সিজিআই, ভিএফএক্সসহ নানা প্রযুক্তি। তবে পাঠান সিনেমা এই প্রযুক্তিগুলোর ব্যবহারে যোগ করেছে নতুন মাত্রা।
আইম্যাক্স ক্যামেরা
পাঠান সিনেমার শুটিংয়ে ব্যবহার করা হয়েছে আধুনিক আইম্যাক্স ক্যামেরা। পৃথিবীতে মাত্র ২৬টি আইম্যাক্স ক্যামেরা রয়েছে। ভারতে পাঠান সিনেমাতেই প্রথম এই ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা সিনেমা দেখানোর জন্য ভারতে বেশ কিছু সিনেমা হল থাকলেও কোনো আইম্যাক্স ক্যামেরা নেই। সে জন্য পাঠান সিনেমার শুটিংয়ের জন্য এ ক্যামেরা ভাড়া করতে হয়েছে বিদেশ থেকে। সাধারণ ক্যামেরা যেখানে ৪কে থেকে ৮কে রেজল্যুশনে ভিডিও করতে সক্ষম, সেখানে আইম্যাক্স ক্যামেরা ১৮কে রেজল্যুশনে ভিডিও ধারণ করে। অন্যান্য ক্যামেরার ওজন ১৫ থেকে ২০ কেজির মধ্যে হলেও আইম্যাক্সের ওজন ১১০ কেজির বেশি!
আইম্যাক্স ক্যামেরা দিয়ে শুট করা সিনেমা হলে গিয়ে দেখলে সব বাস্তবের মতো মনে হয়। ‘চোখের সামনে সবকিছু ঘটছে’ এমন অনুভূতি দেয় এ ক্যামেরায় ধারণ করা সিনেমা। ১৯৭০ সালে জাপানে মুক্তি পাওয়া ‘টাইগার চাইল্ড’ আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা প্রথম চলচ্চিত্র। সেটি পরিচালনা করেছিলেন কানাডীয় চলচ্চিত্র নির্মাতা ডোনাল্ড ব্রিটেন।
সিজিআই প্রযুক্তি
সিজিআইয়ের পূর্ণ রূপ কম্পিউটার-জেনারেটেড ইমেজারি। এই প্রযুক্তি ব্যবহার করা হয় প্রিন্টেড মিডিয়া, সিমুলেটর, ভিডিও এবং ভিডিও গেমের গ্রাফিকস উন্নত করার জন্য। সিজিআই প্রযুক্তি ব্যবহৃত প্রথম ফিচার ফিল্ম ছিল ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘ওয়েস্টওয়ার্ল্ড’। এই প্রযুক্তি ব্যবহৃত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘স্টার ওয়ার্স’ (১৯৭৭), ‘ট্রন’ (১৯৮২), ‘গোলগো ১৩: দ্য প্রফেশনাল’ (১৯৮৩) এবং ‘দ্য লাস্ট স্টার ফাইটার’ (১৯৮৪)।
‘পাঠান’ সিনেমায় সিজিআই ব্যবহার করা হয়েছে সুচারুভাবে। এই প্রযুক্তি ব্যবহার করে সিনেমার অনেক অ্যাকশন দৃশ্যকে আরও নিখুঁতভাবে দেখানো সম্ভব হয়েছে। ফলে দৃশ্যগুলোকে আরও বাস্তব মনে হয়েছে। সাধারণত বলিউডের সিনেমাগুলোতে সিজিআইয়ের ব্যবহার তেমন দেখা না গেলেও পাঠান সিনেমায় এই প্রযুক্তির ব্যবহার ছিল চোখে পড়ার মতো। ফলে হলে দর্শকদের ‘পাঠান’ চলচ্চিত্রটি দেখার অভিজ্ঞতাও হয়েছে বেশ ভালো।
গ্রিন স্ক্রিন ও ভিএফএক্স
সিনেমা জগতে গ্রিন স্ক্রিন ও ভিএফএক্স বা ভিজ্যুয়াল ইফেক্টস প্রযুক্তির ব্যবহার বহু বছর ধরেই চলে আসছে। ক্ষেত্রবিশেষে ঢালিউডের বিভিন্ন দৃশ্যেও ব্যবহার করা হয় এই প্রযুক্তিগুলো। তবে প্রযুক্তির ব্যবহারই তো মুখ্য নয়, কতটুকু ভালোভাবে প্রযুক্তির ব্যবহার হয়েছে, তা খেয়াল রাখা বেশ জরুরি। ভিজ্যুয়াল ইফেক্টস ব্যবহারের কাজ পাঠান করেছে বেশ ভালোভাবেই। সিনেমার বিভিন্ন দৃশ্যেই যা উপভোগ করছেন দর্শকেরা।
সূত্র: বিজনেস টুডে, উইকিপিডিয়া
বিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন অপো ‘এ৫ এক্স’ উন্মোচন করেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের স্মার্ট ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা। তবে দামে সাশ্রয়ী হলেও স্মার্টফোনটি বেশ টেকসই।
৩ ঘণ্টা আগেটিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
৪ ঘণ্টা আগেভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
৫ ঘণ্টা আগেচুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষা ব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম
৬ ঘণ্টা আগে