প্রযুক্তি ডেস্ক
যুক্তরাষ্ট্রের বড় বড় প্রযুক্তি সংস্থাগুলোর লাগাম টানতে চায় মার্কিন কংগ্রেস। এর মধ্যেই প্রযুক্তির বাজারে প্রতিযোগিতার নানা সমস্যা নিয়ে গতকাল বুধবার ছোট ও মধ্যমসারির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় বসেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হোয়াইট হাউসের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই আলোচনায় অংশ নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ প্রযুক্তি উপদেষ্টা এবং ডেপুটি চিফ অব স্টাফ ব্রুস রিড , দেশটির ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক ব্রায়ান ডিজ। এ ছাড়া সোনোস এবং ইয়েলপ ইনকর্পোরেটেডের মতো ছোট প্রযুক্তি সংস্থাগুলোর নির্বাহীরা সেখানে উপস্থিত ছিলেন।
তাদের এই বৈঠকে বড় প্রযুক্তি সংস্থাগুলোর বিভিন্ন কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ফি আরোপ , তৃতীয় পক্ষের বিক্রেতাদের জন্য বড় প্রতিষ্ঠানগুলোর অনলাইন মার্কেটপ্লেস পরিচালনা পদ্ধ্বতি ও সেখানে তাদের নিজস্ব পণ্য বিক্রি করে তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সেই প্ল্যাটফর্মগুলোতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যবসা যেভাবে র্যাংক করা হচ্ছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
গত বছর মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন দেশটির অর্থনীতিতে প্রতিযোগিতা বাড়ানোর জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। যেখানে কৃষি, ওষুধশিল্প এবং শ্রম খাতে প্রতিযোগিতা বিরোধী কার্যক্রম দমন করার কথা বলা হয়েছিল। এরপর থেকে বিভিন্ন শিল্পের প্রতিযোগিতা বাড়াতে দেশটিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার মার্কিন সিনেটের ভোটে প্রযুক্তি খাতে প্রতিযোগিতা বিরোধী কার্যক্রম নিরসনে একটি বিল উত্থাপিত হওয়ার কথা। এই বিল পাস হলে আমাজন ও গুগলের মতো বড় মার্কিন প্রতিষ্ঠাগুলোর প্রযুক্তি খাতে একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ বাধার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বড় বড় প্রযুক্তি সংস্থাগুলোর লাগাম টানতে চায় মার্কিন কংগ্রেস। এর মধ্যেই প্রযুক্তির বাজারে প্রতিযোগিতার নানা সমস্যা নিয়ে গতকাল বুধবার ছোট ও মধ্যমসারির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় বসেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হোয়াইট হাউসের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই আলোচনায় অংশ নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ প্রযুক্তি উপদেষ্টা এবং ডেপুটি চিফ অব স্টাফ ব্রুস রিড , দেশটির ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক ব্রায়ান ডিজ। এ ছাড়া সোনোস এবং ইয়েলপ ইনকর্পোরেটেডের মতো ছোট প্রযুক্তি সংস্থাগুলোর নির্বাহীরা সেখানে উপস্থিত ছিলেন।
তাদের এই বৈঠকে বড় প্রযুক্তি সংস্থাগুলোর বিভিন্ন কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ফি আরোপ , তৃতীয় পক্ষের বিক্রেতাদের জন্য বড় প্রতিষ্ঠানগুলোর অনলাইন মার্কেটপ্লেস পরিচালনা পদ্ধ্বতি ও সেখানে তাদের নিজস্ব পণ্য বিক্রি করে তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সেই প্ল্যাটফর্মগুলোতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যবসা যেভাবে র্যাংক করা হচ্ছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
গত বছর মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন দেশটির অর্থনীতিতে প্রতিযোগিতা বাড়ানোর জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। যেখানে কৃষি, ওষুধশিল্প এবং শ্রম খাতে প্রতিযোগিতা বিরোধী কার্যক্রম দমন করার কথা বলা হয়েছিল। এরপর থেকে বিভিন্ন শিল্পের প্রতিযোগিতা বাড়াতে দেশটিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার মার্কিন সিনেটের ভোটে প্রযুক্তি খাতে প্রতিযোগিতা বিরোধী কার্যক্রম নিরসনে একটি বিল উত্থাপিত হওয়ার কথা। এই বিল পাস হলে আমাজন ও গুগলের মতো বড় মার্কিন প্রতিষ্ঠাগুলোর প্রযুক্তি খাতে একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ বাধার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
৩ ঘণ্টা আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
৪ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৬ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৭ ঘণ্টা আগে